ETV Bharat / sitara

পদ্মশ্রী ফিরিয়ে দিতে চেয়েছিলাম : সইফ আলি খান - Bollywood

২০১০ সালে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিলেন সইফ আলি খান। ভারতের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রী। কিন্তু, এই সম্মান ফিরিয়ে দিতে চেয়েছিলেন সইফ। কী এমন হয়েছিল?

সইফ আলি খান
author img

By

Published : May 14, 2019, 8:49 PM IST

Updated : May 14, 2019, 8:59 PM IST

মুম্বই :আরবাজ় খানের একটি জনপ্রিয় চ্যাট শোয়ে সইফকে কয়েকটি টুইট শোনোনো হয়। সেই সমস্ত টুইটে সইফকে রীতিমতো ট্রোল করা হয়েছিল এই পুরস্কার পাওয়ার পর। সব টুইটের একটাই বক্তব্য ছিল যে, সইফ যোগ্য নন এই সম্মানের, তিনি কিনেছেন পদ্মশ্রী।

সইফ আলি খান
ছবি সৌজন্যে উইকিপিডিয়া

এই সমস্ত টুইট শুনে সইফ বলেন, "একটা পদ্মশ্রী কেনা আমার পক্ষে অসম্ভব। ভারত সরকারকে ঘুষ দেওয়ার সামর্থ আমার নেই। তবে আমি চাইনি এই পুরস্কার পেতে।" কেন এই কথা বললেন সইফ?

তিনি বললেন, "আমার মনে হয়েছিল ইন্ডাস্ট্রিতে আমার থেকে অনেক বেশি যোগ্য মানুষ রয়েছেন যাঁরা এই সম্মান পেতে পারেন, অথচ পাননি। আমার কাছে পুরো বিষয়টা খুব অস্বস্তিকর ছিল। আমি ফিরিয়ে দিতে চেয়েছিলাম এই সম্মান।"

সইফ আলি খান
এক রেস্তোরাঁ লঞ্চের অনুষ্ঠানে

তবে বাবা মনসুর আলি খান পতৌদির সঙ্গে কথা বলে নিজের মনকে শান্ত করেন সইফ। তাঁর বাবা বলেছিলেন, "আমার মনে হয়ে না ভারত সরকারকে প্রত্যাখ্যান করার ক্ষমতা অর্জন করেছ তুমি।"

সইফ আলি খান
সইফ

তবে সইফ আরও ভালো কাজ করতে চান, যাতে মানুষ একদিন বলতে পারে, "ও এটা পাওয়ার যোগ্য ছিল।"

মুম্বই :আরবাজ় খানের একটি জনপ্রিয় চ্যাট শোয়ে সইফকে কয়েকটি টুইট শোনোনো হয়। সেই সমস্ত টুইটে সইফকে রীতিমতো ট্রোল করা হয়েছিল এই পুরস্কার পাওয়ার পর। সব টুইটের একটাই বক্তব্য ছিল যে, সইফ যোগ্য নন এই সম্মানের, তিনি কিনেছেন পদ্মশ্রী।

সইফ আলি খান
ছবি সৌজন্যে উইকিপিডিয়া

এই সমস্ত টুইট শুনে সইফ বলেন, "একটা পদ্মশ্রী কেনা আমার পক্ষে অসম্ভব। ভারত সরকারকে ঘুষ দেওয়ার সামর্থ আমার নেই। তবে আমি চাইনি এই পুরস্কার পেতে।" কেন এই কথা বললেন সইফ?

তিনি বললেন, "আমার মনে হয়েছিল ইন্ডাস্ট্রিতে আমার থেকে অনেক বেশি যোগ্য মানুষ রয়েছেন যাঁরা এই সম্মান পেতে পারেন, অথচ পাননি। আমার কাছে পুরো বিষয়টা খুব অস্বস্তিকর ছিল। আমি ফিরিয়ে দিতে চেয়েছিলাম এই সম্মান।"

সইফ আলি খান
এক রেস্তোরাঁ লঞ্চের অনুষ্ঠানে

তবে বাবা মনসুর আলি খান পতৌদির সঙ্গে কথা বলে নিজের মনকে শান্ত করেন সইফ। তাঁর বাবা বলেছিলেন, "আমার মনে হয়ে না ভারত সরকারকে প্রত্যাখ্যান করার ক্ষমতা অর্জন করেছ তুমি।"

সইফ আলি খান
সইফ

তবে সইফ আরও ভালো কাজ করতে চান, যাতে মানুষ একদিন বলতে পারে, "ও এটা পাওয়ার যোগ্য ছিল।"

Intro:Body:

 


Conclusion:
Last Updated : May 14, 2019, 8:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.