মুম্বই : ভিকি কৌশল আর সারা আলি খান, বলিউডের দুই তরুণ প্রতিভা । দু'জনেরই নিজস্ব ফ্যানবেস রয়েছে । যদি এই দুই তারকাকে একসঙ্গে দেখা যায় কেমন হয় ? হ্য়াঁ, এবার সেটাই হতে চলেছে ।
ফিল্মফেয়ারের খবর অনুযায়ী, 'দ্য ইমমর্টাল অশ্বত্থামা' ছবিতে ভিকি কৌশলের বিপরীতে দেখা যাবে সারা আলি খানকে । এই প্রথমবার একসঙ্গে পর্দা কাঁপাবেন এই দুই তারকা, যাকে বলে পাওয়ার হাউজ় অফ ট্যালেন্ট ।
কল্পবিজ্ঞানের উপর ভিত্তি করে তৈরি এই ছবিটি একটি সুপারহিরো ফিল্ম । পুরাণ কাহিনির সুতো দিয়ে বোনা হয়েছে 'দ্য ইমমর্টাল অশ্বত্থামা'-এর গল্প । কয়েকদিন আগেই ছবির প্রথম অ্যানিমেটেড পোস্টার প্রকাশ করেছেন ভিকি ।
ভিকির অভিনয় দক্ষতা নিয়ে কিছু বলার নেই । সারাও প্রমাণ করেছেন যে, প্রতিভার সঙ্গে সঙ্গে তিনি কমার্শিয়াল মশলাও মেশাতে পারেন ছবিতে । আদিত্য ধর পরিচালিত এই সাই-ফাই ফিল্মের জন্য তাই এই জুটি একেবারে উপযুক্ত, সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন নির্মাতারা ।