ETV Bharat / sitara

Sonam Kapoor Expecting Her First Child : মা হতে চলেছেন অনিল কন্যা সোনম - মা হতে চলেছেন অনিল কন্যা সোনম

মা হতে চলেছেন অনিল কন্যা সোনম কাপুর ৷ সোমবার সকালে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে অনুরাগীদের উদ্দেশ্য়ে এই সুখবর দিলেন অভিনেত্রী (Sonam Kapoor Announces Pregnancy) ৷

sonam kapoor announces pregnancy
মা হতে চলেছেন অনিল কন্যা সোনম
author img

By

Published : Mar 21, 2022, 1:18 PM IST

হায়দরাবাদ, 21 মার্চ : বলিসুন্দরী সোনম কাপুর এবং আনন্দ আহুজার ঘরে আসতে চলেছে নতুন অতিথি ৷ সপ্তাহের শুরুতেই অনুরাগীদের উদ্দেশ্য়ে এই সুখবর দিলেন অভিনেত্রী ৷ 2018 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সোনম এবং আনন্দ (Sonam Kapoor First Child With Anand Ahuja)৷

সোমবার সকালে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে বেবি বাম্পের বেশ কিছু ছবি শেয়ার করেন সোনম ৷ ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘'চার হাত, তোমাকে যতটা সম্ভব সুন্দরভাবে বড় করে তুলতে ৷ দু‘টি হৃদয়, যা তোমার সঙ্গে একাত্ম হয়ে স্পন্দিত হবে সর্বদা সব পথের প্রতিটি পদক্ষেপে ৷ একটি পরিবার যা তোমাকে ভালবাসা এবং সমর্থনে ভরিয়ে দেবে ৷ তোমার আসার জন্য আর ধৈর্য্য ধরতে পারছি না ৷’'

আরও পড়ুন : জন্মদিনে নিজের দীর্ঘ 25 বছরের কেরিয়ার নিয়ে মুখ খুললেন রানি

অনিল কন্যা এই খবর শেয়ার করার পর থেকেই শুভেচ্ছাবার্তার বর্ষণ চলেছে সোশ্য়াল মিডিয়াজুড়ে ৷ জাহ্নবী, খুশি থেকে শুরু করে অনশুলা কাপুর অবধি শুভেচ্ছা জানিয়েছেন প্রত্যেকেই ৷ শুভেচ্ছা জানিয়েছেন বেবো অর্থাৎ করিনাও ৷ তিনি লেখেন, "ভীষণ খুশি তোমাদের দু‘জনের জন্য ৷ তোমার বেবির সঙ্গে খেলার জন্য আর ধৈর্য্য ধরতে পারছি না ৷ "

হায়দরাবাদ, 21 মার্চ : বলিসুন্দরী সোনম কাপুর এবং আনন্দ আহুজার ঘরে আসতে চলেছে নতুন অতিথি ৷ সপ্তাহের শুরুতেই অনুরাগীদের উদ্দেশ্য়ে এই সুখবর দিলেন অভিনেত্রী ৷ 2018 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সোনম এবং আনন্দ (Sonam Kapoor First Child With Anand Ahuja)৷

সোমবার সকালে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে বেবি বাম্পের বেশ কিছু ছবি শেয়ার করেন সোনম ৷ ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘'চার হাত, তোমাকে যতটা সম্ভব সুন্দরভাবে বড় করে তুলতে ৷ দু‘টি হৃদয়, যা তোমার সঙ্গে একাত্ম হয়ে স্পন্দিত হবে সর্বদা সব পথের প্রতিটি পদক্ষেপে ৷ একটি পরিবার যা তোমাকে ভালবাসা এবং সমর্থনে ভরিয়ে দেবে ৷ তোমার আসার জন্য আর ধৈর্য্য ধরতে পারছি না ৷’'

আরও পড়ুন : জন্মদিনে নিজের দীর্ঘ 25 বছরের কেরিয়ার নিয়ে মুখ খুললেন রানি

অনিল কন্যা এই খবর শেয়ার করার পর থেকেই শুভেচ্ছাবার্তার বর্ষণ চলেছে সোশ্য়াল মিডিয়াজুড়ে ৷ জাহ্নবী, খুশি থেকে শুরু করে অনশুলা কাপুর অবধি শুভেচ্ছা জানিয়েছেন প্রত্যেকেই ৷ শুভেচ্ছা জানিয়েছেন বেবো অর্থাৎ করিনাও ৷ তিনি লেখেন, "ভীষণ খুশি তোমাদের দু‘জনের জন্য ৷ তোমার বেবির সঙ্গে খেলার জন্য আর ধৈর্য্য ধরতে পারছি না ৷ "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.