মুম্বই : রোহিত শেট্টির পরিচালনায় সিম্বা ছবিতে কাজ করেছিলেন রণবীর সিং । ছবিটি ব্লকবাস্টার হয় । তারপর এই দু'জনের যুগলবন্দীতে নতুন কোনও কাজ দেখার জন্য মুখিয়ে ছিল দর্শক । সেই আশা পূরণ হতে চলেছে ।
ট্রেড অ্যানালিস্ট ও ফিল্ম ক্রিটিক তরণ আদর্শ জানিয়েছেন যে, রোহিতের 'সার্কাস' ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন রণবীর সিং । 'কমেডি অফ এরর্স'-এর উপর ভিত্তি করে এই ছবি বানাবেন পরিচালক ।
রণবীর ছাড়াও একাধিক স্টারকাস্ট রয়েছে 'সার্কাস'-এ । রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ়, পূজা হেজ ও বরুণ শর্মার মতো তারকারা । পরের মাস অর্থাৎ নভেম্বর থেকেই শুরু হবে ছবির শুটিং । 2021-এর শীতকালে মুক্তি পাবে 'সার্কাস' ।
-
BIGGG NEWS... #RanveerSingh and director #RohitShetty team up once again... Film titled #Cirkus... #Rohit's take on #TheComedyOfErrors... Costars #PoojaHegde, #JacquelineFernandez and #VarunSharma... Produced-directed by #RohitShetty... Bhushan Kumar and Reliance Ent present. pic.twitter.com/EodlosSard
— taran adarsh (@taran_adarsh) October 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">BIGGG NEWS... #RanveerSingh and director #RohitShetty team up once again... Film titled #Cirkus... #Rohit's take on #TheComedyOfErrors... Costars #PoojaHegde, #JacquelineFernandez and #VarunSharma... Produced-directed by #RohitShetty... Bhushan Kumar and Reliance Ent present. pic.twitter.com/EodlosSard
— taran adarsh (@taran_adarsh) October 19, 2020BIGGG NEWS... #RanveerSingh and director #RohitShetty team up once again... Film titled #Cirkus... #Rohit's take on #TheComedyOfErrors... Costars #PoojaHegde, #JacquelineFernandez and #VarunSharma... Produced-directed by #RohitShetty... Bhushan Kumar and Reliance Ent present. pic.twitter.com/EodlosSard
— taran adarsh (@taran_adarsh) October 19, 2020
রোহিতের পরবর্তী ফিল্ম 'সূর্যবংশী' মুক্তির অপেক্ষায় বসে রয়েছে । সিনেমা হলেই মুক্তি পাবে অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনীত এই ছবি । সেখানেও একটি ক্যামিও চরিত্রে দেখা গেছে রণবীরকে । 'সিম্বা' অবতারেই ছবিতে একটা ছোট্ট অংশ করেছেন সিং ।