ETV Bharat / sitara

'নটখট' ছবিতে প্রযোজক বিদ্যা বালান ! - natkhat

শর্ট ফিল্ম 'নটখট'-এ প্রযোজকের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী বিদ্যা বালানকে । ইনস্টাগ্রামে শেয়ার করে সেকথা জানালেন অভিনেত্রী নিজে ।

বিদ্যা বালান
author img

By

Published : Jul 23, 2019, 3:20 PM IST

মুম্বই : অভিনেত্রী বিদ্যা বালানকে একটি শর্ট ফিল্ম 'নটখট'-এ প্রযোজনা করতে দেখা যাবে ।

আজ বিদ্যা ইনস্টাগ্রামে পোস্ট করে সে খবর দিলেন তাঁর ভক্তদের ।

তিনি লেখেন, "আমি খুশি ও উত্তেজিতও । কিছুদিন আগে আমি প্রথম একটি শর্ট ফিল্মে অভিনয় করলাম । ছবিটির নাম নটখট । সেখানে আমি একজন প্রযোজকের ভূমিকায় অভিনয় করেছি ।"

বিদ্যা সঙ্গে এটাও শেয়ার করেছেন যে, "প্রযোজক হওয়ার এই মুহূর্তে কোনও পরিকল্পনা আমার নেই । কিন্তু এই ছবিটির গল্পের লেখক অন্নুকম্পা হর্স ও শান ভ্যায়াস আমাকে এইভাবেই পরিচালনা করেছেন ।" ছবিটিতে রনি স্ক্রিউওয়ালার সঙ্গে সহ প্রযোজনার কাজ করেছেন বিদ্যা বালান ।

প্রথমবার প্রযোজক হিসেবে কাজ করার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বিদ্যা বলেন, "পরিচালক শান ভ্যায়াস ও তাঁর টিমের সঙ্গে কাজ করা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা । রনির সঙ্গে এত সুন্দর আর শক্তিশালী একটা গল্পে অংশীদার হতে পেরে আমি খুশি । এটাকে সবার সঙ্গে শেয়ার করার জন্য আর অপেক্ষা করতে পারছি না । আশা করছি এটা আমার সঙ্গে যেভাবে কথা বলেছে সেভাবে আপনাদের সঙ্গেও বলবে ।"

মুম্বই : অভিনেত্রী বিদ্যা বালানকে একটি শর্ট ফিল্ম 'নটখট'-এ প্রযোজনা করতে দেখা যাবে ।

আজ বিদ্যা ইনস্টাগ্রামে পোস্ট করে সে খবর দিলেন তাঁর ভক্তদের ।

তিনি লেখেন, "আমি খুশি ও উত্তেজিতও । কিছুদিন আগে আমি প্রথম একটি শর্ট ফিল্মে অভিনয় করলাম । ছবিটির নাম নটখট । সেখানে আমি একজন প্রযোজকের ভূমিকায় অভিনয় করেছি ।"

বিদ্যা সঙ্গে এটাও শেয়ার করেছেন যে, "প্রযোজক হওয়ার এই মুহূর্তে কোনও পরিকল্পনা আমার নেই । কিন্তু এই ছবিটির গল্পের লেখক অন্নুকম্পা হর্স ও শান ভ্যায়াস আমাকে এইভাবেই পরিচালনা করেছেন ।" ছবিটিতে রনি স্ক্রিউওয়ালার সঙ্গে সহ প্রযোজনার কাজ করেছেন বিদ্যা বালান ।

প্রথমবার প্রযোজক হিসেবে কাজ করার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বিদ্যা বলেন, "পরিচালক শান ভ্যায়াস ও তাঁর টিমের সঙ্গে কাজ করা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা । রনির সঙ্গে এত সুন্দর আর শক্তিশালী একটা গল্পে অংশীদার হতে পেরে আমি খুশি । এটাকে সবার সঙ্গে শেয়ার করার জন্য আর অপেক্ষা করতে পারছি না । আশা করছি এটা আমার সঙ্গে যেভাবে কথা বলেছে সেভাবে আপনাদের সঙ্গেও বলবে ।"

Mumbai, July 23 (ANI): The star-cast and makers of 'Khandaani Shafakhana' launched its 2nd trailer 'Baat toh karo' in Mumbai. The team arrived in style for the event. Bollywood actor Sonakshi Sinha, singer Badshah and debutant Priyansh Zora were in attendance. The 2nd trailer gives insight of other characters of movie as well. Helmed by Shilpi Dasgupta, 'Khandaani Shafakhana' will hit theaters on August 02.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.