দিল্লি : 2019 সাল পর্যন্ত সুশান্ত সিং রাজপুতের কোনও সমস্যাই ছিল না । রিয়া চক্রবর্তী তাঁর জীবনে আসার পরই সব বদলে যায় । একাধিক সমস্যা দেখা দেয় তাঁর জীবনে । এভাবেই ফের একবার রিয়ার বিরুদ্ধে মন্তব্য করলেন সুশান্তের পরিবারিবারিক আইনজীবী বিকাশ সিং ।
একটি সর্বভারতীয় সংবাদসংস্থাকে এ প্রসঙ্গে তিনি বলেন, "2019 পর্যন্ত সুশান্ত সিং রাজপুতের কোনও সমস্যা ছিল না । রিয়া চক্রবর্তী তাঁর জীবনে আসার পর থেকেই অস্থির থাকতেন । পরিবার এটাকে উদ্বেগ বলেই জানত । তবে সুশান্ত যে বাইপোলার ডিসঅর্ডার বা অবসাদে ভুগছিলেন সেকথা কারও জানা ছিল না ।"
14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । তারপর যতদিন যাচ্ছে ততই ঘনীভূত হচ্ছে তাঁর মৃত্যুরহস্য । রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে মাদক চক্রের সঙ্গে তাঁর জড়িত থাকার ইঙ্গিত পান তদন্তকারীরা ।
এদিকে আজ সকালে রিয়া চক্রবর্তী ও সুশান্ত সিং রাজপুতের সহকারী স্যামুয়েল মিরান্ডার মুম্বইয়ের বাড়িতে তল্লাশি অভিযান চালায় নারকোটিকস কন্ট্রোল বিওরোর (NCB) পাঁচ সদস্যের একটি দল । তল্লাশির পর রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী ও স্যামুয়েলকে আটক করেন তদন্তকারীরা । তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।