পানাজী : অনুরাগীর মোবাইল কেড়ে নিয়ে সোশাল মিডিয়ায় বেশ শোরগোল ফেলে দিয়েছেন সলমন খান । অভিনেতার এই ব্যবহারে বেশ চমকেছেন নেটিজেনরা । আর এবার জানা গেল যে ন্যাশনাল স্টুডেন্ট'স ইউনিয়ন অফ ইন্ডিয়া (NSUI), যেটি কংগ্রেসেরই একটি শাখা, সলমনকে গোয়াতে বয়কট করার দাবী জানিয়েছে ।
NSUI-এর সদস্যরা গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের কাছে আর্জি জানিয়েছে যাতে তিনি গোয়ায় প্রবেশই করতে না পারে ।
আরও পড়ুন : মেজাজ হারিয়ে ফ্যানের মোবাইল কেড়ে নিলেন সলমন !
গোয়ায় NSUI প্রেসিডেন্ট আহরাজ মুল্লা একটি চিঠির মাধ্যমে মুখ্যমন্ত্রী সাওয়ান্তকে জানিয়েছেন, "আমি আপনাকে অনুরোধ করছি, আপনি যেন ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে দেখেন । পাবলিক প্ল্য়াটফর্মে সলমন যেন নিজের অপরাধ স্বীকার করে, কারণ সেই তিনি পাবলিক ফোরামেই সেই ফ্য়ানের অপমান করেছেন । যদি তিনি এটা না করেন, তাহলে ভবিষ্যতে তাঁকে যেন গোয়ায় প্রবেশ করতে না দেওয়া হয় ।"
গোয়ার BJP জেনারেল সেক্রেটারি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী নরেন্দ্র সাওয়াইকরও একই সুরে গলা মিলিয়েছেন । সমলনের ব্যবহারের জন্য নরেন্দ্র তাঁর তীব্র সমালোচনা করেছেন, আর্জি জানিয়েছেন ক্ষমা প্রার্থনা করার জন্য । IANS সুত্রে জানা যাচ্ছে এই খবর ।
তবে এখনও সলমনের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই ব্যাপারে ।