সূত্রের খবর অনুযায়ী, অভিষেকের বদলে দেখা যাবে সইফ আলি খানকে। তাঁর বিপরীতে অভিনয় করবেন 'দঙ্গল' গার্ল ফাতিমা সানা শেখ। 'তান্ত্রিক' পরিচালনা করছেন পবন কৃপালিনী। এর আগে 'রাগিনী এমএমএস ২', 'ফোবিয়া' ও 'ডর@দা মল' ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি।
এই ছবিটি ছাড়াও রাজকুমার রাওয়ের সঙ্গে একটি ছবিতে কাজ করার কথা আছে ফাতিমার। ছবিটি পরিচালনা করবেন অনুরাগ বাসু। যদিও ছবির নাম এখনও কিছু ঠিক হয়নি। অজয় দেবগন অভিনীত ছবি 'তানাজি'-তে দেখা যাবে সইফকে। এছাড়াও শোনা যাচ্ছে, 'জওয়ানি দিওয়ানি' ও 'দিল বেচারা' ছবি দু'টিতে নজর আসতে পারেন সইফ।