মুম্বই : সেনায় মহিলা অফিসারদের নেতৃত্ব মেনে নিতে এখনও মানসিকভাবে প্রস্তুত নয় পুরুষ জওয়ানরা ৷ এছাড়া অফিসারদের সামনে থেকে নেতৃত্ব দিতে হয় ৷ যাতে শারীরিক অবস্থা চূড়ান্ত থাকা প্রয়োজন ৷ শারীরিক গঠনের জন্য কোনও ইউনিটকে নেতৃত্ব দেওয়া মহিলাদের কাছে চ্যালেঞ্জের ৷ সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে গতকাল একথা জানায় কেন্দ্রীয় সরকার । বিষয়টি প্রকাশ্যে আসার পরই কেন্দ্রের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগরে দেন শ্রদ্ধা কাপুর ও তাপসী পান্নুর মতো অভিনেত্রীরা ।
কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে টুইটারে তাপসী লেখেন, "আমরা তাকে পুজো করতে পারি...ভালোবাসতে পারি...তার উপর অত্যাচার করতে পারি...কিন্তু, তার নির্দেশ মানতে পারি না...লিঙ্গ সাম্যর বিষয়টা একটা উপহাস মাত্র৷"
-
We can worship HER...
— taapsee pannu (@taapsee) February 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
We can make love to HER...
We can even abuse HER...
But we can not take orders from HER!
slow claps 👏🏼👏🏼👏🏼 #GenderEquality #Mockery pic.twitter.com/9q19mi90SP
">We can worship HER...
— taapsee pannu (@taapsee) February 5, 2020
We can make love to HER...
We can even abuse HER...
But we can not take orders from HER!
slow claps 👏🏼👏🏼👏🏼 #GenderEquality #Mockery pic.twitter.com/9q19mi90SPWe can worship HER...
— taapsee pannu (@taapsee) February 5, 2020
We can make love to HER...
We can even abuse HER...
But we can not take orders from HER!
slow claps 👏🏼👏🏼👏🏼 #GenderEquality #Mockery pic.twitter.com/9q19mi90SP
আর শ্রদ্ধা কাপুর ইনস্টাগ্রাম স্টোরিতে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে লেখেন, "কোনও মহিলার ভূমিকা কী হওয়া উচিত সেটা কোনও একজন কেন ঠিক করবে ?"
কেন্দ্রীয় সরকারের আইনজীবীদের যুক্তি খারিজ করে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি অজয় রাস্তোগি বলেন, যদি সরকারের মানসিকতার পরিবর্তন হয়, তাহলেই সেনাবাহিনীতে নেতৃত্ব দিতে পারবেন মহিলারা । আর যদি সরকারের মানসিকতার পরিবর্তন হয় তাহলে শুধুমাত্র কমান্ডিং অফিসারই নয়, সেনাবাহিনীর অন্য পদেও মহিলাদের নিয়োগ করা সম্ভব হবে ।
সলিসিটর জেনেরাল তুষার মেহতা আদালতে বলেন, পুরুষদের থেকে বেশি দক্ষ মহিলারা । আর মহিলাদের নির্দেশ পুরুষরা মানতে পারবেন না এই যুক্তি একেবারেই ভিত্তিহীন ।
গতকাল এ নিয়ে মন্তব্য করেছিলেন পরিচালক সুজিত সরকার । টুইট করে তিনি লেখেন "স্থল, নৌ, বায়ুসেনা বাহিনীর সব পুরুষদের সম্মান জানিয়ে বলছি...যদি আপনারা মহিলাদের সমান মনে করেন তাহলে নেতৃত্ব দিতে দিয়ে তাঁদের প্রতি সম্মান প্রদর্শন করুন । কোনও ব্যাটেলিয়ন বা ইউনিটকে নেতৃত্ব দেওয়ার যোগ্য তাঁরাও । আর তাঁদের সেই অধিকারও রয়েছে ।"