ETV Bharat / sitara

সুশান্তের মৃত্যুতে সবদিক অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, জানাল CBI - CBI

তদন্ত প্রসঙ্গে CBI-এর মুখপাত্র বলেন, "এখনও সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্ত জারি রেখেছে CBI । সব দিকই অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে ।"

sdf
df
author img

By

Published : Oct 6, 2020, 8:37 AM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে খুনের তত্ত্ব উড়িয়ে দিয়েছে AIIMS । তাদের বক্তব্য, আত্মহত্যাই করেছেন তিনি । তাঁকে খুন করা হয়নি । যদিও AIIMS-এর তত্ত্ব মানতে নারাজ সুশান্তের পরিবারের সদস্যরা । CBI রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তাঁরা । এ প্রসঙ্গে CBI-এর বক্তব্য, সব দিক অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে ।

CBI-এর মুখপাত্র বলেন, "এখনও সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্ত জারি রেখেছে CBI । সব দিকই অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে ।"

19 অগাস্ট সুশান্তের মৃত্যু মামলার তদন্তভার CBI-এর হাতে তুলে দেয় সুপ্রিম কোর্ট । এরপরই AIIMS-এর ফরেনসিক বিভাগের প্রধান সুধীর গুপ্তর নেতৃত্বে চিকিৎসকদের একটি দল তৈরি করা হয় । প্রয়াত অভিনেতার ময়নাতদন্তের রিপোর্ট, ভিসেরা ও ফরেনসিক পরীক্ষা করে তারা ।

ভিসেরা ও ফরেনসিক পরীক্ষার পর 3 অক্টোবর চূড়ান্ত রিপোর্ট পেশ করেন সুধীর গুপ্ত । বলেছিলেন, "আমরা চূড়ান্ত রিপোর্ট তৈরি করেছি । এটা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা । গলায় ফাঁস ছাড়া সুশান্তের শরীরে আর কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি । তাঁর শরীর ও পোশাকে কোনও ধস্তাধস্তির চিহ্নও ছিল না । এমনকী, তাঁর পেটে বিষও পাওয়া যায়নি ।"

সুধীর গুপ্তর এই বক্তব্য প্রকাশ্যে আসার পরই বিভিন্ন মহলে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে । এ প্রসঙ্গে সুশান্তের পারিবারিক আইনজীবী বিকাশ সিং নতুন ফরেনসিক দল তৈরি করার দাবি জানান । পাশাপাশি সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি ইনস্টাগ্রামে লেখেন, "এই ধরনের ভোলবদলের ব্যাখ্যা অবশ্যই দিতে হবে !! কেন ??" এরপরই তদন্ত জারি রয়েছে বলে CBI-এর তরফে জানানো হয় ।

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে খুনের তত্ত্ব উড়িয়ে দিয়েছে AIIMS । তাদের বক্তব্য, আত্মহত্যাই করেছেন তিনি । তাঁকে খুন করা হয়নি । যদিও AIIMS-এর তত্ত্ব মানতে নারাজ সুশান্তের পরিবারের সদস্যরা । CBI রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তাঁরা । এ প্রসঙ্গে CBI-এর বক্তব্য, সব দিক অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে ।

CBI-এর মুখপাত্র বলেন, "এখনও সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্ত জারি রেখেছে CBI । সব দিকই অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে ।"

19 অগাস্ট সুশান্তের মৃত্যু মামলার তদন্তভার CBI-এর হাতে তুলে দেয় সুপ্রিম কোর্ট । এরপরই AIIMS-এর ফরেনসিক বিভাগের প্রধান সুধীর গুপ্তর নেতৃত্বে চিকিৎসকদের একটি দল তৈরি করা হয় । প্রয়াত অভিনেতার ময়নাতদন্তের রিপোর্ট, ভিসেরা ও ফরেনসিক পরীক্ষা করে তারা ।

ভিসেরা ও ফরেনসিক পরীক্ষার পর 3 অক্টোবর চূড়ান্ত রিপোর্ট পেশ করেন সুধীর গুপ্ত । বলেছিলেন, "আমরা চূড়ান্ত রিপোর্ট তৈরি করেছি । এটা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা । গলায় ফাঁস ছাড়া সুশান্তের শরীরে আর কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি । তাঁর শরীর ও পোশাকে কোনও ধস্তাধস্তির চিহ্নও ছিল না । এমনকী, তাঁর পেটে বিষও পাওয়া যায়নি ।"

সুধীর গুপ্তর এই বক্তব্য প্রকাশ্যে আসার পরই বিভিন্ন মহলে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে । এ প্রসঙ্গে সুশান্তের পারিবারিক আইনজীবী বিকাশ সিং নতুন ফরেনসিক দল তৈরি করার দাবি জানান । পাশাপাশি সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি ইনস্টাগ্রামে লেখেন, "এই ধরনের ভোলবদলের ব্যাখ্যা অবশ্যই দিতে হবে !! কেন ??" এরপরই তদন্ত জারি রয়েছে বলে CBI-এর তরফে জানানো হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.