ETV Bharat / sitara

Tweet টুডে : আজ বলিউডের কোন সেলেব্রিটি কী টুইট করলেন? - বলিউড টুইট

প্রতিদিনের মতো আজও দেখে নেওয়া যাক যে কোন সেলেব্রিটি কী শেয়ার করলেন টুইটারে?

Tweet Today
author img

By

Published : Oct 30, 2019, 11:35 PM IST

অনুপম খের : থাই গান শিখছেন অনুপম খের। তাঁর বন্ধু ও সহকর্মী এক থাই অভিনেতার থেকে সেই প্রশিক্ষণ নেওয়ার মজার ভিডিয়ো শেয়ার করলেন অনুপম।

শাহরুখ খান : বিদেশের মাটিতে দাঁড়িয়ে এক বিদেশী শিল্পী একমনে বাজিয়ে যাচ্ছেন 'তুঝে দেখা তো ইয়ে জানা সনম'। সেই ভিডিয়োটি পোস্ট করে 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে'-র অভিনেতা শাহরুখ লিখলেন যে, যশরাজকে খুব মিস করছেন তিনি। কারণ? শিল্পীর মাথার টুপিটা একেবারে যশরাজের সিগনেচার টুপির মতো।

মাধুরী দীক্ষিত : 'দিল তো পাগল হ্যায়' ছবিটি 22 বছর পার করল। নস্ট্যালজিক মাধুরী সেই ছবির একটি পোস্টার শেয়ার করেছেন টুইটারে।

রণবীর সিং : শাদি সিজ়ন এসে গেছে। আর এন্টারটেনার ভাড়ায় পাওয়া যাচ্ছে। রণবীর সিং সেই এন্টারটেনার। নিজের একটা ক্লিন শেভেন ছবি দিয়ে এমনই পোস্ট করলেন রণবীর।

  • Shaadi Season is here!
    Entertainer for Hire. 🕺🏿
    Available for events, wedding, budday party, mundan 🎊 pic.twitter.com/XqUolECawl

    — Ranveer Singh (@RanveerOfficial) October 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অনন্যা পাণ্ডে : আজ অনন্যা পাণ্ডের জন্মদিন ছিল। এক আন্তর্জাতিক পোশাকের ব্র্যান্ড তাঁর জন্য আয়োজন করেছিল একটি বিশেষ বার্থডে পার্টির। সেই পার্টির ভিডিয়ো শেয়ার করলেন একুশের অভিনেত্রী।

অনুপম খের : থাই গান শিখছেন অনুপম খের। তাঁর বন্ধু ও সহকর্মী এক থাই অভিনেতার থেকে সেই প্রশিক্ষণ নেওয়ার মজার ভিডিয়ো শেয়ার করলেন অনুপম।

শাহরুখ খান : বিদেশের মাটিতে দাঁড়িয়ে এক বিদেশী শিল্পী একমনে বাজিয়ে যাচ্ছেন 'তুঝে দেখা তো ইয়ে জানা সনম'। সেই ভিডিয়োটি পোস্ট করে 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে'-র অভিনেতা শাহরুখ লিখলেন যে, যশরাজকে খুব মিস করছেন তিনি। কারণ? শিল্পীর মাথার টুপিটা একেবারে যশরাজের সিগনেচার টুপির মতো।

মাধুরী দীক্ষিত : 'দিল তো পাগল হ্যায়' ছবিটি 22 বছর পার করল। নস্ট্যালজিক মাধুরী সেই ছবির একটি পোস্টার শেয়ার করেছেন টুইটারে।

রণবীর সিং : শাদি সিজ়ন এসে গেছে। আর এন্টারটেনার ভাড়ায় পাওয়া যাচ্ছে। রণবীর সিং সেই এন্টারটেনার। নিজের একটা ক্লিন শেভেন ছবি দিয়ে এমনই পোস্ট করলেন রণবীর।

  • Shaadi Season is here!
    Entertainer for Hire. 🕺🏿
    Available for events, wedding, budday party, mundan 🎊 pic.twitter.com/XqUolECawl

    — Ranveer Singh (@RanveerOfficial) October 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অনন্যা পাণ্ডে : আজ অনন্যা পাণ্ডের জন্মদিন ছিল। এক আন্তর্জাতিক পোশাকের ব্র্যান্ড তাঁর জন্য আয়োজন করেছিল একটি বিশেষ বার্থডে পার্টির। সেই পার্টির ভিডিয়ো শেয়ার করলেন একুশের অভিনেত্রী।

Intro:Body:

Tweet টুডে : আজ বলিউডের কোন সেলেব্রিটি কী টুইট করলেন?



প্রতিদিনের মতো আজও দেখে নেওয়া যাক যে কোন সেলেব্রিটি কী শেয়ার করলেন টুইটারে?



অনুপম খের : থাই গান শিখছেন অনুপম খের। তাঁর বন্ধু ও সহকর্মী এক থাই অভিনেতার থেকে সেই প্রশিক্ষণ নেওয়ার মজার ভিডিয়ো শেয়ার করলেন অনুপম।



শাহরুখ খান : বিদেশের মাটিতে দাঁড়িয়ে এক বিদেশী শিল্পী একমনে বাজিয়ে যাচ্ছেন 'তুঝে দেখা তো ইয়ে জানা সনম'।  সেই ভিডিয়োটি পোস্ট করে 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে'-র অভিনেতা শাহরুখ লিখলেন যে, যশরাজকে খুব মিস করছেন তিনি। কারণ? শিল্পীর মাথার টুপিটা একেবারে যশরাজের সিগনেচার টুপির মতো।



মাধুরী দীক্ষিত : 'দিল তো পাগল হ্যায়' ছবিটি 22 বছর পার করল। নস্ট্যালজিক মাধুরী সেই ছবির একটি পোস্টার শেয়ার করেছেন টুইটারে।



রণবীর সিং : শাদি সিজ়ন এসে গেছে। আর এন্টারটেনার ভাড়ায় পাওয়া যাচ্ছে। রণবীর সিং সেই এন্টারটেনার। নিজের একটা ক্লিন শেভেন ছবি দিয়ে এমনই পোস্ট করলেন রণবীর।



অনন্যা পাণ্ডে : আজ অনন্যা পাণ্ডের জন্মদিন ছিল। এক আন্তর্জাতিক পোশাকের ব্র্যান্ড তাঁর জন্য আয়োজন করেছিল একটি বিশেষ বার্থডে পার্টির। সেই পার্টির ভিডিয়ো শেয়ার করলেন একুশের অভিনেত্রী।






Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.