মুম্বই : বলিউড সেলিব্রিটি থেকে শুরু করে আম জনতা সবাই 'বটল ক্যাপ চ্যালেঞ্জ' গ্রহণ করছে । সলমন খানও মজার সঙ্গে এই চ্যালেঞ্জ করার চেষ্টা করলেন । সাথে নিজের ভক্তদের দিলেন একটা সুন্দর বার্তাও ।
সলমন খান সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন । যেখানে দেখা যাচ্ছে, তিনি জিমের ভিতর রয়েছেন । 'বটল ক্যাপ চ্যালেঞ্জ'-র জন্য রাউন্ড কিক নিতে প্রস্তুত ভাইজান । কিন্তু হঠাৎ তিনি কিক না নিয়ে ক্যামেরার কাছে এগিয়ে এসে ফুঁ দিয়ে বোতলের ঢাকনাটাকে ফেলে দেন ।
-
Don’t thakao paani bachao pic.twitter.com/PjfdGxdTJg
— Salman Khan (@BeingSalmanKhan) July 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Don’t thakao paani bachao pic.twitter.com/PjfdGxdTJg
— Salman Khan (@BeingSalmanKhan) July 14, 2019Don’t thakao paani bachao pic.twitter.com/PjfdGxdTJg
— Salman Khan (@BeingSalmanKhan) July 14, 2019
ভিডিয়োর ক্যাপশনে সলমন লিখেছেন, "ডোন্ট থাকাও, পানি বাঁচাও ।" এর আগে আমরা দেখেছি অনেক বলিউড স্টার এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন । যাদের মধ্যে রয়েছেন অক্ষয় কুমার, টাইগার শ্রফ, সিদ্ধার্থ মলহোত্রা, পরিনীতি চোপড়া, সিদ্ধান্ত চতুরবেদী, কুণাল খেমু, সুস্মিতা সেন ।
বর্তমানে সলমন 'দাবাং ৩'-র শুটিংয়ের কাজে ব্যস্ত আছেন । সঞ্জয় লীলা বনসালির 'ইনশাল্লাহ' ছবিতেও তিনি সাইন করেছেন । এখানে তাঁকে আলিয়া ভাটের বিপরীতে দেখা যাবে ।