মুম্বই : টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারির সঙ্গে স্বামী অভিনব কোহলির সম্পর্ক একটা তিক্ততার মোড় নিয়েছিল গতবছর । থানা-পুলিশও হয় তাঁদের দু'জনের মধ্যে । কিন্তু, তাঁদের সাম্প্রতিক রিলেশনশিপ স্টেটাস নিয়ে একটু দোনামোনায় নেটিজেনরা ।
অভিনব একটি ভিডিয়ো শেয়ার করেছেন তাঁর সোশাল মিডিয়ায় । তাঁর পাশে দাঁড়িয়ে শ্বেতা । ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরই অনুরাগীদের মনে হতে শুরু করে যে, বোধহয় তাঁদের মধ্যে সমস্যা মিটে গেছে, লকডাউন বোধহয় এক করে দিয়েছে শ্বেতা-অনুভবকে ।
এই প্রসঙ্গে অনুভব বলেন, "আমি সবাইকে ধৈর্য্য ধরার অনুরোধ করব । এমন আরও অনেক ছবি ও ভিডিয়ো আসতে চলেছে ।" তাহলে কি শ্বেতার সঙ্গে সব ভুল বোঝাবুঝি মিটে গেল অভিনবের ?
যদিও এই সমস্ত জল্পনা উড়িয়েছেন শ্বেতা । এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি বলেন, "আজকাল তো কেউ কিছু বললেন সেটা ছেপে বেরিয়ে যায় ।"
2013 সালের 1 জুলাই সাত পাকে বাঁধা পড়েন শ্বেতা আর অভিনব । কিন্তু 2019 সাল থেকে তাঁদের মধ্যে সমস্যার সূত্রপাত ।
কে ঠিক বলছেন, কে ভুল সেটা জানা সময়ের অপেক্ষা । তবে শ্বেতা আর অভিনব আবার এক হয়ে যান, আশা অনুরাগীদের ।