ETV Bharat / sitara

Mithali Raj Biopic : সাবাশ মিঠু-র পরিচালনার দায়িত্ব পেলেন সৃজিত - সৃজিত মুখোপাধ্যায়

ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের (Mithali Raj) বায়োপিক সাবাশ মিঠু ৷ ছবির শুটিং চলাকালীনই মাঝপথে পরিচালনার দায়িত্ব ছাড়লেন রাহুল ঢোলাকিয়া ৷ এখন এই ছবির নতুন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) ৷

Shabaash Mithu
Shabaash Mithu
author img

By

Published : Jun 23, 2021, 7:47 AM IST

মুম্বই ও কলকাতা, 23 জুন : ছবির মাঝপথেই পরিচালনার দায়িত্ব ছাড়লেন রাহুল ঢোলাকিয়া ৷ সাবাশ মিঠু ছবির নতুন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) ৷

ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের (Mithali Raj) উপর বায়োপিক তৈরি হচ্ছে বলিউডে ৷ সেই ছবিতে মিতালি রাজের ভূমিকায় দেখাযাবে তাপসী পান্নুকে (Taapsee Pannu) ৷

Shabaash Mithu
ব্যাট হাতে তাপসী, ছবি সৌজন্য সোশ্যাল মিডিয়া

শুরুও হয়ে গিয়েছে ছবির শুটিং ৷ তবে এরই মধ্যে বড় ঘোষণা করলেন রাহুল ঢোলাকিয়া ৷ টুইটারে তিনি লেখেন, "দুর্ভাগ্যবশত আমি আমার স্বপ্নের প্রজেক্টের আর অংশ রইলাম না ৷ কোভিড সবার সময়সূচিকে এলোমেলো করে দিয়েছে ৷ আমার ক্ষেত্রেও তা অভিন্ন ৷ অজিতের (ভায়াকম 18 স্টুডিও-র চিফ অপারেটিং অফিসার) দূরদর্শিতা ও পরিকল্পনা উভয়ই আছে, ছবিটিকে মুক্তি দেওয়ার জন্য ৷ আমি তাঁকে অনেক শুভেচ্ছা জানাই ৷"

Shabaash Mithu
সাবাশ মিঠু ছবির শুটিংয়ের দৃশ্য

আরও পড়ুন : Nusrat Jahan : বুদ্ধের বাণীতে শান্তি খুঁজতে গিয়ে কটাক্ষের শিকার নুসরত

অন্যদিকে, সাবাশ মিঠু ছবির পরিচালনার দায়িত্ব পেয়ে খুশি সৃজিত মুখোপাধ্যায় ৷ তিনি এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে বলেন, "আমি যখন দিয়ে শুনেছি আমি ছবির একটি অংশ হতে চলেছি, তখন থেকেই আমি খুব খুশি ৷ যত শীঘ্র সম্ভব আমি এই ছবিটির কাজ শুরু করতে চাই ও তা রূপোলি পর্দায় মুক্তি দিতে চাই ৷'

ভায়াকম 18 স্টুডিও-র চিফ অপারেটিং অফিসার অজিত আন্ধার এক ভারতীয় সংবাদ সংস্থাকে বলেন, "কোভিড সকলের সময়সূচিতে সমস্যা সৃষ্টি করেছে ৷ ছবির সময়সূচি পুনরায় বদল হওয়ার কারণে ছবি থেকে সরে আসতে হল রাহুল ঢোলাকিয়াকে ৷...ছবির জন্য ওঁর যা অবদান, তা মনে রাখা হবে ৷...এখন সৃজিত মুখোপাধ্যায় ছবিটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন ৷"

মুম্বই ও কলকাতা, 23 জুন : ছবির মাঝপথেই পরিচালনার দায়িত্ব ছাড়লেন রাহুল ঢোলাকিয়া ৷ সাবাশ মিঠু ছবির নতুন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) ৷

ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের (Mithali Raj) উপর বায়োপিক তৈরি হচ্ছে বলিউডে ৷ সেই ছবিতে মিতালি রাজের ভূমিকায় দেখাযাবে তাপসী পান্নুকে (Taapsee Pannu) ৷

Shabaash Mithu
ব্যাট হাতে তাপসী, ছবি সৌজন্য সোশ্যাল মিডিয়া

শুরুও হয়ে গিয়েছে ছবির শুটিং ৷ তবে এরই মধ্যে বড় ঘোষণা করলেন রাহুল ঢোলাকিয়া ৷ টুইটারে তিনি লেখেন, "দুর্ভাগ্যবশত আমি আমার স্বপ্নের প্রজেক্টের আর অংশ রইলাম না ৷ কোভিড সবার সময়সূচিকে এলোমেলো করে দিয়েছে ৷ আমার ক্ষেত্রেও তা অভিন্ন ৷ অজিতের (ভায়াকম 18 স্টুডিও-র চিফ অপারেটিং অফিসার) দূরদর্শিতা ও পরিকল্পনা উভয়ই আছে, ছবিটিকে মুক্তি দেওয়ার জন্য ৷ আমি তাঁকে অনেক শুভেচ্ছা জানাই ৷"

Shabaash Mithu
সাবাশ মিঠু ছবির শুটিংয়ের দৃশ্য

আরও পড়ুন : Nusrat Jahan : বুদ্ধের বাণীতে শান্তি খুঁজতে গিয়ে কটাক্ষের শিকার নুসরত

অন্যদিকে, সাবাশ মিঠু ছবির পরিচালনার দায়িত্ব পেয়ে খুশি সৃজিত মুখোপাধ্যায় ৷ তিনি এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে বলেন, "আমি যখন দিয়ে শুনেছি আমি ছবির একটি অংশ হতে চলেছি, তখন থেকেই আমি খুব খুশি ৷ যত শীঘ্র সম্ভব আমি এই ছবিটির কাজ শুরু করতে চাই ও তা রূপোলি পর্দায় মুক্তি দিতে চাই ৷'

ভায়াকম 18 স্টুডিও-র চিফ অপারেটিং অফিসার অজিত আন্ধার এক ভারতীয় সংবাদ সংস্থাকে বলেন, "কোভিড সকলের সময়সূচিতে সমস্যা সৃষ্টি করেছে ৷ ছবির সময়সূচি পুনরায় বদল হওয়ার কারণে ছবি থেকে সরে আসতে হল রাহুল ঢোলাকিয়াকে ৷...ছবির জন্য ওঁর যা অবদান, তা মনে রাখা হবে ৷...এখন সৃজিত মুখোপাধ্যায় ছবিটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.