প্রায় পাঁচদশক আগের কথা। সালটা ১৯৬৬। ১০ জানুয়ারি সাক্ষরিত হয় তাশকন্ত চুক্তি সই হয়। তার ঠিক একদিন পরই মারা যান প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। মৃত্যুর পর হয়নি কোনও পোস্টমর্টাম। বলা হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। বছরের পর বছর ঘুরেছে। কিন্তু, প্রশ্ন উঠেছে অনেক। আদৌ কি স্বাভাবিক মৃত্যু হয়েছিল শাস্ত্রীর, নাকি এর পিছনে লুকিয়ে আছে বড় কোনও ষড়যন্ত্র ? সামনে এসেছে বিভিন্ন তথ্যও। আর এই সব বিষয়ের উপর ভিত্তি করেই ছবিটি বানিয়েছেন বিবেক।
দেখুন ট্রেলার...
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
ছবিতে অভিনয় করতে দেখা যাবে মিঠুন চক্রবর্তী, শ্বেতা বসু প্রসাদ, নাসিরুদ্দিন শাহ, পঙ্কজ ত্রিপাঠি, পল্লবী জোশী সহ আরও অনেককে। ছবির পোস্টার সামনে আসার পর থেকেই ছবিটি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। অনেকেই বলছে, ছবিটি প্রোপাগ্যান্ডা। এর উত্তরে বিবেক বলেন, "যাঁরা একে প্রোপাগ্যান্ডা বলছেন, তাঁরা আদতে বোকা বা অনুতপ্ত।"