মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটে গিয়েছে অনেকগুলি দিন । কিন্তু, তাঁর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি । আর মৃত্যু রহস্যের জট খুলতে তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা । যদিও তাঁর মৃত্যুর কারণ নিয়ে বিভিন্ন মহলে উঠেছে একাধিক প্রশ্ন । সেই কারণে তাঁর মৃত্যুতে CBI তদন্তের দাবি জানিয়েছেন অনেকেই । আর এবার ওই একই দাবি জানিয়েছেন সাংসদ রূপা গাঙ্গুলি ও অভিনেতা শেখর সুমন ।
14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । তাঁর মৃত্যু মেনে নিতে পারেননি পরিবারের সদস্য সহ ভক্তরা । তাঁর মৃত্যুর কারণ নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে । আর সেই কারণে এবার তাঁর মৃত্যুতে CBI তদন্তের দাবি জানালেন শেখর সুমন । টুইট করে তিনি লেখেন, "আমি একটি ফোরাম তৈরি করেছি । যার নাম 'জাস্টিস ফর সুশান্ত'। সরকার যাতে সুশান্তের মৃত্যুতে CBI তদন্ত শুরু করে সেই চাপ দেওয়ার জন্যই এই ফোরাম তৈরি করেছি । আপনাদের সমর্থন চাই ।"
-
Im forming a Forum called #justiceforSushantforum.where i implore just about ev one to pressurize the govt to launch a CBI inquiry into Sushant's death,raise their voices against this kind of tyranny n gangism and tear down the mafias.i solicit your support.
— Shekhar Suman (@shekharsuman7) June 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Im forming a Forum called #justiceforSushantforum.where i implore just about ev one to pressurize the govt to launch a CBI inquiry into Sushant's death,raise their voices against this kind of tyranny n gangism and tear down the mafias.i solicit your support.
— Shekhar Suman (@shekharsuman7) June 23, 2020Im forming a Forum called #justiceforSushantforum.where i implore just about ev one to pressurize the govt to launch a CBI inquiry into Sushant's death,raise their voices against this kind of tyranny n gangism and tear down the mafias.i solicit your support.
— Shekhar Suman (@shekharsuman7) June 23, 2020
অন্যদিকে, এই ঘটনায় CBI তদন্তের দাবি জানিয়েছেন রূপা গাঙ্গুলিও । টুইট করে তিনি লেখেন, "কীভাবে এরকম একটি উজ্জ্বল মন মেধাবী ব্যক্তিদের মতো কাজ করার বদলে বিকল্প পথ বেছে নিল, সেটা ভেবে আমি বিচলিত । বাধা পেরিয়েই তো এগিয়ে যেতে হয়। ওর এই পরিণতির জন্য অনেকজনকে জবাবদিহি করতে হবে ।"
-
It's unsettling as to how such a brilliant mind could be driven to this alternative than one that brilliant people do, that is work around the hurdles ! There are people answerable for this result.#cbiforsushant #roopaganguly pic.twitter.com/OCapPnQZgg
— Roopa Ganguly (@RoopaSpeaks) June 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">It's unsettling as to how such a brilliant mind could be driven to this alternative than one that brilliant people do, that is work around the hurdles ! There are people answerable for this result.#cbiforsushant #roopaganguly pic.twitter.com/OCapPnQZgg
— Roopa Ganguly (@RoopaSpeaks) June 22, 2020It's unsettling as to how such a brilliant mind could be driven to this alternative than one that brilliant people do, that is work around the hurdles ! There are people answerable for this result.#cbiforsushant #roopaganguly pic.twitter.com/OCapPnQZgg
— Roopa Ganguly (@RoopaSpeaks) June 22, 2020
এরপর আরও টুইট করেন তিনি । সেখানে একাধিক প্রশ্ন তুলেছেন । লেখেন, "ময়নাতদন্তের সময় কি তাঁর শরীরে বিষাক্ত কোনও জিনিস মিলেছে ? বাড়ির বাইরে থাকা CCTV ফুটেজ দেখা হয়েছে ? কে কে বাড়িতে ঢুকেছে সেটা কি খতিয়ে দেখা হয়েছে ? সুইসাইড নোট পাওয়া যায়নি । তাহলে পুলিশ কীভাবে এটাকে সুইসাইড ঘোষণা করল ?"
-
How the police declared it as a suicide when no suicide note was found?#cbiforsushant #roopaganuly #AmitShah #NarendraModi pic.twitter.com/5xfZaSV5F7
— Roopa Ganguly (@RoopaSpeaks) June 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">How the police declared it as a suicide when no suicide note was found?#cbiforsushant #roopaganuly #AmitShah #NarendraModi pic.twitter.com/5xfZaSV5F7
— Roopa Ganguly (@RoopaSpeaks) June 23, 2020How the police declared it as a suicide when no suicide note was found?#cbiforsushant #roopaganuly #AmitShah #NarendraModi pic.twitter.com/5xfZaSV5F7
— Roopa Ganguly (@RoopaSpeaks) June 23, 2020
-
Was the CCTV footage checked and verified, that no one entered the house#cbiforsushant #roopaganuly #AmitShah #NarendraModi pic.twitter.com/nMIbeyO0Hg
— Roopa Ganguly (@RoopaSpeaks) June 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Was the CCTV footage checked and verified, that no one entered the house#cbiforsushant #roopaganuly #AmitShah #NarendraModi pic.twitter.com/nMIbeyO0Hg
— Roopa Ganguly (@RoopaSpeaks) June 23, 2020Was the CCTV footage checked and verified, that no one entered the house#cbiforsushant #roopaganuly #AmitShah #NarendraModi pic.twitter.com/nMIbeyO0Hg
— Roopa Ganguly (@RoopaSpeaks) June 23, 2020
-
Was there evidence of any poisonous substance found in his body in the autopsy#cbiforsushant #roopaganuly #AmitShah #NarendraModi pic.twitter.com/Hif5eDX6lV
— Roopa Ganguly (@RoopaSpeaks) June 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Was there evidence of any poisonous substance found in his body in the autopsy#cbiforsushant #roopaganuly #AmitShah #NarendraModi pic.twitter.com/Hif5eDX6lV
— Roopa Ganguly (@RoopaSpeaks) June 23, 2020Was there evidence of any poisonous substance found in his body in the autopsy#cbiforsushant #roopaganuly #AmitShah #NarendraModi pic.twitter.com/Hif5eDX6lV
— Roopa Ganguly (@RoopaSpeaks) June 23, 2020
এর আগে সুশান্তের মৃত্যুতে CBI তদন্তের দাবি জানান BJP সাংসদ মনোজ তিওয়ারিও । অভিনেতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখাও করেন তিনি । CBI তদন্তের দাবি জানানোর পাশাপাশি এই ঘটনায় মহারাষ্ট্র সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ করার কথাও বলেন । CBI তদন্তের দাবি জানিয়েছেন লোক জনশক্তি পার্টির (LJP) সভাপতি চিরাগ পাসওয়ান ।