ETV Bharat / sitara

"সত্যিটা সামনে আসবেই", FIR দায়ের নিয়ে মন্তব্য রিয়ার

ভিডিয়োতে রিয়া বলেন, "আমার ঈশ্বর ও বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা রয়েছে । আমার বিশ্বাস, ন্যায়বিচার পাবই । মিডিয়াতে আমাকে নিয়ে অনেক খারাপ কথা বলা হচ্ছে । কিন্তু, আইনজীবীদের পরামর্শ মতো এ বিষয়ে আমি কোনও মন্তব্য করছি না । সত্যমেব জয়তে । সত্য সামনে আসবেই ।"

োে্
োে্
author img

By

Published : Jul 31, 2020, 8:58 PM IST

মুম্বই : কয়েকদিন আগেই বিহারের রাজীব নগর থানায় রিয়ার চক্রবর্তীর বিরুদ্ধে FIR দায়ের করেন সুশান্ত সিং রাজপুতের বাবা কৃষ্ণ কুমার সিং । রিয়ার বিরুদ্ধে ছেলেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তোলেন তিনি । তা নিয়ে অবশ্য তখন কোনও মন্তব্য করেননি রিয়া । তবে এবার নীরবতা ভেঙে মন্তব্য করতে দেখা গেল তাঁকে ।

সম্প্রতি সামনে এসেছে রিয়ার একটি ভিডিয়ো বার্তা । সেখানে সাদা সালোয়ার পরে কাঁদো কাঁদো মুখে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে । তাঁর মতে, সত্যের জয় হবেই ।

ভিডিয়োতে রিয়া বলেন, "আমার ঈশ্বর ও বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা রয়েছে । আমার বিশ্বাস, ন্যায়বিচার পাবই । মিডিয়াতে আমাকে নিয়ে অনেক খারাপ কথা বলা হচ্ছে । কিন্তু, আইনজীবীদের পরামর্শ মতো এ বিষয়ে আমি কোনও মন্তব্য করছি না । সত্যমেব জয়তে । সত্যিটা সামনে আসবেই ।"

দেখুন সেই ভিডিয়ো...

14 জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে বিভিন্ন মহলে উঠতে শুরু করে একাধিক প্রশ্ন । যা নিয়ে তোলপাড় হয় গোটা দেশ । কীভাবে আত্মহত্যার মতো একটা চূড়ান্ত পদক্ষেপ অভিনেতা করলেন তা এখনও জানা যায়নি । যদিও তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা । জারি রয়েছে তদন্ত । এখনও পর্যন্ত এই ঘটনায় রিয়া সহ 41 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ।

যদিও মহারাষ্ট্র পুলিশের তদন্তের উপর ভরসা রাখতে পারছিলেন না সুশান্তের পরিবারের সদস্যরা । আর সেই কারণেই অভিনেতার মৃত্যুর এক মাসেরও বেশি সময় পর পটনায় FIR দায়ের করেন তাঁর বাবা । তড়িঘড়ি পটনা পুলিশের 4 সদস্যের একটি টিমকে পাঠানো হয় মুম্বইতে ।

এরপর পটনা থেকে সেই তদন্ত মুম্বইতে স্থানান্তরিত করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানান রিয়া । 5 অগাস্ট শীর্ষ আদালত সেই আবেদন শুনবে বলে জানানো হয়েছে ।

মুম্বই : কয়েকদিন আগেই বিহারের রাজীব নগর থানায় রিয়ার চক্রবর্তীর বিরুদ্ধে FIR দায়ের করেন সুশান্ত সিং রাজপুতের বাবা কৃষ্ণ কুমার সিং । রিয়ার বিরুদ্ধে ছেলেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তোলেন তিনি । তা নিয়ে অবশ্য তখন কোনও মন্তব্য করেননি রিয়া । তবে এবার নীরবতা ভেঙে মন্তব্য করতে দেখা গেল তাঁকে ।

সম্প্রতি সামনে এসেছে রিয়ার একটি ভিডিয়ো বার্তা । সেখানে সাদা সালোয়ার পরে কাঁদো কাঁদো মুখে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে । তাঁর মতে, সত্যের জয় হবেই ।

ভিডিয়োতে রিয়া বলেন, "আমার ঈশ্বর ও বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা রয়েছে । আমার বিশ্বাস, ন্যায়বিচার পাবই । মিডিয়াতে আমাকে নিয়ে অনেক খারাপ কথা বলা হচ্ছে । কিন্তু, আইনজীবীদের পরামর্শ মতো এ বিষয়ে আমি কোনও মন্তব্য করছি না । সত্যমেব জয়তে । সত্যিটা সামনে আসবেই ।"

দেখুন সেই ভিডিয়ো...

14 জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে বিভিন্ন মহলে উঠতে শুরু করে একাধিক প্রশ্ন । যা নিয়ে তোলপাড় হয় গোটা দেশ । কীভাবে আত্মহত্যার মতো একটা চূড়ান্ত পদক্ষেপ অভিনেতা করলেন তা এখনও জানা যায়নি । যদিও তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা । জারি রয়েছে তদন্ত । এখনও পর্যন্ত এই ঘটনায় রিয়া সহ 41 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ।

যদিও মহারাষ্ট্র পুলিশের তদন্তের উপর ভরসা রাখতে পারছিলেন না সুশান্তের পরিবারের সদস্যরা । আর সেই কারণেই অভিনেতার মৃত্যুর এক মাসেরও বেশি সময় পর পটনায় FIR দায়ের করেন তাঁর বাবা । তড়িঘড়ি পটনা পুলিশের 4 সদস্যের একটি টিমকে পাঠানো হয় মুম্বইতে ।

এরপর পটনা থেকে সেই তদন্ত মুম্বইতে স্থানান্তরিত করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানান রিয়া । 5 অগাস্ট শীর্ষ আদালত সেই আবেদন শুনবে বলে জানানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.