ক্যাপশনে সোনালি লিখেছেন, "আইডিয়াটা প্রায় অসম্ভব ছিল। প্রায় ন্যাড়া একটা মাথা, প্রায় কোনও মেকআপ ছাড়া লুক এবং একটা শরীরে একটা লম্বা ক্ষত - এটা স্বাভাবিক ছিল না। তবে এটাই আমার নতুন স্বাভাবিকত্ব। আমার নিজের কিছু রিজ়ার্ভেশন রয়েছে, হয়তো কিছু নিরাপত্তাহীনতাও রয়েছে। তবে আমার কয়েকজন বন্ধু আমার সমস্ত জটিলতা কাটিয়ে দিয়েছে।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ক্যামেরাম্যান, মেকআপ ম্যান সবাইকে ধন্যবাদও দিয়েছেন সোনালি। তাঁরা যে সোনালির অনুভূতিটা বুঝেছেন, তাঁর গল্পটা বলতে চেয়েছেন এটা সোনালির কাছে খুব গুরুত্বপূর্ণ। তবে সোনালি শুধু নিজের নতুন জীবনকে গ্রহণ করেছেন তা নয়, তিনি তাঁর ফলোয়ারদের উদ্দেশ্যে লিখেছেন, "তোমরাও নিজেদের নতুন স্বাভাবিকত্বকে খুঁজে নাও। মুক্তি পাবে তোমরা।"