ETV Bharat / sitara

"খুবই অমানবিক", জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা বিলোপ প্রসঙ্গে কংগ্রেসের উর্মিলা

author img

By

Published : Aug 30, 2019, 1:15 PM IST

জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা বিলোপের প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী ও কংগ্রেস প্রার্থী উর্মিলা মাতন্ডকর। বললেন, "খুবই অমানবিক ভাবে করা হয়েছে কাজটা"।

কাশ্মীর ইশ্যু নিয়ে উর্মিলা

মুম্বই : চলতি বছরের মার্চ মাসে কংগ্রেসে যোগদান করেন উর্মিলা মাতন্ডকর। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে কাশ্মীর প্রসঙ্গে কথা বলতে গিয়ে উর্মিলা বললেন, "আমার স্বামী 22 দিন ওঁর বাবা-মায়ের সঙ্গে কথা বলতে পারেনি।"

জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা বিলোপ হয়েছে আজ 24 দিন হল। একটু একটু করে স্বাভাবিক হচ্ছে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি। তবে পুরোপুরি স্বাভাবিক হতে এখনও সময় লাগবে। কারণ ওখানে এখনও অনেক মানুষ রয়েছেন, যাঁরা ভূখন্ডের অন্য প্রান্তের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।

কাশ্মীর ইশ্যু নিয়ে উর্মিলা
উর্মিলা...

উর্মিলা বললেন, "আমার শ্বশুর-শাশুড়ি ওখানে থাকেন। দু'জনেই ডায়বেটিক আর দু'জনেরই হাই ব্লাড প্রোশার রয়েছে। আজ 22 দিন হয়ে গেল আমি বা আমার স্বামী কেউই ওঁদের সঙ্গে কোনওরকম যোগাযোগ করতে পারিনি। আমরা এটাও জানি না যে, ওঁদের কাছে প্রয়োজনীয় ওষুধপত্র মজুত আছে কিনা।"

এরপর উর্মিলা বলেন, "370 ধারা বিলোপটাই এখানে একমাত্র প্রশ্ন নয়। খুবই অমানবিক ভাবে করা হয়েছে কাজটা।"

কাশ্মীর ইশ্যু নিয়ে উর্মিলা
লোকসভার ভোটের ক্যাম্পেনে উর্মিলা...

উর্মিলাকে শেষ দেখা গেছে 2018 সালের 'ব্ল্যাকমেল' ছবিতে। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। আর রাজনৈতিক ক্যারিয়ারেও উর্মিলার অনেক পথ চলা বাকি, কারণ 2019-এর লোকসভা ভোটে তিনি BJP প্রার্থী গোপাল শেট্টির কাছে সাড়ে চার লাখেরও বেশি ভোটে হেরেছেন।

মুম্বই : চলতি বছরের মার্চ মাসে কংগ্রেসে যোগদান করেন উর্মিলা মাতন্ডকর। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে কাশ্মীর প্রসঙ্গে কথা বলতে গিয়ে উর্মিলা বললেন, "আমার স্বামী 22 দিন ওঁর বাবা-মায়ের সঙ্গে কথা বলতে পারেনি।"

জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা বিলোপ হয়েছে আজ 24 দিন হল। একটু একটু করে স্বাভাবিক হচ্ছে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি। তবে পুরোপুরি স্বাভাবিক হতে এখনও সময় লাগবে। কারণ ওখানে এখনও অনেক মানুষ রয়েছেন, যাঁরা ভূখন্ডের অন্য প্রান্তের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।

কাশ্মীর ইশ্যু নিয়ে উর্মিলা
উর্মিলা...

উর্মিলা বললেন, "আমার শ্বশুর-শাশুড়ি ওখানে থাকেন। দু'জনেই ডায়বেটিক আর দু'জনেরই হাই ব্লাড প্রোশার রয়েছে। আজ 22 দিন হয়ে গেল আমি বা আমার স্বামী কেউই ওঁদের সঙ্গে কোনওরকম যোগাযোগ করতে পারিনি। আমরা এটাও জানি না যে, ওঁদের কাছে প্রয়োজনীয় ওষুধপত্র মজুত আছে কিনা।"

এরপর উর্মিলা বলেন, "370 ধারা বিলোপটাই এখানে একমাত্র প্রশ্ন নয়। খুবই অমানবিক ভাবে করা হয়েছে কাজটা।"

কাশ্মীর ইশ্যু নিয়ে উর্মিলা
লোকসভার ভোটের ক্যাম্পেনে উর্মিলা...

উর্মিলাকে শেষ দেখা গেছে 2018 সালের 'ব্ল্যাকমেল' ছবিতে। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। আর রাজনৈতিক ক্যারিয়ারেও উর্মিলার অনেক পথ চলা বাকি, কারণ 2019-এর লোকসভা ভোটে তিনি BJP প্রার্থী গোপাল শেট্টির কাছে সাড়ে চার লাখেরও বেশি ভোটে হেরেছেন।

Intro:Body:

"খুবই অমানবিক", জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা বিলোপ প্রসঙ্গে কংগ্রেসের উর্মিলা



জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা বিলোপের প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী ও কংগ্রেস প্রার্থী উর্মিলা মাতন্ডকর। বললেন, "খুবই অমানবিক ভাবে করা হয়েছে কাজটা"।



মুম্বই : চলতি বছরের মার্চ মাসে কংগ্রেসে যোগদান করেন উর্মিলা মাতন্ডকর। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে কাশ্মীর ইশুতে কথা বলতে গিয়ে উর্মিলা বললেন, "আমার স্বামী 22 দিন তাঁর বাবা-মায়ের সঙ্গে কথা বলতে পারেননি।"



জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা বিলোপ হয়েছে আজ 24 দিন হল। একটু একটু করে স্বাভাবিক হচ্ছে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি। তবে পুরোপুরি স্বাভাবিক হতে এখনও সময় লাগবে। কারণ ওখানে এখনও অনেক মানুষ রয়েছেন, যাঁরা ভূখন্ডের অন্য প্রান্তের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।



উর্মিলা বললেন, "আমার শ্বশুর-শাশুড়ি ওখানে থাকেন। দু'জনেই ডায়বেটিক আর দু'জনেরই হাই ব্লাড প্রোশার রয়েছে। আজ 22 দিন হয়ে গেল আমি বা আমার স্বামী কেউই ওঁদের সঙ্গে কোনওরকম যোগাযোগ করতে পারিনি। আমরা এটাও জানি না যে, ওঁদের কাছে প্রয়োজনীয় ওষুধগুলো মজুত আছে কিনা।"



এরপর উর্মিলা বলেন, "শুধুমাত্র 370 ধারা বিলোপটাই এখানে একমাত্র প্রশ্ন নয়। খুবই অমানবিক ভাবে করা হয়েছে কাজটা।"



উর্মিলাকে শেষ দেখা গেছে 2018 সালের 'ব্ল্যাকমেল' ছবিতে। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। আর রাজনৈতিক ক্যারিয়ারেও উর্মিলার অনেক পথ চলা বাকি, কারণ 2019-এর লোকসভা ভোটে তিনি BJP প্রার্থী গোপাল শেট্টির কাছে সাড়ে চার লাখেরও বেশি ভোটে হেরেছেন।   




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.