ETV Bharat / sitara

দু'বছর পার করল বিরাট-অনুষ্কার দাম্পত্য জীবন... - অনুষ্কা শর্মার খবর

দু'বছর আগে আজকের দিনেই সাত পাকে বাঁধা পড়েছিলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। কেটে গেল দু'বছর। এই বিশেষ দিনে আবেগপ্রবণ দম্পতি একে অপরকে কৃতজ্ঞতা জানালেন।

Anushka and Virat anniversary
Anushka and Virat anniversary
author img

By

Published : Dec 11, 2019, 1:37 PM IST

মুম্বই : দ্বিতীয় বিবাহবার্ষিকীতে কিছু না দেখা ছবি শেয়ার করলেন বিরুষ্কা। লিখলেন নিজেদের মনের কথা। তাঁরা যে সম্পূর্ণ রূপে একে অপরের প্রেমে নিমজ্জিত হয়ে রয়েছেন, তা তাঁদের অনুভূতির প্রাবল্যই প্রমাণ করে দিল।

সাদা-কালো একটি ছবি শেয়ার করেছেন অনুষ্কা। রঙহীন হলেও যেন রঙে ভরপুর সেই ছবি। ক্যাপশনে অভিনেত্রী বিখ্যাত ফ্রেঞ্চ লেখর ভিক্টর হুগো-র একটুকরো লেখা তুলে দিয়েছেন..লিখেছেন, "ভালোবাসা শুধুমাত্র একটা অনুভূতি নয়। তার থেকে অনেক বেশি কিছু। ভালোবাসা এক নির্দেশক, এক চালক, একটা পথ যেখানে সত্য় ছাড়া আর কিছুর অস্তিত্ব নেই। আমি সেই ভালোবাসা খুঁজে পেয়েছি, আমি ধন্য।"

বিরাটও দু'জনের একটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করে লিখেছেন, "বাস্তবে ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। যে মানুষটা প্রতিদিন সেটা আমায় উপলব্ধি করায়, ঈশ্বরের আশীর্বাদে আমি তাঁকে পেয়েছি। আমার তাই একটাই অনুভূতি, কৃতজ্ঞতা।"

শত ব্যস্ততার মধ্যেও বিরাট আর অনুষ্কা নিজেদের জন্য সময় বের করেন। সমস্ত জটিলতা, টিকে থাকার লড়াই ভুলে ছোটো ছোটো ভালোলাগাগুলোকে খুঁজে পান। এভাবেই যেন কাটে সারা জীবন। শুভেচ্ছা ETV ভারত সিতারার..

মুম্বই : দ্বিতীয় বিবাহবার্ষিকীতে কিছু না দেখা ছবি শেয়ার করলেন বিরুষ্কা। লিখলেন নিজেদের মনের কথা। তাঁরা যে সম্পূর্ণ রূপে একে অপরের প্রেমে নিমজ্জিত হয়ে রয়েছেন, তা তাঁদের অনুভূতির প্রাবল্যই প্রমাণ করে দিল।

সাদা-কালো একটি ছবি শেয়ার করেছেন অনুষ্কা। রঙহীন হলেও যেন রঙে ভরপুর সেই ছবি। ক্যাপশনে অভিনেত্রী বিখ্যাত ফ্রেঞ্চ লেখর ভিক্টর হুগো-র একটুকরো লেখা তুলে দিয়েছেন..লিখেছেন, "ভালোবাসা শুধুমাত্র একটা অনুভূতি নয়। তার থেকে অনেক বেশি কিছু। ভালোবাসা এক নির্দেশক, এক চালক, একটা পথ যেখানে সত্য় ছাড়া আর কিছুর অস্তিত্ব নেই। আমি সেই ভালোবাসা খুঁজে পেয়েছি, আমি ধন্য।"

বিরাটও দু'জনের একটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করে লিখেছেন, "বাস্তবে ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। যে মানুষটা প্রতিদিন সেটা আমায় উপলব্ধি করায়, ঈশ্বরের আশীর্বাদে আমি তাঁকে পেয়েছি। আমার তাই একটাই অনুভূতি, কৃতজ্ঞতা।"

শত ব্যস্ততার মধ্যেও বিরাট আর অনুষ্কা নিজেদের জন্য সময় বের করেন। সমস্ত জটিলতা, টিকে থাকার লড়াই ভুলে ছোটো ছোটো ভালোলাগাগুলোকে খুঁজে পান। এভাবেই যেন কাটে সারা জীবন। শুভেচ্ছা ETV ভারত সিতারার..

Intro:Body:

দু'বছর পার করল বিরাট-অনুষ্কার দাম্পত্য...



দু'বছর আগে আজকের দিনেই সাত পাকে বাঁধা পড়েছিলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। কেটে গেল দু'বছর। এই বিশেষ দিনে আবেগপ্রবণ দম্পতি একে অপরকে কৃতজ্ঞতা জানালেন।



মুম্বই : দ্বিতীয় বিবাহবার্ষিকীতে কিছু না দেখা ছবি শেয়ার করলেন বিরুষ্কা। লিখলেন নিজেদের মনের কথা। তাঁরা যে সম্পূর্ণ রূপে একে অপরের প্রেমে নিমজ্জিত হয়ে রয়েছেন, তা তাঁদের অনুভূতির প্রাবল্যই প্রমাণ করে দিল।



সাদা-কালো একটি ছবি শেয়ার করেছেন অনুষ্কা। রঙহীন হলেও যেন রঙে ভরপুর সেই ছবি। ক্যাপশনে অভিনেত্রী বিখ্যাত ফ্রেঞ্চ লেখর ভিক্টর হুগো-র একটুকরো লেখা তুলে দিয়েছেন..লিখেছেন, "ভালোবাসা শুধুমাত্র একটা অনুভূতি নয়। তার থেকে অনেক বেশি কিছু। ভালোবাসা এক নির্দেশক, এক চালক, একটা পথ যেখানে সত্য় ছাড়া আর কিছুর অস্তিত্ব নেই। আমি সেই ভালোবাসা খুঁজে পেয়েছি, আমি ধন্য।"



বিরাটও দু'জনের একটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করে লিখেছেন, "বাস্তবে ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। যে মানুষটা প্রতিদিন সেটা আমায় উপলব্ধি করায়, ঈশ্বরের আশীর্বাদে আমি তাঁকে পেয়েছি। আমার তাই একটাই অনুভূতি, কৃতজ্ঞতা।"



শত ব্যস্ততার মধ্যেও বিরাট আর অনুষ্কা নিজেদের জন্য সময় বের করেন। সমস্ত জটিলতা, টিকে থাকার লড়াই ভুলে ছোটো ছোটো ভালোলাগাগুলোকে খুঁজে পান। এভাবেই যেন কাটে সারা জীবন। শুভেচ্ছা ETV ভারত সিতারার...


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.