ETV Bharat / sitara

ফার্স্টলুক বেরনোর পরেও ছবি থেকে বাদ রিয়া, সুশান্ত মামলার রেশ? - রিয়া চক্রবর্তীর খবর

অমিতাভ বচ্চন, ইমরান হাসমি অভিনীত 'চেহরে' ছবিতে কাস্ট করা হয়েছিল রিয়া চক্রবর্তীকে । 2019 সালের 1 জুলাই সামনে আসে তাঁর ফার্স্টলুক । কিন্তু, আজ 'চেহরে'-র প্রথম পোস্টারে রিয়ার কোনও দেখা নেই । তাহলে কি বাদ পড়তে হল অভিনেত্রীকে ?

Rhea Chakraborty out of film
Rhea Chakraborty out of film
author img

By

Published : Feb 23, 2021, 5:53 PM IST

Updated : Feb 23, 2021, 6:05 PM IST

মুম্বই : রিয়া চক্রবর্তীর ক্যারিয়ারগ্রাফে তেমন কোনও বড় ছবি নেই । 'চেহরে' তাঁর ক্যারিয়ারে একটা টার্নিং পয়েন্ট হতে পারত । তবে সম্ভবত সেই সুযোগ থেকেও বঞ্চিত হতে চলেছেন অভিনেত্রী । নেপথ্যে সুশান্ত মামলা ?

আজ রুমি জাফরি পরিচালিত থ্রিলার ছবি 'চেহরে'-র প্রথম পোস্টার মুক্তি পেয়েছে । সেখানে অমিতাভ বচ্চন, ইমরান হাসমি, অন্নু কাপুর, ধৃতিমান চট্টোপাধ্যায়, ক্রিস্টিল ডিসুজ়া ও রঘুবীর যাদবকে দেখা যাচ্ছে । তবে রিয়ার দেখা নেই কোথাও ।

বিশেষজ্ঞরা আন্দাজ করছেন রিয়ার বদলেই ক্রিস্টিলকে নেওয়া হয়েছে ছবিতে । কারণ এর আগে 'চেহরে'-র কাস্টিংয়ে ক্রিস্টিলের কথা শোনা যায়নি । বরং 2019 সালের 1 জুলাই রিয়ার ফার্স্টলুক প্রকাশ্যে এসেছে । তারপরেও কেন পোস্টারে দেখা গেল না তাঁকে ?

2021 সালের 30 এপ্রিল সিনেমা হলে মুক্তি পাবে 'চেহরে' । পোস্টার শেয়ার করে অমিতাভ লিখেছেন, "চেহারার থেকে বড় মুখোশ আর হয় না । সত্যিটা উন্মোচন করুন ।" দেখে নিন সেই পোস্টার...

মুম্বই : রিয়া চক্রবর্তীর ক্যারিয়ারগ্রাফে তেমন কোনও বড় ছবি নেই । 'চেহরে' তাঁর ক্যারিয়ারে একটা টার্নিং পয়েন্ট হতে পারত । তবে সম্ভবত সেই সুযোগ থেকেও বঞ্চিত হতে চলেছেন অভিনেত্রী । নেপথ্যে সুশান্ত মামলা ?

আজ রুমি জাফরি পরিচালিত থ্রিলার ছবি 'চেহরে'-র প্রথম পোস্টার মুক্তি পেয়েছে । সেখানে অমিতাভ বচ্চন, ইমরান হাসমি, অন্নু কাপুর, ধৃতিমান চট্টোপাধ্যায়, ক্রিস্টিল ডিসুজ়া ও রঘুবীর যাদবকে দেখা যাচ্ছে । তবে রিয়ার দেখা নেই কোথাও ।

বিশেষজ্ঞরা আন্দাজ করছেন রিয়ার বদলেই ক্রিস্টিলকে নেওয়া হয়েছে ছবিতে । কারণ এর আগে 'চেহরে'-র কাস্টিংয়ে ক্রিস্টিলের কথা শোনা যায়নি । বরং 2019 সালের 1 জুলাই রিয়ার ফার্স্টলুক প্রকাশ্যে এসেছে । তারপরেও কেন পোস্টারে দেখা গেল না তাঁকে ?

2021 সালের 30 এপ্রিল সিনেমা হলে মুক্তি পাবে 'চেহরে' । পোস্টার শেয়ার করে অমিতাভ লিখেছেন, "চেহারার থেকে বড় মুখোশ আর হয় না । সত্যিটা উন্মোচন করুন ।" দেখে নিন সেই পোস্টার...

Last Updated : Feb 23, 2021, 6:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.