ETV Bharat / sitara

পরবর্তী ছবির শুটিংয়ের জন্য মহেশ্বরে পাড়ি ভিকি-মানুষীর

আজ সকালে মহেশ্বরে পাড়ি দেন মানুষী ও ভিকি । মুম্বই বিমানবন্দরে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের ।

asd
asd
author img

By

Published : Feb 2, 2021, 5:31 PM IST

মুম্বই : পরবর্তী ছবিতে ভিকি কৌশলের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন মানুষী চিল্লার । এটি একটি কমেডি ছবি । প্রযোজনা করছে যশ রাজ ফিল্মস । আর এই ছবির পরবর্তী অংশের শুটিংয়ের জন্য আজ সকালে মুম্বই থেকে মধ্যপ্রদেশের মহেশ্বরে পাড়ি দেন তাঁরা ।

গতবছর নভেম্বরেই মুম্বইতে শুরু হয় এই ছবির শুটিং । শীঘ্রই মহেশ্বরে শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে । আর শুটিং শুরু করতেই আজ সকালে মহেশ্বরে পাড়ি দেন মানুষী ও ভিকি । মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল তাঁদের ।

asd
ভিকি ও মানুষী

সূত্রের খবর, রোম্যান্টিক দৃশ্য ও কিছু গুরুত্বপূর্ণ অংশের শুটিং করা হবে মহশ্বরে । ছবিটি পরিচালনা করছেন বিজয় কৃষ্ণ আচার্য । এর আগে যশ রাজ ফিল্মসের ব্যানারে অক্ষয় কুমারের সঙ্গে 'পৃথ্বীরাজ' ছবিতে কাজ করেছিলেন মানুষী । যশ রাজ ফিল্মসের সঙ্গে এটা তাঁর দ্বিতীয় ছবি । তবে এই ছবি সম্পর্কে এখনই বিশেষ কিছু বলতে চাননি নির্মাতারা ।

এছাড়াও ভিকির হাতে রয়েছে সুজিত সরকার পরিচালিত 'সর্দার উধম সিং'। তাছাড়া 'দা ইম্মর্টাল অশ্বথামা' ছবিতেও দেখা যাবে তাঁকে ।

মুম্বই : পরবর্তী ছবিতে ভিকি কৌশলের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন মানুষী চিল্লার । এটি একটি কমেডি ছবি । প্রযোজনা করছে যশ রাজ ফিল্মস । আর এই ছবির পরবর্তী অংশের শুটিংয়ের জন্য আজ সকালে মুম্বই থেকে মধ্যপ্রদেশের মহেশ্বরে পাড়ি দেন তাঁরা ।

গতবছর নভেম্বরেই মুম্বইতে শুরু হয় এই ছবির শুটিং । শীঘ্রই মহেশ্বরে শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে । আর শুটিং শুরু করতেই আজ সকালে মহেশ্বরে পাড়ি দেন মানুষী ও ভিকি । মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল তাঁদের ।

asd
ভিকি ও মানুষী

সূত্রের খবর, রোম্যান্টিক দৃশ্য ও কিছু গুরুত্বপূর্ণ অংশের শুটিং করা হবে মহশ্বরে । ছবিটি পরিচালনা করছেন বিজয় কৃষ্ণ আচার্য । এর আগে যশ রাজ ফিল্মসের ব্যানারে অক্ষয় কুমারের সঙ্গে 'পৃথ্বীরাজ' ছবিতে কাজ করেছিলেন মানুষী । যশ রাজ ফিল্মসের সঙ্গে এটা তাঁর দ্বিতীয় ছবি । তবে এই ছবি সম্পর্কে এখনই বিশেষ কিছু বলতে চাননি নির্মাতারা ।

এছাড়াও ভিকির হাতে রয়েছে সুজিত সরকার পরিচালিত 'সর্দার উধম সিং'। তাছাড়া 'দা ইম্মর্টাল অশ্বথামা' ছবিতেও দেখা যাবে তাঁকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.