সিওল : দক্ষিণ কোরিয়ায় মুক্তি পেল বলিউড অভিনেতা সঞ্জয় দত্তর মারাঠি প্রোডাকশনের প্রথম ছবি 'বাবা' ।
মধ্য়বিত্ত পরিবারের গল্প নিয়ে তৈরি ছবিটির প্রযোজনা করেছে সঞ্জয় দত্ত প্রোডাকশনের ব্যানার । ছবিটির ডিস্ট্রিবিউট করেছে ইন্ডিয়ুড ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ।
2 অগাস্ট ভারতে মুক্তি পেয়েছে ছবিটি । সঞ্জয় দত্ত ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করে ছবিটিকে এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদও জানায় । ভিডিয়োটিতে তিনি বলেন, "সবাইকে নমস্কার । আমার প্রযোজনায় প্রথম ছবি বাবা । এত সুন্দর রিভিউ লেখার জন্য আমি মিডিয়াকে ধন্যবাদ জানাতে চাই । এত ভালোবাসা দেখানোর জন্য ভক্তদের ধন্যবাদ ।"
"পরিবার, ভালোবাসা ও সম্পর্ক নিয়ে তৈরি ছবিটি । আমি সবাইকে বলব ও রিকুয়েস্ট করব যে ছবিটা গিয়ে দেখুন ও উপভোগ করুন । একজন বাবা-মায়ের স্বপ্নকে ঘিরে বেঁচে দেখুন আর আমাকে জানান কেমন লাগল । ধন্যবাদ । আমি এটা নিয়ে খুব গর্বিত । আমি শুধু এটুকু বলতে পারি যে ভালোবাসা, অনুভূতি ও শ্রদ্ধার কোনও বাউন্ডারি হয় না । তাই দয়া করে যান, বাবা দেখুন ও উপভোগ করুন ।"
ছবিটির পরিচালনা করেছেন রাজ গুপ্তা । অভিনয় করেছেন দীপক দোবরিয়াল, নন্দিতা ধুরি, অভিজিৎ খন্ডকেকর, স্প্রীহা জোশি ও চিত্তরঞ্জন গিরি ।