ETV Bharat / sitara

শাহরুখের সঙ্গে দেখা করার আগে পুজো করলেন সলমন-ক্যাটরিনা ? - ক্যাটরিনা কাইফের খবর

শাহরুখ খানের সঙ্গে দেখা করার আগে পুজো করলেন সলমন খান ও ক্যাটরিনা কাইফ । ব্যাপারটা কী ?

katrina kaif performs puja before meeting shah rukh khan
katrina kaif performs puja before meeting shah rukh khan
author img

By

Published : Feb 26, 2021, 1:24 PM IST

মুম্বই : খুব তাড়াতাড়ি 'টাইগার 3'-র শুটিং শুরু করবেন সলমন খান আর ক্যাটরিনা কাইফ । যশরাজ ফিল্মসের প্রযোজনায় তৈরি সমস্ত ছবি শুরু আগে পুজো করে নেওয়াটা রীতি । 'টাইগার 3'-ও ব্যতিক্রম নয় । তবে এই সবকিছুর সঙ্গে শাহরুখের সম্পর্কটা কোথায় ?

কিছুই নয় । শাহরুখ খানের 'পাঠান' ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করার জন্য যশরাজের স্টুডিয়োতে এসেছিলেন সলমন । ব্যস্ত ভাইজানকে যখন পাওয়া গেছেই, তখন 'টাইগার 3'-এর জন্য পুজোটা সেরে ফেলার সিদ্ধান্ত নিলেন প্রযোজকরা ।

যেমন ভাবা তেমন কাজ । ডাক পড়ল ক্যাটরিনা কাইফ ও ইমরান হাসমির । ইমরান এই ছবিতে ভিলেনের চরিত্রে রয়েছেন । দু'জনেই সঠিক সময় এসে পৌঁছন স্টুডিয়োতে ।

পুজো সেরে শাহরুখের সঙ্গে ফের দেখা করেন সলমন আর ক্যাটরিনা । তিনজনেই একে অপরের ভালো বন্ধু । ক্যাটরিনা শাহরুখের একাধিক ছবিতে অভিনয় করেছেন । সব মিলিয়ে এক বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হয় যশরাজ স্টুডিয়োতে ।

katrina kaif performs puja before meeting shah rukh khan
...

শাহরুখ-দীপিকা ও জন আব্রাহাম অভিনীত 'পাঠান' মুক্তি পাবে 2022 সালে । তবে 'টাইগার 3' নিয়ে এখনও কোনও আপডেট নেই ।

মুম্বই : খুব তাড়াতাড়ি 'টাইগার 3'-র শুটিং শুরু করবেন সলমন খান আর ক্যাটরিনা কাইফ । যশরাজ ফিল্মসের প্রযোজনায় তৈরি সমস্ত ছবি শুরু আগে পুজো করে নেওয়াটা রীতি । 'টাইগার 3'-ও ব্যতিক্রম নয় । তবে এই সবকিছুর সঙ্গে শাহরুখের সম্পর্কটা কোথায় ?

কিছুই নয় । শাহরুখ খানের 'পাঠান' ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করার জন্য যশরাজের স্টুডিয়োতে এসেছিলেন সলমন । ব্যস্ত ভাইজানকে যখন পাওয়া গেছেই, তখন 'টাইগার 3'-এর জন্য পুজোটা সেরে ফেলার সিদ্ধান্ত নিলেন প্রযোজকরা ।

যেমন ভাবা তেমন কাজ । ডাক পড়ল ক্যাটরিনা কাইফ ও ইমরান হাসমির । ইমরান এই ছবিতে ভিলেনের চরিত্রে রয়েছেন । দু'জনেই সঠিক সময় এসে পৌঁছন স্টুডিয়োতে ।

পুজো সেরে শাহরুখের সঙ্গে ফের দেখা করেন সলমন আর ক্যাটরিনা । তিনজনেই একে অপরের ভালো বন্ধু । ক্যাটরিনা শাহরুখের একাধিক ছবিতে অভিনয় করেছেন । সব মিলিয়ে এক বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হয় যশরাজ স্টুডিয়োতে ।

katrina kaif performs puja before meeting shah rukh khan
...

শাহরুখ-দীপিকা ও জন আব্রাহাম অভিনীত 'পাঠান' মুক্তি পাবে 2022 সালে । তবে 'টাইগার 3' নিয়ে এখনও কোনও আপডেট নেই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.