নয়াদিল্লি, 11 ফেব্রুয়ারি : হিজাব সংক্রান্ত তাঁর বিতর্কিত মন্তব্য়ের জন্য এবার কঙ্গনা রানওয়াতকে একহাত নিলেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি (Shabana Azmi reacts to Kangana on Her Hijab Row Comment) ৷ বর্তমানে সারাদেশে হিজাব নিয়ে চলা বির্তকে বৃহস্পতিবারই মুখ খুলেছিলেন 'কুইন' কঙ্গনা ৷ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে লেখক আনন্দ রঙ্গনাথনের একটি পোস্ট শেয়ার করে তিনি লেখেন, "যদি আপনি সাহস দেখাতে চান তাহলে আফগানিস্তানে বোরখা না পড়ে সাহস দেখান ৷ বাধা ভাঙাতে শিখুন, নিজেকে খাঁচায় বন্দি করবেন না ৷" এবার এই নিয়েই মুখ খুললেন শাবানা ৷
উল্লেখ্য়, এই বিতর্কের সূত্রপাত হয়, প্রি ইউনিভার্সিটি সরকারি মহিলা কলেজে হিজাব পরিহিত এক ছাত্রীর কলেজে ঢোকার সময় ৷ তার দিকে প্রায় তেড়ে যেতে থেকে বেশ কিছু যুবক, তাদের মুখে 'জয় শ্রী রাম' ধ্বনি আর গলায় গেরুয়া উত্তরীয় ৷ তারপর এই ঘটনা আরও তীব্র আকার ধারণ করে ৷ কর্নাটক সরকার 5 ফেব্রুয়ারি নির্দেশ দেয়, এই ধরণের পোশাক ব্যান করার ৷ সারা দেশে বিষয়টি নিয়ে হইচই পড়ে যায় ৷ আপাতত বিষয়টি আদালতের বিচারাধীন ৷ এবার এই প্রসঙ্গে মুখ খুললেন শাবানা ৷ টুইটারে কঙ্গনার পোস্টের একটি স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, "ভুল হলে আমাকে সংশোধন করে দেবেন ৷ কিন্তু আফগানিস্তান একটি ধর্মতান্ত্রিক রাষ্ট্র আর আমি শেষবার যখন দেখেছিলাম ভারত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র ছিল!!"
-
Correct me if Im wrong but Afghanistan is a theocratic state and when I last checked India was a secular democratic republic ?!! pic.twitter.com/0bVUxK9Uq7
— Azmi Shabana (@AzmiShabana) February 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Correct me if Im wrong but Afghanistan is a theocratic state and when I last checked India was a secular democratic republic ?!! pic.twitter.com/0bVUxK9Uq7
— Azmi Shabana (@AzmiShabana) February 11, 2022Correct me if Im wrong but Afghanistan is a theocratic state and when I last checked India was a secular democratic republic ?!! pic.twitter.com/0bVUxK9Uq7
— Azmi Shabana (@AzmiShabana) February 11, 2022
আরও পড়ুন: বোরখার পক্ষে নই, তবে কিশোরীদের গুন্ডারা ভয় দেখাচ্ছে বলে বিরক্ত: হিজাব বিতর্কে জাভেদ
-
I have never been in favour of Hijab or Burqa. I still stand by that but at the same time I have nothing but deep contempt for these mobs of hooligans who are trying to intimidate a small group of girls and that too unsuccessfully. Is this their idea of “MANLINESS” . What a pity
— Javed Akhtar (@Javedakhtarjadu) February 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I have never been in favour of Hijab or Burqa. I still stand by that but at the same time I have nothing but deep contempt for these mobs of hooligans who are trying to intimidate a small group of girls and that too unsuccessfully. Is this their idea of “MANLINESS” . What a pity
— Javed Akhtar (@Javedakhtarjadu) February 10, 2022I have never been in favour of Hijab or Burqa. I still stand by that but at the same time I have nothing but deep contempt for these mobs of hooligans who are trying to intimidate a small group of girls and that too unsuccessfully. Is this their idea of “MANLINESS” . What a pity
— Javed Akhtar (@Javedakhtarjadu) February 10, 2022
প্রসঙ্গত, এর আগে এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন গীতিকার জাভেদ আখতারও ৷ তিনি স্পষ্ট ভাষায় লেখেন, "আমি কখনও হিজাব বা বোরখার পক্ষে নই ৷ সেই অবস্থানেই অনড় থাকছি ৷ তবে একইসঙ্গে যে গুন্ডাবাহিনী ছোট একদল কিশোরীকে ভয় দেখানোর (Hooligans intimidating girls) চেষ্টা করছে এবং তাতে অসফল হচ্ছে, তাদের প্রতি গভীর অবজ্ঞা ছাড়া আমার কিছুই নেই ৷ পুরুষত্ব বলতে কী তাঁরা এটাই বোঝেন ৷ কী করুণার বিষয়..."