ETV Bharat / sitara

শুধু মোনোপলি নয়, অনুষ্কার মনও জিতলেন বিরাট - অনুষ্কা শর্মার খবর

বাড়িতে বসে মোনোপলি খেলছিলেন বিরাট-অনুষ্কা । সেই ছবি ভাইরাল হয় কয়েকদিন আগে । তবে খেলার উইনার কে জানেন ? বিরাট কোহলি । শুধু মোনোপলিই নয়, অনুষ্কার মনও জিতলেন বিরাট ।

virat kohli latest news
virat kohli latest news
author img

By

Published : Apr 8, 2020, 8:02 PM IST

মুম্বই : পুরো পরিবারের সঙ্গে মোনোপলি খেলছিলেন বিরাট-অনুষ্কা । তবে সেই খেলার বিজেতা কে ? জানালেন অভিনেত্রী । হাবি বিরাটই জিতে নিলেন মোনোপলির রাজত্ব ।

অনুষ্কা নিজের ইনস্টাগ্রাম পোস্টে জানালেন বিজেতার নাম । লিখলেন, "প্রেজ়েন্টিং দ্য উইনার অফ মোনোপিল আর আমার হৃদয়.." শুধু খেলার বোর্ড নয়, অনুষ্কার মনও জিতেছেন বিরাট ।

virat kohli latest news
সৌজন্য়ে অনুষ্কার ইনস্টাস্টোরি

তার আগের দিন অনুষ্কার একটি পোস্টে দেখা গেছিল তাঁদের মোনোপলি খেলার এক ঝলক । ক্যাপশনে তিনি খোলসা করেননি বিজেতার নাম । লিখেছিলেন, "প্রত্যেকের প্রতিযোগী ভাবমূর্তী প্রকাশিত । কেউ বলতে পারবেন কে জিতল ?"

এরপরেই লাগাতার প্রশ্ন উঠতে থাকে, ফ্যান ও সেলেব্রিটিদের থেকে । কে জিতল ? কে জিতল ? অবশেষে উত্তর দিলেন অভিনেত্রী ।

বিরাট আর অনুষ্কা কোরোনা মোকাবিলার জন্য় PM কেয়ার্স ফান্ডে দান করেছেন এক বিশাল অঙ্কের টাকা । নিজেরা না জানালেও, শোনা গেছে যে তিন কোটি টাকা তুলে দিয়েছেন তাঁরা দুস্থ-অসহায় মানুষের সাহায্যার্থে ।

মুম্বই : পুরো পরিবারের সঙ্গে মোনোপলি খেলছিলেন বিরাট-অনুষ্কা । তবে সেই খেলার বিজেতা কে ? জানালেন অভিনেত্রী । হাবি বিরাটই জিতে নিলেন মোনোপলির রাজত্ব ।

অনুষ্কা নিজের ইনস্টাগ্রাম পোস্টে জানালেন বিজেতার নাম । লিখলেন, "প্রেজ়েন্টিং দ্য উইনার অফ মোনোপিল আর আমার হৃদয়.." শুধু খেলার বোর্ড নয়, অনুষ্কার মনও জিতেছেন বিরাট ।

virat kohli latest news
সৌজন্য়ে অনুষ্কার ইনস্টাস্টোরি

তার আগের দিন অনুষ্কার একটি পোস্টে দেখা গেছিল তাঁদের মোনোপলি খেলার এক ঝলক । ক্যাপশনে তিনি খোলসা করেননি বিজেতার নাম । লিখেছিলেন, "প্রত্যেকের প্রতিযোগী ভাবমূর্তী প্রকাশিত । কেউ বলতে পারবেন কে জিতল ?"

এরপরেই লাগাতার প্রশ্ন উঠতে থাকে, ফ্যান ও সেলেব্রিটিদের থেকে । কে জিতল ? কে জিতল ? অবশেষে উত্তর দিলেন অভিনেত্রী ।

বিরাট আর অনুষ্কা কোরোনা মোকাবিলার জন্য় PM কেয়ার্স ফান্ডে দান করেছেন এক বিশাল অঙ্কের টাকা । নিজেরা না জানালেও, শোনা গেছে যে তিন কোটি টাকা তুলে দিয়েছেন তাঁরা দুস্থ-অসহায় মানুষের সাহায্যার্থে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.