ETV Bharat / sitara

Shabana Azmi reacts to Kangana: হিজাব বিতর্কে কঙ্গনাকে একহাত শাবানার - Shabana Azmi reacts to Kangana on Her Hijab Row Comment

হিজাব বিতর্কে কঙ্গনা বলেছিলেন, "যদি আপনি সাহস দেখাতে চান তাহলে আফগানিস্তানে বোরখা না পড়ে সাহস দেখান ৷ বাধা ভাঙাতে শিখুন, নিজেকে খাঁচায় বন্দি করবেন না ৷ " এবার তাঁর বিরুদ্ধে একহাত নিলেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি (Shabana Azmi reacts to Kangana on Her Hijab Row Comment) ৷ তিনি লেখেন,"ভুল হলে আমাকে সংশোধন করে দেবেন ৷ কিন্তু আফগানিস্তান একটি ধর্মতান্ত্রিক রাষ্ট্র ৷ আর আমি শেষবার যখন দেখেছিলাম ভারত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র ছিল!!"

Shabana Azmi reacts to Kangana
শেষবার যখন দেখেছিলাম ভারত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র ছিল, হিজাব বিতর্কে কঙ্গনাকে একহাত সাবানার
author img

By

Published : Feb 11, 2022, 12:14 PM IST

নয়াদিল্লি, 11 ফেব্রুয়ারি : হিজাব সংক্রান্ত তাঁর বিতর্কিত মন্তব্য়ের জন্য এবার কঙ্গনা রানওয়াতকে একহাত নিলেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি (Shabana Azmi reacts to Kangana on Her Hijab Row Comment) ৷ বর্তমানে সারাদেশে হিজাব নিয়ে চলা বির্তকে বৃহস্পতিবারই মুখ খুলেছিলেন 'কুইন' কঙ্গনা ৷ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে লেখক আনন্দ রঙ্গনাথনের একটি পোস্ট শেয়ার করে তিনি লেখেন, "যদি আপনি সাহস দেখাতে চান তাহলে আফগানিস্তানে বোরখা না পড়ে সাহস দেখান ৷ বাধা ভাঙাতে শিখুন, নিজেকে খাঁচায় বন্দি করবেন না ৷" এবার এই নিয়েই মুখ খুললেন শাবানা ৷

উল্লেখ্য়, এই বিতর্কের সূত্রপাত হয়, প্রি ইউনিভার্সিটি সরকারি মহিলা কলেজে হিজাব পরিহিত এক ছাত্রীর কলেজে ঢোকার সময় ৷ তার দিকে প্রায় তেড়ে যেতে থেকে বেশ কিছু যুবক, তাদের মুখে 'জয় শ্রী রাম' ধ্বনি আর গলায় গেরুয়া উত্তরীয় ৷ তারপর এই ঘটনা আরও তীব্র আকার ধারণ করে ৷ কর্নাটক সরকার 5 ফেব্রুয়ারি নির্দেশ দেয়, এই ধরণের পোশাক ব্যান করার ৷ সারা দেশে বিষয়টি নিয়ে হইচই পড়ে যায় ৷ আপাতত বিষয়টি আদালতের বিচারাধীন ৷ এবার এই প্রসঙ্গে মুখ খুললেন শাবানা ৷ টুইটারে কঙ্গনার পোস্টের একটি স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, "ভুল হলে আমাকে সংশোধন করে দেবেন ৷ কিন্তু আফগানিস্তান একটি ধর্মতান্ত্রিক রাষ্ট্র আর আমি শেষবার যখন দেখেছিলাম ভারত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র ছিল!!"

  • Correct me if Im wrong but Afghanistan is a theocratic state and when I last checked India was a secular democratic republic ?!! pic.twitter.com/0bVUxK9Uq7

    — Azmi Shabana (@AzmiShabana) February 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বোরখার পক্ষে নই, তবে কিশোরীদের গুন্ডারা ভয় দেখাচ্ছে বলে বিরক্ত: হিজাব বিতর্কে জাভেদ

প্রসঙ্গত, এর আগে এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন গীতিকার জাভেদ আখতারও ৷ তিনি স্পষ্ট ভাষায় লেখেন, "আমি কখনও হিজাব বা বোরখার পক্ষে নই ৷ সেই অবস্থানেই অনড় থাকছি ৷ তবে একইসঙ্গে যে গুন্ডাবাহিনী ছোট একদল কিশোরীকে ভয় দেখানোর (Hooligans intimidating girls) চেষ্টা করছে এবং তাতে অসফল হচ্ছে, তাদের প্রতি গভীর অবজ্ঞা ছাড়া আমার কিছুই নেই ৷ পুরুষত্ব বলতে কী তাঁরা এটাই বোঝেন ৷ কী করুণার বিষয়..."

নয়াদিল্লি, 11 ফেব্রুয়ারি : হিজাব সংক্রান্ত তাঁর বিতর্কিত মন্তব্য়ের জন্য এবার কঙ্গনা রানওয়াতকে একহাত নিলেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি (Shabana Azmi reacts to Kangana on Her Hijab Row Comment) ৷ বর্তমানে সারাদেশে হিজাব নিয়ে চলা বির্তকে বৃহস্পতিবারই মুখ খুলেছিলেন 'কুইন' কঙ্গনা ৷ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে লেখক আনন্দ রঙ্গনাথনের একটি পোস্ট শেয়ার করে তিনি লেখেন, "যদি আপনি সাহস দেখাতে চান তাহলে আফগানিস্তানে বোরখা না পড়ে সাহস দেখান ৷ বাধা ভাঙাতে শিখুন, নিজেকে খাঁচায় বন্দি করবেন না ৷" এবার এই নিয়েই মুখ খুললেন শাবানা ৷

উল্লেখ্য়, এই বিতর্কের সূত্রপাত হয়, প্রি ইউনিভার্সিটি সরকারি মহিলা কলেজে হিজাব পরিহিত এক ছাত্রীর কলেজে ঢোকার সময় ৷ তার দিকে প্রায় তেড়ে যেতে থেকে বেশ কিছু যুবক, তাদের মুখে 'জয় শ্রী রাম' ধ্বনি আর গলায় গেরুয়া উত্তরীয় ৷ তারপর এই ঘটনা আরও তীব্র আকার ধারণ করে ৷ কর্নাটক সরকার 5 ফেব্রুয়ারি নির্দেশ দেয়, এই ধরণের পোশাক ব্যান করার ৷ সারা দেশে বিষয়টি নিয়ে হইচই পড়ে যায় ৷ আপাতত বিষয়টি আদালতের বিচারাধীন ৷ এবার এই প্রসঙ্গে মুখ খুললেন শাবানা ৷ টুইটারে কঙ্গনার পোস্টের একটি স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, "ভুল হলে আমাকে সংশোধন করে দেবেন ৷ কিন্তু আফগানিস্তান একটি ধর্মতান্ত্রিক রাষ্ট্র আর আমি শেষবার যখন দেখেছিলাম ভারত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র ছিল!!"

  • Correct me if Im wrong but Afghanistan is a theocratic state and when I last checked India was a secular democratic republic ?!! pic.twitter.com/0bVUxK9Uq7

    — Azmi Shabana (@AzmiShabana) February 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বোরখার পক্ষে নই, তবে কিশোরীদের গুন্ডারা ভয় দেখাচ্ছে বলে বিরক্ত: হিজাব বিতর্কে জাভেদ

প্রসঙ্গত, এর আগে এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন গীতিকার জাভেদ আখতারও ৷ তিনি স্পষ্ট ভাষায় লেখেন, "আমি কখনও হিজাব বা বোরখার পক্ষে নই ৷ সেই অবস্থানেই অনড় থাকছি ৷ তবে একইসঙ্গে যে গুন্ডাবাহিনী ছোট একদল কিশোরীকে ভয় দেখানোর (Hooligans intimidating girls) চেষ্টা করছে এবং তাতে অসফল হচ্ছে, তাদের প্রতি গভীর অবজ্ঞা ছাড়া আমার কিছুই নেই ৷ পুরুষত্ব বলতে কী তাঁরা এটাই বোঝেন ৷ কী করুণার বিষয়..."

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.