ETV Bharat / sitara

রোহিতের 'সার্কাস'-এ রণবীর - রণবীর সিংয়ের খবর

'সিম্বা'-র পর ফের রোহিত শেট্টির সঙ্গে হাত মেলালেন রণবীর সিং । তাঁদের পরবর্তী প্রজেক্ট 'সার্কাস' ।

Ranveer singh with Rohit shetty
Ranveer singh with Rohit shetty
author img

By

Published : Oct 19, 2020, 12:28 PM IST

মুম্বই : রোহিত শেট্টির পরিচালনায় সিম্বা ছবিতে কাজ করেছিলেন রণবীর সিং । ছবিটি ব্লকবাস্টার হয় । তারপর এই দু'জনের যুগলবন্দীতে নতুন কোনও কাজ দেখার জন্য মুখিয়ে ছিল দর্শক । সেই আশা পূরণ হতে চলেছে ।

ট্রেড অ্যানালিস্ট ও ফিল্ম ক্রিটিক তরণ আদর্শ জানিয়েছেন যে, রোহিতের 'সার্কাস' ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন রণবীর সিং । 'কমেডি অফ এরর্স'-এর উপর ভিত্তি করে এই ছবি বানাবেন পরিচালক ।

রণবীর ছাড়াও একাধিক স্টারকাস্ট রয়েছে 'সার্কাস'-এ । রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ়, পূজা হেজ ও বরুণ শর্মার মতো তারকারা । পরের মাস অর্থাৎ নভেম্বর থেকেই শুরু হবে ছবির শুটিং । 2021-এর শীতকালে মুক্তি পাবে 'সার্কাস' ।

রোহিতের পরবর্তী ফিল্ম 'সূর্যবংশী' মুক্তির অপেক্ষায় বসে রয়েছে । সিনেমা হলেই মুক্তি পাবে অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনীত এই ছবি । সেখানেও একটি ক্যামিও চরিত্রে দেখা গেছে রণবীরকে । 'সিম্বা' অবতারেই ছবিতে একটা ছোট্ট অংশ করেছেন সিং ।

মুম্বই : রোহিত শেট্টির পরিচালনায় সিম্বা ছবিতে কাজ করেছিলেন রণবীর সিং । ছবিটি ব্লকবাস্টার হয় । তারপর এই দু'জনের যুগলবন্দীতে নতুন কোনও কাজ দেখার জন্য মুখিয়ে ছিল দর্শক । সেই আশা পূরণ হতে চলেছে ।

ট্রেড অ্যানালিস্ট ও ফিল্ম ক্রিটিক তরণ আদর্শ জানিয়েছেন যে, রোহিতের 'সার্কাস' ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন রণবীর সিং । 'কমেডি অফ এরর্স'-এর উপর ভিত্তি করে এই ছবি বানাবেন পরিচালক ।

রণবীর ছাড়াও একাধিক স্টারকাস্ট রয়েছে 'সার্কাস'-এ । রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ়, পূজা হেজ ও বরুণ শর্মার মতো তারকারা । পরের মাস অর্থাৎ নভেম্বর থেকেই শুরু হবে ছবির শুটিং । 2021-এর শীতকালে মুক্তি পাবে 'সার্কাস' ।

রোহিতের পরবর্তী ফিল্ম 'সূর্যবংশী' মুক্তির অপেক্ষায় বসে রয়েছে । সিনেমা হলেই মুক্তি পাবে অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনীত এই ছবি । সেখানেও একটি ক্যামিও চরিত্রে দেখা গেছে রণবীরকে । 'সিম্বা' অবতারেই ছবিতে একটা ছোট্ট অংশ করেছেন সিং ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.