মুম্বই : বলিউডের প্রথম সারির মিউজ়িক ডিরেক্টর শঙ্কর মহাদেবন । সংগীতই তাঁর ধ্যান জ্ঞান । এই সময় দাঁড়িয়ে তাই সংগীতের উপরই ভরসা রাখতে চান শঙ্কর । তাঁর মতে একমাত্র সংগীতই পারে মানুষের মনে একটা পজ়িটিভিটি আর আরাম এনে দিতে ।
IANS-কে শঙ্কর বললেন, "খুব কঠিন সময় আমাদের জন্য । চারিদিকে বড্ড আওয়াজ । সবার মধ্যে একটা অস্থিরতা আর দুশ্চিন্তা ।"
বলে চলেন শঙ্কর, "তবে সংগীত গভীর অন্ধকারেও আশার রেখা দেখাতে পারে । যে কালো মেঘ পুরো পৃথিবীকে ঢেকে রেখেছে, সেটাকে সরিয়ে দিতে পারে সংগীতই । মানুষের মনে একটা পজ়িটিভিটি আর আরাম এনে দিতে পারে ।"
তাঁর মতে, "কাউকে কোনও গান ডেডিকেট করলে তার খারাপ দিনটা বদলে যায়, গানই পারে মানুষের মধ্যে একটা একত্র হওয়ার অনুভূতি দিতে, যেন মনে হয় হ্যাঁ আমরা সবাই একসঙ্গে আছি ।" আশাবাদী শঙ্কর এক সংগীতময় পৃথিবীর স্বপ্ন দেখেন ।
19 এপ্রিল থেকে একটি পেন্ট সংস্থার জন্য লাইভ পারফর্ম করবেন শঙ্কর, উদ্যোগটির নাম 'লিভ ফ্রম হোম' । একা তিনি নন, এই উদ্যোগে সঙ্গে দেবেন তাঁর দুই ছেলে শিবম আর সিদ্ধার্থও ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">