ETV Bharat / sitara

পোল্যান্ডের এক শহরের মোড়ের নামকরণ বাবার নামে, উচ্ছ্বসিত অমিতাভ - Square named amitabh father

বোর্ড হাতে নিয়ে একটি ছবি পোস্ট করেন অমিতাভ । বোর্ডের উপর লেখা তাঁর বাবার নাম । নীল, লাল ও হলুদ রঙা বোর্ডের একেবারে উপরের দিকে লেখা স্কয়্যার, ঠিক তার নিচে হরিবংশ রাই বচ্চনের নাম । এর নিচে লেখা রোকলো ।

asd
asd
author img

By

Published : Oct 26, 2020, 5:52 PM IST

Updated : Oct 26, 2020, 7:45 PM IST

মুম্বই : পোল্যান্ডের রোকলো শহরে এবার অমিতাভ বচ্চনের বাবা হরিবংশ রাই বচ্চনের নামে একটি রাস্তার মোড়ের নামকরণ করা হল । বাবাকে এভাবে শ্রদ্ধা জ্ঞাপন করার খবর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন বিগ বি ।

বোর্ড হাতে নিয়ে একটি ছবি পোস্ট করেন অমিতাভ । বোর্ডের উপর লেখা তাঁর বাবার নাম । নীল, লাল ও হলুদ রঙা বোর্ডের একেবারে উপরের দিকে লেখা স্কয়্যার, ঠিক তার নিচে হরিবংশ রাই বচ্চনের নাম । এর নিচে লেখা রোকলো অর্থাৎ শহরের নাম ।

ছবির ক্যাপশনে অমিতাভ লেখেন, "রোকলো শহরের সিটি কাউন্সিল একটি রাস্তার মোড়ের নামকরণ আমার বাবার নামে করেছে । দশেরায় এর থেকে ভালো খবর আর কি বা হতে পারে...পরিবারের কাছে এটা চূড়ান্ত গর্বের মুহূর্ত, ওরক্লোতে অবস্থিত ভারতীয় ও ভারতের কাছেও এটা গর্বের বিষয়...জয় হিন্দ ।" এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই সেখানে কমেন্ট করতে শুরু করেন রণবীর সিং, অহনা কুমরা, সুনীল শেট্টি, হিমেশ রেশমিয়ার মতো তারকারা । বিগ বিকে অভিনন্দন জানান তাঁরা ।

2019-এ রোকলোর ব্র্যান্ড আম্বাসাডর ঘোষণা করা হয়েছিল অমিতাভকে । জুলাই মাসে রোকলো বিশ্ববিদ্যালয়ের ছাদে পড়ুয়ারা তাঁর বাবার 'মধুশালা' কবিতার কয়েকটি লাইন কোরাস করে গেয়েছিলেন । সেই ভিডিয়ো শেয়ার করেছিলেন বিগ বি । আর তা দেখে নিজের চোখের জল ধরে রাখতে পারেননি তিনি । লিখেছিলেন, “UNESCO-র তরফে সাহিত্যের শহর বলে সম্মানিত হয়েছিল রোকলো । তারাই বাবুজির ভালোবাসার বার্তা গোটা বিশ্বে ছড়িয়ে দিল । অনেক ভালো লাগল । কঠিন সময়ে এটাই আনন্দ দিল । রোকলো তোমাকে ধন্যবাদ ।”

কাজের দিক থেকে এই মুহূর্তে 'কউন বনেগা ক্রোড়পতি' শো নিয়ে ব্যস্ত অমিতাভ । এছাড়াও একাধিক ছবির রয়েছে তাঁর ঝুলিতে । তার মধ্যে রয়েছে অয়ন মুখার্জির 'ব্রহ্মাস্ত্র', নাগরাজ মাঞ্জুলের 'ঝুন্ড', 'চ্যাহেরে'। এর পাশাপাশি প্রভাস ও দীপিকা পাডুকোনের সঙ্গেও একটি ছবিতে স্ক্রিন শেয়ার করবেন তিনি । যদিও সেই ছবির নাম এখনও জানা যায়নি ।

মুম্বই : পোল্যান্ডের রোকলো শহরে এবার অমিতাভ বচ্চনের বাবা হরিবংশ রাই বচ্চনের নামে একটি রাস্তার মোড়ের নামকরণ করা হল । বাবাকে এভাবে শ্রদ্ধা জ্ঞাপন করার খবর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন বিগ বি ।

বোর্ড হাতে নিয়ে একটি ছবি পোস্ট করেন অমিতাভ । বোর্ডের উপর লেখা তাঁর বাবার নাম । নীল, লাল ও হলুদ রঙা বোর্ডের একেবারে উপরের দিকে লেখা স্কয়্যার, ঠিক তার নিচে হরিবংশ রাই বচ্চনের নাম । এর নিচে লেখা রোকলো অর্থাৎ শহরের নাম ।

ছবির ক্যাপশনে অমিতাভ লেখেন, "রোকলো শহরের সিটি কাউন্সিল একটি রাস্তার মোড়ের নামকরণ আমার বাবার নামে করেছে । দশেরায় এর থেকে ভালো খবর আর কি বা হতে পারে...পরিবারের কাছে এটা চূড়ান্ত গর্বের মুহূর্ত, ওরক্লোতে অবস্থিত ভারতীয় ও ভারতের কাছেও এটা গর্বের বিষয়...জয় হিন্দ ।" এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই সেখানে কমেন্ট করতে শুরু করেন রণবীর সিং, অহনা কুমরা, সুনীল শেট্টি, হিমেশ রেশমিয়ার মতো তারকারা । বিগ বিকে অভিনন্দন জানান তাঁরা ।

2019-এ রোকলোর ব্র্যান্ড আম্বাসাডর ঘোষণা করা হয়েছিল অমিতাভকে । জুলাই মাসে রোকলো বিশ্ববিদ্যালয়ের ছাদে পড়ুয়ারা তাঁর বাবার 'মধুশালা' কবিতার কয়েকটি লাইন কোরাস করে গেয়েছিলেন । সেই ভিডিয়ো শেয়ার করেছিলেন বিগ বি । আর তা দেখে নিজের চোখের জল ধরে রাখতে পারেননি তিনি । লিখেছিলেন, “UNESCO-র তরফে সাহিত্যের শহর বলে সম্মানিত হয়েছিল রোকলো । তারাই বাবুজির ভালোবাসার বার্তা গোটা বিশ্বে ছড়িয়ে দিল । অনেক ভালো লাগল । কঠিন সময়ে এটাই আনন্দ দিল । রোকলো তোমাকে ধন্যবাদ ।”

কাজের দিক থেকে এই মুহূর্তে 'কউন বনেগা ক্রোড়পতি' শো নিয়ে ব্যস্ত অমিতাভ । এছাড়াও একাধিক ছবির রয়েছে তাঁর ঝুলিতে । তার মধ্যে রয়েছে অয়ন মুখার্জির 'ব্রহ্মাস্ত্র', নাগরাজ মাঞ্জুলের 'ঝুন্ড', 'চ্যাহেরে'। এর পাশাপাশি প্রভাস ও দীপিকা পাডুকোনের সঙ্গেও একটি ছবিতে স্ক্রিন শেয়ার করবেন তিনি । যদিও সেই ছবির নাম এখনও জানা যায়নি ।

Last Updated : Oct 26, 2020, 7:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.