ETV Bharat / sitara

অতিমারীতে বাণীর সবচেয়ে বড় শিক্ষা..

author img

By

Published : Jul 6, 2020, 8:35 AM IST

এই অতিমারীতে বাণী কাপুরের সবথেকে বড় শিক্ষা কী ? জানালেন IANS-কে ।

Vaani Kapoor on biggest lesson from Pandemic
Vaani Kapoor on biggest lesson from Pandemic

মুম্বই : কোরোনা বা লকডাউন আমাদের লাইফস্টাইলকে অনেক বদলে দিয়েছে । আমরা অভ্যস্ত হয়ে গেছি মাস্ক পরে, স্যানিটাইজ়ার ব্যবহার করে রাস্তাঘাটে চলতে । আমরা অভ্যস্ত হয়ে গেছি দিনের পর দিন বাড়িতে থাকতে । বাণী কাপুরও নিশ্চয়ই কিছু উপলব্ধি করেছেন এই সময়টাতে ।

IANS-কে অভিনেত্রী জানালেন, "ভবিষ্যতের জন্য কীভাবে প্রস্তুতি নিতে হয়, সেটাই আমার কাছে সবচেয়ে বড় শিক্ষা । এটা ছাড়াও আরও কয়েকটি উপলব্ধি হয়েছে আমার । কীভাবে নিজের জীবন আর ভালোবাসার মানুষদের অ্যাপ্রিশিয়েট করতে হয়, সেটাও বেশ বুঝতে পেরেছি ।"

কোনওকিছুকেই টেকন ফর গ্রান্টেড করে নেওয়া উচিত নয়, লকডাউনে এটাও শিখেছেন অভিনেত্রী । আমাদের কাছে যা আছে, সেটা যত ছোটোই হোক, তার মর্যাদা করা উচিত, উপলব্ধি বাণীর ।

2020 সালটা হয়তো খুবই কঠিন আমাদের সকলের জন্য । তবে বাণীর কাছে এই সাল একটা দারুণ সুখবর নিয়ে এসেছে ।

Vaani Kapoor on biggest lesson from Pandemic
অক্ষয়ের সঙ্গে

অক্ষয় কুমারের পরবর্তী ছবি 'বেলবটম'-এ দেখা যাবে তাঁকে । শুটিং শুরু হবে খুব তাড়াতাড়ি ।

মুম্বই : কোরোনা বা লকডাউন আমাদের লাইফস্টাইলকে অনেক বদলে দিয়েছে । আমরা অভ্যস্ত হয়ে গেছি মাস্ক পরে, স্যানিটাইজ়ার ব্যবহার করে রাস্তাঘাটে চলতে । আমরা অভ্যস্ত হয়ে গেছি দিনের পর দিন বাড়িতে থাকতে । বাণী কাপুরও নিশ্চয়ই কিছু উপলব্ধি করেছেন এই সময়টাতে ।

IANS-কে অভিনেত্রী জানালেন, "ভবিষ্যতের জন্য কীভাবে প্রস্তুতি নিতে হয়, সেটাই আমার কাছে সবচেয়ে বড় শিক্ষা । এটা ছাড়াও আরও কয়েকটি উপলব্ধি হয়েছে আমার । কীভাবে নিজের জীবন আর ভালোবাসার মানুষদের অ্যাপ্রিশিয়েট করতে হয়, সেটাও বেশ বুঝতে পেরেছি ।"

কোনওকিছুকেই টেকন ফর গ্রান্টেড করে নেওয়া উচিত নয়, লকডাউনে এটাও শিখেছেন অভিনেত্রী । আমাদের কাছে যা আছে, সেটা যত ছোটোই হোক, তার মর্যাদা করা উচিত, উপলব্ধি বাণীর ।

2020 সালটা হয়তো খুবই কঠিন আমাদের সকলের জন্য । তবে বাণীর কাছে এই সাল একটা দারুণ সুখবর নিয়ে এসেছে ।

Vaani Kapoor on biggest lesson from Pandemic
অক্ষয়ের সঙ্গে

অক্ষয় কুমারের পরবর্তী ছবি 'বেলবটম'-এ দেখা যাবে তাঁকে । শুটিং শুরু হবে খুব তাড়াতাড়ি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.