ETV Bharat / sitara

প্রকাশ্যে বরুণ-নতাশার বিয়ের ছবি - বরুণ ধাওয়ানের খবর

প্রকাশ্যে এল বরুণ ধাওয়ান আর নতাশা দালালের বিয়ের প্রথম ছবি । বরুণ নিজেই শেয়ার করলেন তাঁর জীবনের বিশেষ মুহূর্তের ঝলক ।

varun dhawan wedding photo
varun dhawan wedding photo
author img

By

Published : Jan 24, 2021, 10:54 PM IST

মুম্বই : সাত পাকে বাঁধা পড়লেন বরুণ ধাওয়ান আর নতাশা দালাল । দীর্ঘ সময়ের প্রেম একটা পরিচিতি পেল, একটা নাম পেল । বরুণ নিজেই তাঁর বিয়ের ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ।

কড়া নিরাপত্তায় ঘেরা এই অনুষ্ঠানের কোনও ছবি সামনে আসেনি এতক্ষণ । পাপারাৎজ়িরা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন, অতিথিদের ছবি উঠেছে । তবে বিয়ের সাজে দম্পতিকে দেখার জন্য মুখিয়ে ছিল বরুণের কোটি কোটি ফ্যান । অবশেষে তাঁদের অপেক্ষার অবসান ।

বরুণ আর নতাশা দু'জনেই সেজেছিলেন এক রঙের পোশাকে । ঝলমলে রুপোলী রাজকীয় ওয়েডিং ড্রেসে চোখ ফেরানো দায় তাঁদের থেকে । দু'টি ছবি শেয়ার করেছেন অভিনেতা । একটিতে তিনি বিয়ের যজ্ঞে বসে এবং অন্যটিতে সাত পাকে ঘুরছেন নতাশার হাত ধরে ।

ক্যাপশনটিও ভারি সুন্দর লিখেছেন বরুণ । লিখেছেন, "সারা জীবনের প্রেম এবার অফিশিয়াল হল..." দেখে নিন তাঁর পোস্ট

মুম্বই : সাত পাকে বাঁধা পড়লেন বরুণ ধাওয়ান আর নতাশা দালাল । দীর্ঘ সময়ের প্রেম একটা পরিচিতি পেল, একটা নাম পেল । বরুণ নিজেই তাঁর বিয়ের ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ।

কড়া নিরাপত্তায় ঘেরা এই অনুষ্ঠানের কোনও ছবি সামনে আসেনি এতক্ষণ । পাপারাৎজ়িরা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন, অতিথিদের ছবি উঠেছে । তবে বিয়ের সাজে দম্পতিকে দেখার জন্য মুখিয়ে ছিল বরুণের কোটি কোটি ফ্যান । অবশেষে তাঁদের অপেক্ষার অবসান ।

বরুণ আর নতাশা দু'জনেই সেজেছিলেন এক রঙের পোশাকে । ঝলমলে রুপোলী রাজকীয় ওয়েডিং ড্রেসে চোখ ফেরানো দায় তাঁদের থেকে । দু'টি ছবি শেয়ার করেছেন অভিনেতা । একটিতে তিনি বিয়ের যজ্ঞে বসে এবং অন্যটিতে সাত পাকে ঘুরছেন নতাশার হাত ধরে ।

ক্যাপশনটিও ভারি সুন্দর লিখেছেন বরুণ । লিখেছেন, "সারা জীবনের প্রেম এবার অফিশিয়াল হল..." দেখে নিন তাঁর পোস্ট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.