ETV Bharat / sitara

সলমান খানের ছবি বয়কট করার হুমকি দিলেন অনুরাগীরা

পুলওয়ামা জঙ্গি হামলার প্রতিবাদে বলিউডে পাকিস্তানি শিল্পীরা পুরোপুরি নিষিদ্ধ ঘোষিত হয়েছেন। বলিউডে বেশ কিছু পাকিস্তানি শিল্পী দীর্ঘদিন যাবৎ কাজ করেছেন। তাঁদের মধ্য়ে উল্লেখযোগ্য রাহত ফতে আলি খান, আতিফ আসলাম, ফাওয়াদ খান প্রমুখ। সলমান খানের ছবি 'টাইগার জ়িন্দা হ্য়ায়' ও 'সুলতান'-এও এই দুই শিল্পী কাজ করেছিলেন। তবে, পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করা নিয়ে এবার হুমকির মুখোমুখি হলেন স্বয়ং সলমান খান !

salman khan
author img

By

Published : Feb 20, 2019, 11:44 PM IST

সলমান খানের বেশ কিছু অনুরাগীর কাছ থেকেই এই হুমকি এসেছে। আলি আব্বাস জ়াফর পরিচালিত আসন্ন ছবি 'ভারত'-এ অন্য়তম মুখ্য় চরিত্রে দেখা যাবে সলমান খানকে। সলমান খানের অনুরাগীরা সলমানকে জানিয়েছেন 'ভারত'-এ কোনও পাকিস্তানি শিল্পী কাজ করলে তারা সলমানের ছবি দেখবেন না।

সূত্রের খবর অনুযায়ী, সলমান জানেন যে এইমুহূর্তে এই দাবিকে কোনওভাবে অগ্রাহ্য় করা সম্ভব নয়। সলমানের মনে হয়, রাহত ফতে আলি খান বা আতিফ আসলামের কন্ঠের সঙ্গে তার ব্যক্তিত্ব সুট করে। তবে, এইমুহূর্তে এইধরনের ঝুঁকি নিতে প্রস্তুত নন অভিনেতা। তবে শোনা যাচ্ছে, আবার নতুন করে ছবির জন্য গান রেকর্ড করার কথা ভাবছেন তিনি।

সলমান খানের বেশ কিছু অনুরাগীর কাছ থেকেই এই হুমকি এসেছে। আলি আব্বাস জ়াফর পরিচালিত আসন্ন ছবি 'ভারত'-এ অন্য়তম মুখ্য় চরিত্রে দেখা যাবে সলমান খানকে। সলমান খানের অনুরাগীরা সলমানকে জানিয়েছেন 'ভারত'-এ কোনও পাকিস্তানি শিল্পী কাজ করলে তারা সলমানের ছবি দেখবেন না।

সূত্রের খবর অনুযায়ী, সলমান জানেন যে এইমুহূর্তে এই দাবিকে কোনওভাবে অগ্রাহ্য় করা সম্ভব নয়। সলমানের মনে হয়, রাহত ফতে আলি খান বা আতিফ আসলামের কন্ঠের সঙ্গে তার ব্যক্তিত্ব সুট করে। তবে, এইমুহূর্তে এইধরনের ঝুঁকি নিতে প্রস্তুত নন অভিনেতা। তবে শোনা যাচ্ছে, আবার নতুন করে ছবির জন্য গান রেকর্ড করার কথা ভাবছেন তিনি।

Intro:Body:

Blank 2


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.