ETV Bharat / sitara

বলিউডে নতুন কেমিস্ট্রি, এক ছবিতে অক্ষয়-সারা-ধনুশ - অক্ষয় কুমার

ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক ছক্কা মারছেন সারা আলি খান । নিজের চতুর্থ ফিল্মেই তিনি স্ক্রিন শেয়ার করতে চলেছেন অক্ষয় কুমার আর ধনুশের সঙ্গে । যেখানে অক্ষয় বলিউডের অন্য়তম সফল অভিনেতা, সেখানে দক্ষিণী সিনেমার তারকা ধনুশ ।

Akshay Kumar latest news
Akshay Kumar latest news
author img

By

Published : Jan 30, 2020, 2:35 PM IST

মুম্বই : আনন্দ এল রাইয়ের 'অতরঙ্গী রে' ছবিতে অভিনয় করতে চলেছেন অক্ষয় কুমার, ধনুশ ও সারা আলি খান । সোশাল মিডিয়ার মাধ্যমে এই খবর সামনে আনলেন অভিনেত্রী ।

নিজের ভাগ্যকে নিজেই বিশ্বাস করতে পারছেন না সারা । এই দুই তাবড় অভিনেতার পাশে নিজেকে দেখে অবিশ্বাস্য লাগছে তাঁর । অক্ষয় আর ধনুশের সঙ্গে নিজের দুটি ছবি শেয়ার করে সারা লিখেছেন, "আমি আমার ভাগ্যকে বিশ্বাস করতে পারছি না । আমার পরবর্তী ছবি অতরঙ্গী রে । আনন্দ এল রাই স্য়ারের সঙ্গে কাজ করতে পেরে ভাগ্যবান আমি ।"

প্রথম ছবিতে দেখা যাচ্ছে, সারাকে অক্ষয় আর ধনুশ চুমু খাচ্ছে । অন্য ছবিটিতে তিনজনকে খুনসুঁটি করতে দেখা যাচ্ছে । তাঁদের কেমিস্ট্রি এর মধ্যেই পছন্দ করেছেন দর্শক...নীচে লেখা কমেন্টগুলোই তার প্রমাণ ।

'অতরঙ্গী রে' একটি মিউজ়িকাল ছবি, সারা নিজেই লিখেছেন সেই কথা । মার্চের 1 তারিখ থেকে শুরু হবে ছবির শুটিং । 2021 সালের 14 ফেব্রুয়ারি মুক্তি পাবে 'অতরঙ্গী রে' ।

মুম্বই : আনন্দ এল রাইয়ের 'অতরঙ্গী রে' ছবিতে অভিনয় করতে চলেছেন অক্ষয় কুমার, ধনুশ ও সারা আলি খান । সোশাল মিডিয়ার মাধ্যমে এই খবর সামনে আনলেন অভিনেত্রী ।

নিজের ভাগ্যকে নিজেই বিশ্বাস করতে পারছেন না সারা । এই দুই তাবড় অভিনেতার পাশে নিজেকে দেখে অবিশ্বাস্য লাগছে তাঁর । অক্ষয় আর ধনুশের সঙ্গে নিজের দুটি ছবি শেয়ার করে সারা লিখেছেন, "আমি আমার ভাগ্যকে বিশ্বাস করতে পারছি না । আমার পরবর্তী ছবি অতরঙ্গী রে । আনন্দ এল রাই স্য়ারের সঙ্গে কাজ করতে পেরে ভাগ্যবান আমি ।"

প্রথম ছবিতে দেখা যাচ্ছে, সারাকে অক্ষয় আর ধনুশ চুমু খাচ্ছে । অন্য ছবিটিতে তিনজনকে খুনসুঁটি করতে দেখা যাচ্ছে । তাঁদের কেমিস্ট্রি এর মধ্যেই পছন্দ করেছেন দর্শক...নীচে লেখা কমেন্টগুলোই তার প্রমাণ ।

'অতরঙ্গী রে' একটি মিউজ়িকাল ছবি, সারা নিজেই লিখেছেন সেই কথা । মার্চের 1 তারিখ থেকে শুরু হবে ছবির শুটিং । 2021 সালের 14 ফেব্রুয়ারি মুক্তি পাবে 'অতরঙ্গী রে' ।

Intro:Body:

বলিউডে নতুন কেমিস্ট্রি, এক ছবিতে অক্ষয়-সারা-ধনুশ



ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক ছক্কা মারছেন সারা আলি খান । নিজের চতুর্থ ফিল্মেই তিনি স্ক্রিন শেয়ার করতে চলেছেন অক্ষয় কুমার আর ধনুশের সঙ্গে । যেখানে অক্ষয় বলিউডের অন্য়তম সফল অভিনেতা, সেখানে দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা ধনুশ ।



মুম্বই : আনন্দ এল রাইয়ের 'অতরঙ্গী রে' ছবিতে অভিনয় করতে চলেছেন অক্ষয় কুমার, ধনুশ ও সারা আলি খান । সোশাল মিডিয়ার মাধ্যমে এই খবর সামনে আনলেন অভিনেত্রী ।



নিজের ভাগ্যকে নিজেই বিশ্বাস করতে পারছেন না সারা । এই দুই তাবড় অভিনেতার পাশে নিজেকে দেখে অবিশ্বাস্য লাগছে তাঁর । অক্ষয় আর ধনুশের সঙ্গে নিজের দুটি ছবি শেয়ার করে সারা লিখেছেন, "আমি আমার ভাগ্যকে বিশ্বাস করতে পারছি না । আমার পরবর্তী ছবি অতরঙ্গী রে । আনন্দ এল রাই স্য়ারের সঙ্গে কাজ করতে পেরে ভাগ্যবান আমি ।"



প্রথম ছবিতে দেখা যাচ্ছে, সারাকে অক্ষয় আর ধনুশ চুমু খাচ্ছে । অন্য ছবিটিতে তিনজনকে খুনসুঁটি করতে দেখা যাচ্ছে । তাঁদের কেমিস্ট্রি এর মধ্যেই পছন্দ করেছেন দর্শক...নীচে লেখা কমেন্টগুলোই তার প্রমাণ ।



'অতরঙ্গী রে' একটি মিউজ়িকাল ছবি, সারা নিজেই লিখেছেন সেই কথা । মার্চের 1 তারিখ থেকে শুরু হবে ছবির শুটিং । 2021 সালের 14 ফেব্রুয়ারি মুক্তি পাবে 'অতরঙ্গী রে' ।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.