ETV Bharat / sitara

সুশান্তের নামে রাস্তা পূর্ণিয়ায় - Sushant hometown Purnia

বিহারের পূর্ণিয়ায় ফ্রড কম্পানি চক ও মধুবনির সঙ্গে যে রাস্তা মাতা চককে সংযুক্ত করে তার নামকরণ করা হল সুশান্ত সিং রাজপুত চক নামে । আজ এই রাস্তা দুটি উদ্বোধন করেন পূর্ণিয়া পৌরনিগমের মেয়র সবিতা সিং ।

as
asd
author img

By

Published : Jul 10, 2020, 4:58 PM IST

পূর্ণিয়া, (বিহার) : এবার রাস্তার নামকরণ করা হল সুশান্ত সিং রাজপুতের নামে । সম্প্রতি বিহারের পূর্ণিয়ায় ফ্রড কম্পানি চক ও মধুবনির সঙ্গে যে রাস্তা মাতা চককে সংযুক্ত করে তার নামকরণ করা হল সুশান্ত সিং রাজপুত চক নামে । আজ এই রাস্তা দুটি উদ্বোধন করেন পূর্ণিয়া পৌরনিগমের মেয়র সবিতা সিং ।

14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । তাঁর মৃত্যু মেনে নিতে পারেননি অনুরাগীরা । বিহারের বাসিন্দা হওয়ার ফলে অভিনেতার আকস্মিক মৃত্যুতে মন ভেঙে গিয়েছে বিহারবাসীরও । তাঁর মৃত্যুতে CBI তদন্তের দাবি জানিয়েছেন অনেকেই । আর এবার প্রয়াত অভিনেতাকে একটু অন্যভাবে শ্রদ্ধা জানানো হল পূর্ণিয়ার তরফে ।

সুশান্তের বেড়ে ওঠা পূর্ণিয়ায় । সেখানেই রয়েছে তাঁর বাবারবাড়ি । অভিনেতার মৃত্যুতে মন ভেঙে গিয়েছে সেখানকার বাসিন্দাদের । তাই প্রয়াত অভিনেতার উপস্থিতি যাতে সব সময় উজ্জ্বল হয়ে থাকে সেই কারণে রাস্তার নামকরণ করা হল তাঁর নামে ।

পূর্ণিয়া পৌরনিগমের স্ট্যান্ডিং কমিটির তরফে রাস্তার নাম পরিবর্তন করার প্রস্তাব দেওয়া হয় সবিতা সিংয়ের কাছে । এরপর সব দিক বিবেচনা করে রাস্তার নাম পরিবর্তনের কাজ শুরু করেন মেয়র । এ প্রসঙ্গে তিনি বলেন, "কোনও একটা জায়গার বা রাস্তার নাম পরিবর্তন করার বিষয়টা অনেকটাই সময় সাপেক্ষ । কিন্তু, তাও আমাদের কাজটা শুরু করতে হয়েছিল । আর আমরা পরিবর্তন করেও দিয়েছি ।"

দেখুন ভিডিয়ো

পূর্ণিয়া, (বিহার) : এবার রাস্তার নামকরণ করা হল সুশান্ত সিং রাজপুতের নামে । সম্প্রতি বিহারের পূর্ণিয়ায় ফ্রড কম্পানি চক ও মধুবনির সঙ্গে যে রাস্তা মাতা চককে সংযুক্ত করে তার নামকরণ করা হল সুশান্ত সিং রাজপুত চক নামে । আজ এই রাস্তা দুটি উদ্বোধন করেন পূর্ণিয়া পৌরনিগমের মেয়র সবিতা সিং ।

14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । তাঁর মৃত্যু মেনে নিতে পারেননি অনুরাগীরা । বিহারের বাসিন্দা হওয়ার ফলে অভিনেতার আকস্মিক মৃত্যুতে মন ভেঙে গিয়েছে বিহারবাসীরও । তাঁর মৃত্যুতে CBI তদন্তের দাবি জানিয়েছেন অনেকেই । আর এবার প্রয়াত অভিনেতাকে একটু অন্যভাবে শ্রদ্ধা জানানো হল পূর্ণিয়ার তরফে ।

সুশান্তের বেড়ে ওঠা পূর্ণিয়ায় । সেখানেই রয়েছে তাঁর বাবারবাড়ি । অভিনেতার মৃত্যুতে মন ভেঙে গিয়েছে সেখানকার বাসিন্দাদের । তাই প্রয়াত অভিনেতার উপস্থিতি যাতে সব সময় উজ্জ্বল হয়ে থাকে সেই কারণে রাস্তার নামকরণ করা হল তাঁর নামে ।

পূর্ণিয়া পৌরনিগমের স্ট্যান্ডিং কমিটির তরফে রাস্তার নাম পরিবর্তন করার প্রস্তাব দেওয়া হয় সবিতা সিংয়ের কাছে । এরপর সব দিক বিবেচনা করে রাস্তার নাম পরিবর্তনের কাজ শুরু করেন মেয়র । এ প্রসঙ্গে তিনি বলেন, "কোনও একটা জায়গার বা রাস্তার নাম পরিবর্তন করার বিষয়টা অনেকটাই সময় সাপেক্ষ । কিন্তু, তাও আমাদের কাজটা শুরু করতে হয়েছিল । আর আমরা পরিবর্তন করেও দিয়েছি ।"

দেখুন ভিডিয়ো
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.