ETV Bharat / sitara

ভাইয়ের কাছে মা, মন খারাপ সারার - সারা আলি খানের খবর

দিওয়ালি পেরিয়ে গেলেও উৎসব পালনের রেশ এখনও কাটেনি । তাই সেলেবরা জমকালো পোশাক পরে ফোটোশুট করছেন, কেউ বেড়াতে যাচ্ছেন, কেউ আবার পার্টিতে মত্ত । সারা আলি খানও তাঁর পরিবারের সঙ্গে এক দারুণ ফোটোশুট করলেন, চোখ ফেরানো দায় ।

Sara Ali khan adorable festive pictures
Sara Ali khan adorable festive pictures
author img

By

Published : Nov 17, 2020, 6:37 PM IST

মুম্বই : মা অমৃতা সিং আর ভাই ইব্রাহিম আলি খানের সঙ্গে দারুণ ফোটোশুট করলেন সারা আলি খান । মা-মেয়ের ঘন নীল পোশাক আর ছেলের হালকা রঙের জমকালো পোশাকে তোলা রাজকীয় ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা ।

তারকা হয়ে গেলেও সারা তাঁর পরিবারের সঙ্গে ভীষণভাবে যুক্ত । তিনি মায়ের যতটা কাছের, ভাইয়ের সঙ্গে ততটাই ঘনিষ্ঠ । মাঝেমধ্যেই ইব্রাহিমের সঙ্গে খুনসুঁটি ভরা মুহূর্ত ভাগ করে নেন সারা ।

Sara Ali khan adorable festive pictures
ভাই-বোন..

এই ফোটোশুটেও রাজকীয়তার সঙ্গে সেই স্বভাবসিদ্ধ খুনসুঁটি জায়গা করে নিয়েছে । একটি ছবিতে ভাই ইব্রাহিমের কাছাকাছি দাঁড়িয়ে অমৃতা । সেই দেখে মেয়ের মুখ ভার । মাকে নিয়ে তিনি যে কতটা পজ়েসিভ তা বোঝাই যায় এই ছবিতে ।

এছাড়াও আরও একগুচ্ছ ছবি শেয়ার করেছেন সারা, যেখানে নবাব পরিবারের ঐতিহ্য ফুটে উঠেছে তাঁদের আচরণ আর রাজকীয় ব্যাকড্রপে ।

তবে সারার ক্যাপশন দেখে তাঁর মন বোঝার উপায় নেই কারও । একসঙ্গে অনেকগুলো ইমোজি শেয়ার করেছেন তিনি । হয়তো বোঝাতে চেয়েছেন যে এই দু'টো মানুষই তাঁর পৃথিবী । সারার করা এই পোস্ট ইতিমধ্যেই ভাইরাল ।

দেখে নিন...

মুম্বই : মা অমৃতা সিং আর ভাই ইব্রাহিম আলি খানের সঙ্গে দারুণ ফোটোশুট করলেন সারা আলি খান । মা-মেয়ের ঘন নীল পোশাক আর ছেলের হালকা রঙের জমকালো পোশাকে তোলা রাজকীয় ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা ।

তারকা হয়ে গেলেও সারা তাঁর পরিবারের সঙ্গে ভীষণভাবে যুক্ত । তিনি মায়ের যতটা কাছের, ভাইয়ের সঙ্গে ততটাই ঘনিষ্ঠ । মাঝেমধ্যেই ইব্রাহিমের সঙ্গে খুনসুঁটি ভরা মুহূর্ত ভাগ করে নেন সারা ।

Sara Ali khan adorable festive pictures
ভাই-বোন..

এই ফোটোশুটেও রাজকীয়তার সঙ্গে সেই স্বভাবসিদ্ধ খুনসুঁটি জায়গা করে নিয়েছে । একটি ছবিতে ভাই ইব্রাহিমের কাছাকাছি দাঁড়িয়ে অমৃতা । সেই দেখে মেয়ের মুখ ভার । মাকে নিয়ে তিনি যে কতটা পজ়েসিভ তা বোঝাই যায় এই ছবিতে ।

এছাড়াও আরও একগুচ্ছ ছবি শেয়ার করেছেন সারা, যেখানে নবাব পরিবারের ঐতিহ্য ফুটে উঠেছে তাঁদের আচরণ আর রাজকীয় ব্যাকড্রপে ।

তবে সারার ক্যাপশন দেখে তাঁর মন বোঝার উপায় নেই কারও । একসঙ্গে অনেকগুলো ইমোজি শেয়ার করেছেন তিনি । হয়তো বোঝাতে চেয়েছেন যে এই দু'টো মানুষই তাঁর পৃথিবী । সারার করা এই পোস্ট ইতিমধ্যেই ভাইরাল ।

দেখে নিন...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.