ETV Bharat / sitara

'ক্যানসারের এক বছর', সোশাল মিডিয়ায় স্মৃতিচারণ সোনালির

ঠিক এক বছর আগে অভিনেত্রী সোনালি বেন্দ্রের ক্যানসার ধরা পড়েছিল । মরণাত্মক এই রোগের সঙ্গে এক বছর লড়াইয়ের যাত্রা ইনস্টাগ্রামে পোস্ট করলেন অভিনেত্রী ।

author img

By

Published : Jul 5, 2019, 10:02 AM IST

সোনালি বেন্দ্রে

দিল্লি : 43 বছর বয়সী সোনালি ক্য়ানসারের এই লড়াইকে কখনও গোপন রাখেননি । তাঁর জীবনে এই রূপান্তরকে ভক্তদের সঙ্গে সব সময় ভাগ করে নিয়েছেন । আবারও তিনি বর্ণনা করলেন যে, তিনি অনেকের থেকে বেশি শক্তিশালী ।

গতকাল ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন সোনালি । ক্যানসার হওয়ার আগের ও পরের ছবি নিয়ে ক্রিয়েটিভ পোস্টটি করেন তিনি । ক্যাপশনে লেখেন রূপি করের বই 'মিল্ক অ্যান্ড হানি'-র কিছু লাইন :

"stay strong through your pain
grow flowers from it
you have helped me
grow flowers out of mine so
bloom beautifully
dangerously
loudly
bloom softly
however you need
just bloom.
Rupi Kaur_ (Milk and Honey)."

ভক্তদের ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, "এক বছর হয়ে গেল । আমি আপনাদের বলতে পারছি না আপনারা কতটা সাহায্য করেছেন । আমাকে এভাবে সাহায্য় করার জন্য আপনাদের ধন্যবাদ ।" পোস্টটি তিনি কয়েকটি হ্য়াশট্যাগ দিয়ে শেষ করেন- #SwitchOnTheSunshine, #Gratitude, #BeFearless, #OneDayAtATime, and #MyNewNormal

এক বছর আগে 4 জুলাই ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে তাঁর ক্যানসারের খবর ভক্তদের জানিয়েছিলেন । এপ্রিলের শুরুর দিকে মুম্বইয়ে CAHOCON-র 5 তম আন্তর্জাতিক কনফারেন্সে সোনালি তাঁর ক্যানসারের এই জার্নির কথা জানিয়েছিলেন ।

দিল্লি : 43 বছর বয়সী সোনালি ক্য়ানসারের এই লড়াইকে কখনও গোপন রাখেননি । তাঁর জীবনে এই রূপান্তরকে ভক্তদের সঙ্গে সব সময় ভাগ করে নিয়েছেন । আবারও তিনি বর্ণনা করলেন যে, তিনি অনেকের থেকে বেশি শক্তিশালী ।

গতকাল ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন সোনালি । ক্যানসার হওয়ার আগের ও পরের ছবি নিয়ে ক্রিয়েটিভ পোস্টটি করেন তিনি । ক্যাপশনে লেখেন রূপি করের বই 'মিল্ক অ্যান্ড হানি'-র কিছু লাইন :

"stay strong through your pain
grow flowers from it
you have helped me
grow flowers out of mine so
bloom beautifully
dangerously
loudly
bloom softly
however you need
just bloom.
Rupi Kaur_ (Milk and Honey)."

ভক্তদের ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, "এক বছর হয়ে গেল । আমি আপনাদের বলতে পারছি না আপনারা কতটা সাহায্য করেছেন । আমাকে এভাবে সাহায্য় করার জন্য আপনাদের ধন্যবাদ ।" পোস্টটি তিনি কয়েকটি হ্য়াশট্যাগ দিয়ে শেষ করেন- #SwitchOnTheSunshine, #Gratitude, #BeFearless, #OneDayAtATime, and #MyNewNormal

এক বছর আগে 4 জুলাই ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে তাঁর ক্যানসারের খবর ভক্তদের জানিয়েছিলেন । এপ্রিলের শুরুর দিকে মুম্বইয়ে CAHOCON-র 5 তম আন্তর্জাতিক কনফারেন্সে সোনালি তাঁর ক্যানসারের এই জার্নির কথা জানিয়েছিলেন ।

Intro:Body:

Sonali cancer


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.