ETV Bharat / sitara

"CBI-এর রিপোর্টের জন্য অপেক্ষা করা উচিত", AIIMS-এর রিপোর্ট প্রসঙ্গে মন্তব্য সন্দীপের

author img

By

Published : Oct 5, 2020, 9:48 AM IST

AIIMS-এর তত্ত্ব মানতে নারাজ সুশান্তের পরিবারের সদস্যরা । আর এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন সুশান্তের বন্ধু ও প্রযোজক সন্দীপ সিং । তাঁর মতে, CBI-এর রিপোর্টের জন্য সবার অপেক্ষা করা উচিত ।

asd
sfds

মুম্বই : ইতিমধ্যেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে খুনের তত্ত্ব খারিজ করে দিয়েছে AIIMS । সেখানকার ফরেনসিক বিভাগের প্রধান সুধীর গুপ্ত সাফ জানিয়ে দিয়েছেন, সুশান্ত আত্মহত্যা করেছেন । তাঁকে খুন করা হয়নি । যদিও AIIMS-এর এই তত্ত্ব মানতে নারাজ প্রয়াত অভিনেতার পরিবারের সদস্যরা । আর এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন সুশান্তের বন্ধু ও প্রযোজক সন্দীপ সিং । তাঁর মতে, CBI-এর রিপোর্টের জন্য সবার অপেক্ষা করা উচিত ।

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুশান্তের মৃত্যু নিয়ে AIIMS-এর রিপোর্ট প্রসঙ্গে সন্দীপ বলেন, "আমি জানি না এই ঘটনার সম্পূর্ণ বিষয়টি না জেনে কেন আমরা মন্তব্য করছি । তাঁর একজন বন্ধু, পরিবার ও শুভাকাঙ্খি হিসেবে আমরা এই ঘটনায় CBI তদন্ত চেয়েছিলাম । এর মধ্যে NCB তদন্তও শুরু হয়েছে । তার মধ্যেই অনেকেই জাতীয় সংস্থাগুলির তদন্তকে উপহাস বানিয়ে একাধিক মন্তব্য করছেন । আমি সুধীর গুপ্তর বিবৃতি পড়েছি । অবাক হচ্ছি যে কেন আমরা এই ঘটনায় CBI-এর মন্তব্যের জন্য অপেক্ষা করছি না । আসলে আমরা অপেক্ষা করতেই চাই না । চিকিৎসক তাঁর বিবৃতি দিয়েছেন । কিন্তু, এই ঘটনার চূড়ান্ত রিপোর্ট দেবে CBI ।"

3 অক্টোবর সুশান্তের ভিসেরা ও ফরেনসিক পরীক্ষার চূড়ান্ত রিপোর্ট পেশ করে AIIMS । সেই রিপোর্টের ভিত্তিতে সুধীর গুপ্ত বলেন, "আমরা চূড়ান্ত রিপোর্ট তৈরি করেছি । এটা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা । গলায় ফাঁস ছাড়া সুশান্তের শরীরে আর কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি । তাঁর শরীর ও পোশাকে কোনও ধস্তাধস্তির চিহ্নও ছিল না ।"

যদিও AIIMS-এর এই তত্ত্ব মানতে নারাজ সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি । ইনস্টাগ্রাম পোস্টে তিনি লেখেন, "কঠিন সময়ে ধৈর্য ধরে রাখাই আসল পরীক্ষা । প্রার্থনা করি, সত্য প্রকাশিত হবে । #সবার নজর CBI-এর দিকেই ।"

মুম্বই : ইতিমধ্যেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে খুনের তত্ত্ব খারিজ করে দিয়েছে AIIMS । সেখানকার ফরেনসিক বিভাগের প্রধান সুধীর গুপ্ত সাফ জানিয়ে দিয়েছেন, সুশান্ত আত্মহত্যা করেছেন । তাঁকে খুন করা হয়নি । যদিও AIIMS-এর এই তত্ত্ব মানতে নারাজ প্রয়াত অভিনেতার পরিবারের সদস্যরা । আর এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন সুশান্তের বন্ধু ও প্রযোজক সন্দীপ সিং । তাঁর মতে, CBI-এর রিপোর্টের জন্য সবার অপেক্ষা করা উচিত ।

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুশান্তের মৃত্যু নিয়ে AIIMS-এর রিপোর্ট প্রসঙ্গে সন্দীপ বলেন, "আমি জানি না এই ঘটনার সম্পূর্ণ বিষয়টি না জেনে কেন আমরা মন্তব্য করছি । তাঁর একজন বন্ধু, পরিবার ও শুভাকাঙ্খি হিসেবে আমরা এই ঘটনায় CBI তদন্ত চেয়েছিলাম । এর মধ্যে NCB তদন্তও শুরু হয়েছে । তার মধ্যেই অনেকেই জাতীয় সংস্থাগুলির তদন্তকে উপহাস বানিয়ে একাধিক মন্তব্য করছেন । আমি সুধীর গুপ্তর বিবৃতি পড়েছি । অবাক হচ্ছি যে কেন আমরা এই ঘটনায় CBI-এর মন্তব্যের জন্য অপেক্ষা করছি না । আসলে আমরা অপেক্ষা করতেই চাই না । চিকিৎসক তাঁর বিবৃতি দিয়েছেন । কিন্তু, এই ঘটনার চূড়ান্ত রিপোর্ট দেবে CBI ।"

3 অক্টোবর সুশান্তের ভিসেরা ও ফরেনসিক পরীক্ষার চূড়ান্ত রিপোর্ট পেশ করে AIIMS । সেই রিপোর্টের ভিত্তিতে সুধীর গুপ্ত বলেন, "আমরা চূড়ান্ত রিপোর্ট তৈরি করেছি । এটা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা । গলায় ফাঁস ছাড়া সুশান্তের শরীরে আর কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি । তাঁর শরীর ও পোশাকে কোনও ধস্তাধস্তির চিহ্নও ছিল না ।"

যদিও AIIMS-এর এই তত্ত্ব মানতে নারাজ সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি । ইনস্টাগ্রাম পোস্টে তিনি লেখেন, "কঠিন সময়ে ধৈর্য ধরে রাখাই আসল পরীক্ষা । প্রার্থনা করি, সত্য প্রকাশিত হবে । #সবার নজর CBI-এর দিকেই ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.