মুম্বই : অভিনেতাদের জীবন তো শুটিং ফ্লোরেই । শুটিং করতে না পারলে তাঁরা যেন শান্তি পান না । তাই ফ্লোরে ফিরেই সেই আনন্দ তাঁরা ফ্যানেদের সঙ্গে ভাগ করে নেন । ঠিক যেমন করলেন রণবীর সিং ।
ব্যাকড্রপে শুটিং ফ্লোরের আলো । সামনে ক্যাশুয়াল পোশাকে মুখ নিচু করে দাঁড়িয়ে তিনি । ক্যাপশনে রণবীর লিখেছেন, "আবারও আর্কলাইটের নিচে ফিরলাম ।"
তবে কোন প্রজেক্টের শুটিং করছেন সেটা খুলে বললেন রণবীর । দেখে নিন তাঁর পোস্ট..
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
'গালি বয়'-এর পর রণবীরের আর কোনও ছবি রিলিজ় করেনি । লকডাউনের সময়টাকে তিনি একটা ব্রেক হিসেবে ধরেছেন । গত পাঁচ বছর ধরে যে ব্যস্ততার মধ্যে দিয়ে তাঁর দিন কাটছে, সেখান থেকে একটুখানি ছুটি যেন ।
তবে রণবীরের সিংয়ের '83' তৈরি হয়ে গেছে । শুধু অপেক্ষা মুক্তির । কোন মাধ্যমে কপিল দেবের এই বায়োপিক মুক্তি পাবে সেই নিয়ে রয়েছে অনিশ্চয়তা ।