ETV Bharat / sitara

ভয় পাচ্ছেন রণবীর - Ranveer Singh loves nature

এনার্জিতে ভরপুর রণবীর সিং কাউকে ডরান না । যে কোনও পরিবেশে, যে কোনও পরিস্থিতিতে তিনি অপ্রতিরোধ্য । যে কোনও ব্যক্তিত্বকে প্রভাবিত করার ক্ষমতা রাখেন তিনি । তবে সেই রণবীরই প্রকৃতির কাছে চুপ । যদি নিজেকে হারিয়ে ফেলেন, ভয় পাচ্ছেন অভিনেতা ।

Ranveer Singh loves nature
Ranveer Singh loves nature
author img

By

Published : Dec 4, 2020, 11:50 AM IST

মুম্বই : সোশাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই কোনও না কোনও ছবি পোস্ট করছেন রণবীর সিং । আজও মুম্বইয়ের সমুদ্রকে পিছনে নিয়ে একটি সুন্দর ছবি শেয়ার করেছেন তিনি ।

চোখে সানগ্লাস, মাথায় টুপি, পরনে টি-শার্ট পরে একটি সেলফি পোস্ট করেছেন রণবীর । তবে চমকটা অন্য জায়গায় । খুবই অপ্রত্যাশিতভাবে গলায় একটা মুক্তোর মালা পরেছেন তিনি । সেই মালা কি দীপিকার ? কে জানে !

ক্যাপশনে অভিনেতা লিখেছেন, "সুহানা সফর ঔর ইয়ে মৌসম হাসিঁ, ভয় লাগছে যেন হারিয়ে না যাই ।" প্রকৃতির সৌন্দর্য দেখে আজ মুগ্ধ রণবীর । তিনি ভয় পাচ্ছেন যেন বাস্তবের মাটি থেকে হারিয়ে না যান ।

গতকাল ওয়াইনের গ্লাস হাতে ডিসেম্বরকে স্বাগত জানিয়েছিলেন রণবীর । এই মাসটা যেন সবার জীবনে আলো নিয়ে আসে, সমৃদ্ধি নিয়ে আসে, প্রার্থনা করলেন তিনি ।

মুম্বই : সোশাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই কোনও না কোনও ছবি পোস্ট করছেন রণবীর সিং । আজও মুম্বইয়ের সমুদ্রকে পিছনে নিয়ে একটি সুন্দর ছবি শেয়ার করেছেন তিনি ।

চোখে সানগ্লাস, মাথায় টুপি, পরনে টি-শার্ট পরে একটি সেলফি পোস্ট করেছেন রণবীর । তবে চমকটা অন্য জায়গায় । খুবই অপ্রত্যাশিতভাবে গলায় একটা মুক্তোর মালা পরেছেন তিনি । সেই মালা কি দীপিকার ? কে জানে !

ক্যাপশনে অভিনেতা লিখেছেন, "সুহানা সফর ঔর ইয়ে মৌসম হাসিঁ, ভয় লাগছে যেন হারিয়ে না যাই ।" প্রকৃতির সৌন্দর্য দেখে আজ মুগ্ধ রণবীর । তিনি ভয় পাচ্ছেন যেন বাস্তবের মাটি থেকে হারিয়ে না যান ।

গতকাল ওয়াইনের গ্লাস হাতে ডিসেম্বরকে স্বাগত জানিয়েছিলেন রণবীর । এই মাসটা যেন সবার জীবনে আলো নিয়ে আসে, সমৃদ্ধি নিয়ে আসে, প্রার্থনা করলেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.