মুম্বই : প্রকাশ্যে এল শর্টফিল্ম 'নটখট'-এ বিদ্যা বালনের ফার্স্টলুক পোস্টার । পোস্টারে চিন্তামগ্ন অবস্থায় দেখা গিয়েছে তাঁকে । আর এই ছবির প্রযোজনাও করছেন তিনি ।
'নটখট'-এ একজন গ্রাম্য মহিলার চরিত্রে দেখা যাবে বিদ্যাকে । যিনি একজন মা । পোস্টারে এক বাচ্চা ছেলে দাঁড়িয়ে রয়েছে তাঁর সামনে । তার মাথায় মাসাজ করে দিচ্ছেন বিদ্যা । যদিও মাসাজের দিকে খেয়াল নেই তাঁর । কোনও চিন্তায় ডুবে রয়েছেন তিনি । যা প্রকাশ পাচ্ছে তাঁর চোখে, মুখে ।
পোস্টারটি ইনস্টাগ্রামে শেয়ার করেন বিদ্যা নিজেই । ছবির ক্যাপশনে লেখেন, "একটা গল্প শুনবে...? আমার প্রযোজিত ও অভিনীত শর্টফিল্মের ফার্স্ট লুক । #নটখট"। ছবিটি পরিচালনা করেছেন শান ব্যাস । যৌথভাবে এটি প্রযোজনা করেছেন বিদ্যা ও রনি স্ক্রুওয়ালা ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
জুলাইয়ের দিকে এই ছবির কথা ঘোষণা করেছিলেন বিদ্যা । একটি ক্ল্যাপবোর্ডের ছবি দেন তিনি । যেখানে এই ছবির নাম লেখা ছিল । ছবি শেয়ার করে বিদ্যা লেখেন, "আনন্দের সঙ্গে জানাচ্ছি যে মাত্র কয়েকদিন আগেই অভিনেত্রী হিসেবে আমার শর্টফিল্মের কাজ শেষ করলাম...ছবির নাম 'নটখট'। ছবির প্রযোজকের ভূমিকাতেও রয়েছি আমি । প্রযোজনার কথা কখনও চিন্তা করিনি...অনুকম্প হার্স ও শান ব্যাস আমাকে করতে বাধ্য করেছে । এটা শেয়ার করার জন্য অপেক্ষা করছিলাম ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে বিদ্যার 'শকুন্তলা দেবী' ছবিটি । হলেই মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবি । কিন্তু, লকডাউনের জেরে অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পাবে এটি ।