ETV Bharat / sitara

এবার ই-রিকশা দেবেন সোনু - সোনু সুদের খবর

সোনু সুদের সমাজসেবার তালিকায় নতুন সংযোজন । এবার তিনি সাহায্য প্রার্থীদের ই-রিকশা দেওয়ার উদ্যোগ নিলেন ।

sonu sood E rikshaw
sonu sood E rikshaw
author img

By

Published : Dec 14, 2020, 9:02 AM IST

Updated : Dec 14, 2020, 3:26 PM IST

মুম্বই : সোনু সুদের সমাজসেবার তালিকা প্রতিদিন লম্বা হচ্ছে । এবার তিনি নিলেন এক নতুন উদ্যোগ । 'খুদ কামাও ঘর চালাও' নামে সেই ক্যাম্পেনের মাধ্যমে সাহায্য প্রার্থীদের ই-রিকশা দেবেন অভিনেতা ।

"সারা দেশ থেকে মানুষের ভালোবাসা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে । আমার প্রতিদিন নতুন কিছু করতে ইচ্ছে করে । তাই এই 'খুদ কামাও ঘর চালাও' উদ্যোগটি লঞ্চ করেছি ।", বললেন সোনু ।

এই বছরে অনেক মানুষের চাকরি গেছে । আধপেটা খেয়ে দিন চলছে অসংখ্য মানুষের । তাদের উপার্জন করার রাস্তা তৈরি করে দিচ্ছেন সোনু ।

তিনি বললেন, "আমার মনে হয় অনুদান দেওয়ার থেকে কাজের সুযোগ তৈরি করে দেওয়াটা অনেক বেশি জরুরি । তাই এই উদ্যোগের মাধ্যমে অনেকে নিজের পায়ে দাঁড়াতে পারবে বলে বিশ্বাস করি ।"

সোনু সোশাল মিডিয়ার মাধ্যমেও এই ক্যাম্পেনের প্রচার শুরু করেছেন । দেখে নিন তাঁর পোস্ট...

মুম্বই : সোনু সুদের সমাজসেবার তালিকা প্রতিদিন লম্বা হচ্ছে । এবার তিনি নিলেন এক নতুন উদ্যোগ । 'খুদ কামাও ঘর চালাও' নামে সেই ক্যাম্পেনের মাধ্যমে সাহায্য প্রার্থীদের ই-রিকশা দেবেন অভিনেতা ।

"সারা দেশ থেকে মানুষের ভালোবাসা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে । আমার প্রতিদিন নতুন কিছু করতে ইচ্ছে করে । তাই এই 'খুদ কামাও ঘর চালাও' উদ্যোগটি লঞ্চ করেছি ।", বললেন সোনু ।

এই বছরে অনেক মানুষের চাকরি গেছে । আধপেটা খেয়ে দিন চলছে অসংখ্য মানুষের । তাদের উপার্জন করার রাস্তা তৈরি করে দিচ্ছেন সোনু ।

তিনি বললেন, "আমার মনে হয় অনুদান দেওয়ার থেকে কাজের সুযোগ তৈরি করে দেওয়াটা অনেক বেশি জরুরি । তাই এই উদ্যোগের মাধ্যমে অনেকে নিজের পায়ে দাঁড়াতে পারবে বলে বিশ্বাস করি ।"

সোনু সোশাল মিডিয়ার মাধ্যমেও এই ক্যাম্পেনের প্রচার শুরু করেছেন । দেখে নিন তাঁর পোস্ট...

Last Updated : Dec 14, 2020, 3:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.