ETV Bharat / sitara

সিগারেট তৈরি করার রেসিপি শেখালেন সুনীল ?

হ্যাঁ, ঠিকই পড়েছেন । বাড়িতে বসেই সিগারেট তৈরির রেসিপি শেখালেন সুনীল গ্রোভার । না, না, প্রমোট করার জন্য নয়, বরং ক্যানসারের বিরুদ্ধে সচেতনতা তৈরি করার জন্য ।

author img

By

Published : May 30, 2020, 7:19 PM IST

sunil grover cigarette recipe
sunil grover cigarette recipe

মুম্বই : রসিকতা করতে সুনীল গ্রোভারের জুড়ি মেলা ভার । আর ক্যানসার নিয়ে সচেতনতা বাড়াতেও এক মজার পদ্ধতি অবলম্বন করলেন অভিনেতা । সিগারেট তৈরির রেসিপি শেখালেন, যা দেখে ধূমপানের ইচ্ছে চলে যাবে ।

ক্যাডমিয়াম (ব্যাটারি), এসটোন (নেল পলিশ), মোম, অ্যামোনিয়া (টয়লেট ক্লিনার), বিষ (আর্সেনিক), নিকোটিন (ইনসেক্টিসাইড) -এর মতো জিনিসকে একত্রিত করে তৈরি করলেন সিগারেট । তবে পুরোটাই রূপক অর্থে ।

কিন্তু, সিগারেট তৈরিতে কী কী জিনিস লাগে, সেটা জানতে পারলে যে কারও ধূমপান করার ইচ্ছে চলে যাবে, মনে করছেন সুনীল ।

ক্যাপশনে তিনি লিখেছেন, "এই ভিডিয়োর তথ্যগুলো মেনে নেওয়া খুব কঠিন । এটা আমাকেও বার বার ভাবতে বাধ্য করছে ।" ক্যানসার প্রতিরোধে সুনীলের এই প্রয়াসে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা । শুধুই মজা নয়, তাঁরা বেশ চমকেও উঠেছেন ।

দেখে নিন ভিডিয়ো...

মুম্বই : রসিকতা করতে সুনীল গ্রোভারের জুড়ি মেলা ভার । আর ক্যানসার নিয়ে সচেতনতা বাড়াতেও এক মজার পদ্ধতি অবলম্বন করলেন অভিনেতা । সিগারেট তৈরির রেসিপি শেখালেন, যা দেখে ধূমপানের ইচ্ছে চলে যাবে ।

ক্যাডমিয়াম (ব্যাটারি), এসটোন (নেল পলিশ), মোম, অ্যামোনিয়া (টয়লেট ক্লিনার), বিষ (আর্সেনিক), নিকোটিন (ইনসেক্টিসাইড) -এর মতো জিনিসকে একত্রিত করে তৈরি করলেন সিগারেট । তবে পুরোটাই রূপক অর্থে ।

কিন্তু, সিগারেট তৈরিতে কী কী জিনিস লাগে, সেটা জানতে পারলে যে কারও ধূমপান করার ইচ্ছে চলে যাবে, মনে করছেন সুনীল ।

ক্যাপশনে তিনি লিখেছেন, "এই ভিডিয়োর তথ্যগুলো মেনে নেওয়া খুব কঠিন । এটা আমাকেও বার বার ভাবতে বাধ্য করছে ।" ক্যানসার প্রতিরোধে সুনীলের এই প্রয়াসে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা । শুধুই মজা নয়, তাঁরা বেশ চমকেও উঠেছেন ।

দেখে নিন ভিডিয়ো...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.