মুম্বই :আরবাজ় খানের একটি জনপ্রিয় চ্যাট শোয়ে সইফকে কয়েকটি টুইট শোনোনো হয়। সেই সমস্ত টুইটে সইফকে রীতিমতো ট্রোল করা হয়েছিল এই পুরস্কার পাওয়ার পর। সব টুইটের একটাই বক্তব্য ছিল যে, সইফ যোগ্য নন এই সম্মানের, তিনি কিনেছেন পদ্মশ্রী।

এই সমস্ত টুইট শুনে সইফ বলেন, "একটা পদ্মশ্রী কেনা আমার পক্ষে অসম্ভব। ভারত সরকারকে ঘুষ দেওয়ার সামর্থ আমার নেই। তবে আমি চাইনি এই পুরস্কার পেতে।" কেন এই কথা বললেন সইফ?
তিনি বললেন, "আমার মনে হয়েছিল ইন্ডাস্ট্রিতে আমার থেকে অনেক বেশি যোগ্য মানুষ রয়েছেন যাঁরা এই সম্মান পেতে পারেন, অথচ পাননি। আমার কাছে পুরো বিষয়টা খুব অস্বস্তিকর ছিল। আমি ফিরিয়ে দিতে চেয়েছিলাম এই সম্মান।"

তবে বাবা মনসুর আলি খান পতৌদির সঙ্গে কথা বলে নিজের মনকে শান্ত করেন সইফ। তাঁর বাবা বলেছিলেন, "আমার মনে হয়ে না ভারত সরকারকে প্রত্যাখ্যান করার ক্ষমতা অর্জন করেছ তুমি।"

তবে সইফ আরও ভালো কাজ করতে চান, যাতে মানুষ একদিন বলতে পারে, "ও এটা পাওয়ার যোগ্য ছিল।"