ETV Bharat / sitara

স্টারকিড বটে, তবে স্টারডমে বিশ্বাস নেই সারার ! - স্টারডম নিয়ে সারা আলি খান

সইফ আলি খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা আলি খান । স্টারকিড হলেও স্টারডমে বিশ্বাস করেন না সারা ।

Sara Ali Khan stardom
Sara Ali Khan stardom
author img

By

Published : Dec 27, 2020, 3:49 PM IST

মুম্বই : লোকে বলে তিনি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন । লোকে বলে স্টারকিড হওয়ায় কোনও স্ট্রাগল করতে হয়নি তাঁকে । অনেকে এটাও বলেন যে, ইন্ডাস্ট্রিতে ঢুকেই স্টার হয়ে গেছেন তিনি । কথা হচ্ছে সারা আলি খানকে নিয়ে । তবে তিনি নিজে কী বলেন ?

সারা বললেন, "আমি স্টারডমে বিশ্বাসই করি না । আজ অবধি আমি ফ্যান শব্দটা উচ্চারণ করি না । আমি কখনও তারকা শব্দটাও ব্যবহার করি না । এই বিষয়গুলোর উপর কোনও বিশ্বাসই নেই আমার । পুরোটাই শুক্রবারের খেলা । এক একটা ছবি মুক্তি পায় আর পুরো সমীকরণটা বদলে যায় ।" শুক্রবার অর্থাৎ ছবি মুক্তির দিন ।

অভিনেত্রী আরও বললেন, "তুমি কতটা মন দিয়ে কাজ করছ সেটাই ম্যাটার করে । বাকি সবটা পরিবর্তিত হতে থাকে ।" দু'বছরের ক্যারিয়ার স্প্যানে সারার ঝুলিতে চারটি ছবি । 'কেদারনাথ', 'সিম্বা', 'লাভ আজ কাল' এবং 'কুলি নম্বর ওয়ান'-এ প্রতিষ্ঠিত অভিনেতা ও পরিচালকদের সঙ্গে কাজ করেছেন সারা ।

সম্প্রতি OTT-তে মুক্তি পেয়েছে 'কুলি নম্বর ওয়ান' । ছবিটিতে সারার বিশেষ কোনও ভূমিকা নেই যদিও । শুধু নাচ করা আর এক-আধটা সংলাপ বলা ছাড়া খুব বেশি কিছু করেননি তিনি । সমালোচকদের মতে, ক্যারিয়ারের শুরুতেই এমন গুরুত্বহীন চরিত্রে অভিনয় করার সিদ্ধান্ত নিয়ে ভুল করেছেন অভিনেত্রী । তবে সারা মনে বিশ্বাস রেখে সামনের দিকে এগিয়ে যেতে চান ।

মুম্বই : লোকে বলে তিনি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন । লোকে বলে স্টারকিড হওয়ায় কোনও স্ট্রাগল করতে হয়নি তাঁকে । অনেকে এটাও বলেন যে, ইন্ডাস্ট্রিতে ঢুকেই স্টার হয়ে গেছেন তিনি । কথা হচ্ছে সারা আলি খানকে নিয়ে । তবে তিনি নিজে কী বলেন ?

সারা বললেন, "আমি স্টারডমে বিশ্বাসই করি না । আজ অবধি আমি ফ্যান শব্দটা উচ্চারণ করি না । আমি কখনও তারকা শব্দটাও ব্যবহার করি না । এই বিষয়গুলোর উপর কোনও বিশ্বাসই নেই আমার । পুরোটাই শুক্রবারের খেলা । এক একটা ছবি মুক্তি পায় আর পুরো সমীকরণটা বদলে যায় ।" শুক্রবার অর্থাৎ ছবি মুক্তির দিন ।

অভিনেত্রী আরও বললেন, "তুমি কতটা মন দিয়ে কাজ করছ সেটাই ম্যাটার করে । বাকি সবটা পরিবর্তিত হতে থাকে ।" দু'বছরের ক্যারিয়ার স্প্যানে সারার ঝুলিতে চারটি ছবি । 'কেদারনাথ', 'সিম্বা', 'লাভ আজ কাল' এবং 'কুলি নম্বর ওয়ান'-এ প্রতিষ্ঠিত অভিনেতা ও পরিচালকদের সঙ্গে কাজ করেছেন সারা ।

সম্প্রতি OTT-তে মুক্তি পেয়েছে 'কুলি নম্বর ওয়ান' । ছবিটিতে সারার বিশেষ কোনও ভূমিকা নেই যদিও । শুধু নাচ করা আর এক-আধটা সংলাপ বলা ছাড়া খুব বেশি কিছু করেননি তিনি । সমালোচকদের মতে, ক্যারিয়ারের শুরুতেই এমন গুরুত্বহীন চরিত্রে অভিনয় করার সিদ্ধান্ত নিয়ে ভুল করেছেন অভিনেত্রী । তবে সারা মনে বিশ্বাস রেখে সামনের দিকে এগিয়ে যেতে চান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.