ETV Bharat / sitara

অস্ত্রোপচারের ২০ ইঞ্চি ক্ষত প্রকাশ্যে আনলেন সোনালি - Bollywood

ক্যানসার জয় করেছেন সোনালি বেন্দ্রে।  অ্যামেরিকায় দীর্ঘদিন চিকৎসার পর তিনি ফিরেছেন দেশে। চিকিৎসা চলাকালীন সোনালি বেশ অ্যাক্টিভ ছিলেন সোশাল মিডিয়ায়। ধাপে ধাপে নিজের ক্যানসার জয়ের যাত্রা শুনিয়েছেন তিনি তাঁর অনুরাগীদের। এবার ক্যানসার জয়ের পর অস্ত্রোপচারের ক্ষত প্রকাশ্যে আনলেন সোনালি।

সোনালি বেন্দ্রে
author img

By

Published : Mar 6, 2019, 11:09 PM IST

ক্যাপশনে সোনালি লিখেছেন, "আইডিয়াটা প্রায় অসম্ভব ছিল। প্রায় ন্যাড়া একটা মাথা, প্রায় কোনও মেকআপ ছাড়া লুক এবং একটা শরীরে একটা লম্বা ক্ষত - এটা স্বাভাবিক ছিল না। তবে এটাই আমার নতুন স্বাভাবিকত্ব। আমার নিজের কিছু রিজ়ার্ভেশন রয়েছে, হয়তো কিছু নিরাপত্তাহীনতাও রয়েছে। তবে আমার কয়েকজন বন্ধু আমার সমস্ত জটিলতা কাটিয়ে দিয়েছে।"

ক্যামেরাম্যান, মেকআপ ম্যান সবাইকে ধন্যবাদও দিয়েছেন সোনালি। তাঁরা যে সোনালির অনুভূতিটা বুঝেছেন, তাঁর গল্পটা বলতে চেয়েছেন এটা সোনালির কাছে খুব গুরুত্বপূর্ণ। তবে সোনালি শুধু নিজের নতুন জীবনকে গ্রহণ করেছেন তা নয়, তিনি তাঁর ফলোয়ারদের উদ্দেশ্যে লিখেছেন, "তোমরাও নিজেদের নতুন স্বাভাবিকত্বকে খুঁজে নাও। মুক্তি পাবে তোমরা।"

ক্যাপশনে সোনালি লিখেছেন, "আইডিয়াটা প্রায় অসম্ভব ছিল। প্রায় ন্যাড়া একটা মাথা, প্রায় কোনও মেকআপ ছাড়া লুক এবং একটা শরীরে একটা লম্বা ক্ষত - এটা স্বাভাবিক ছিল না। তবে এটাই আমার নতুন স্বাভাবিকত্ব। আমার নিজের কিছু রিজ়ার্ভেশন রয়েছে, হয়তো কিছু নিরাপত্তাহীনতাও রয়েছে। তবে আমার কয়েকজন বন্ধু আমার সমস্ত জটিলতা কাটিয়ে দিয়েছে।"

ক্যামেরাম্যান, মেকআপ ম্যান সবাইকে ধন্যবাদও দিয়েছেন সোনালি। তাঁরা যে সোনালির অনুভূতিটা বুঝেছেন, তাঁর গল্পটা বলতে চেয়েছেন এটা সোনালির কাছে খুব গুরুত্বপূর্ণ। তবে সোনালি শুধু নিজের নতুন জীবনকে গ্রহণ করেছেন তা নয়, তিনি তাঁর ফলোয়ারদের উদ্দেশ্যে লিখেছেন, "তোমরাও নিজেদের নতুন স্বাভাবিকত্বকে খুঁজে নাও। মুক্তি পাবে তোমরা।"

Intro:Body:

অস্ত্রোপচারের ২০ ইঞ্চি ক্ষত প্রকাশ্যে আনলেন সোনালি



ক্যানসার জয় করেছেন সোনালি বেন্দ্রে।  অ্যামেরিকায় দীর্ঘদিন চিকৎসার পর তিনি ফিরেছেন দেশে। চিকিৎসা চলাকালীন সোনালি বেশ অ্যাক্টিভ ছিলেন সোশাল মিডিয়ায়। ধাপে ধাপে নিজের ক্যানসার জয়ের যাত্রা শুনিয়েছেন তিনি তাঁর অনুরাগীদের। এবার ক্যানসার জয়ের পর অস্ত্রোপচারের ক্ষত প্রকাশ্যে আনলেন সোনালি।



ক্যাপশনে সোনালি লিখেছেন, "আইডিয়াটা প্রায় অসম্ভব ছিল। প্রায় ন্যাড়া একটা মাথা, প্রায় কোনও মেকআপ ছাড়া লুক এবং একটা শরীরে একটা লম্বা ক্ষত - এটা স্বাভাবিক ছিল না। তবে এটাই আমার নতুন স্বাভাবিকত্ব। আমার নিজের কিছু রিজ়ার্ভেশন রয়েছে, হয়তো কিছু নিরাপত্তাহীনতাও রয়েছে। তবে আমার কয়েকজন বন্ধু আমার সমস্ত জটিলতা কাটিয়ে দিয়েছে।"



ক্যামেরাম্যান, মেকআপ ম্যান সবাইকে ধন্যবাদও দিয়েছেন সোনালি। তাঁরা যে সোনালির অনুভূতিটা বুঝেছেন, তাঁর গল্পটা বলতে চেয়েছেন এটা সোনালির কাছে খুব গুরুত্বপূর্ণ। তবে সোনালি শুধু নিজের নতুন জীবনকে গ্রহণ করেছেন তা নয়, তিনি তাঁর ফলোয়ারদের উদ্দেশ্যে লিখেছেন, "তোমরাও নিজেদের নতুন স্বাভাবিকত্বকে খুঁজে নাও। মুক্তি পাবে তোমরা।"


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.