মুম্বই : 'রশমি রকেট'-এর শুটিং শেষ করার পর এরই মধ্যে 'লুপ লপেটা'-র শুটিং শুরু করে দিয়েছেন তাপসী পান্নু । একের পর এক কাজ করে চলেছেন তিনি । 'লুপ লপেটা'-র সেটে তোলা একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী ।
যেন সূর্যের আলোয় স্নান করছেন তাপসী । তাঁর ভ্যানিটি ভ্যানের জানলা দিয়ে শীতের নরম রোদ উঁকি দিচ্ছে । দেখে বেশ মজা পেয়েছেন তিনি । সকালের সূর্যের আলো গায়ে মেখে শুটিং শুরু করছেন তাপসী ।
মালদ্বীপ থেকে ছুটি কাটিয়ে এসেই শুটিং শুরু করে দিয়েছেন তাপসী । প্রথমে 'হাসিন দিলরুবা', তারপর 'রশমি রকেট' এবং এখন 'লুপ লপেটা' ।
কঙ্গনা রানাওয়াত যতই আক্রমণ করে বলুন যে তাপসী নাকি বি-গ্রেড অভিনেত্রী, তিনি নাকি কাজ পান না, তাপসীর ঝুলিতে কিন্তু কাজের কোনও অভাব নেই এই মুহূর্তে । আর প্রত্যেকটা ভিন্ন স্বাদের এবং নারীকেন্দ্রিক ছবি ।
তাপসীর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'থাপ্পড়' ।