কঙ্গনা রানাওয়াত মাঝেমধ্যেই বিতর্ক তৈরি করেন। যখন যেটা মনে হয় কোনও কিছু না ভেবে সেটা বলে দেন। কঙ্গনার এই প্রবণতা নিয়ে একটি চ্যাট শোয়ে প্রশ্ন করা হয় রিচা চড্ডাকে। তার উত্তরে রিচা কঙ্গনার বিরোধীতা করে কিছু মন্তব্য করেন। তবে এটা খবর নয়। রিচার এই প্রতিক্রিয়ায় কঙ্গনার দিদি রঙ্গোলি চাণ্ডেল সোশাল মিডিয়ায় রিচার উদ্দেশ্যে একাধিক আক্রমণাত্মক পোস্ট করলেন, সঙ্গে ব্য়বহার করলেন অশালীন শব্দও।
রিচা সেই চ্যাট শোয়ে বলেন, "আমার যদি কারোর সঙ্গে কোনও সমস্যা হয়, তাহলে আমি তার সঙ্গে জনসমক্ষে ঝগড়া করব না। তার বদলে আমি তার সঙ্গে মুখোমুখি কথা বলব। তার মানে এই নয় যে আমার সাহস নেই।"
রিচার এই মন্তব্যে রঙ্গোলি খুব কড়া ভাষায় লেখেন, "যারা কঙ্গনা রানাওয়াতের মতো হতে চান, তারা আগে নিজেদের তৈরি করুন। অনেক হিরো শেষ হয়ে গেছে, কঙ্গনা সার্ভাইভ করে গেছে, কারণ সে নিজেকে তৈরি করেছে।"
-
Also my sincere advice to all lovely young women out there who r aspiring Kangana Ranauts pls build yourself first then choose ur battles, many heros have fallen,Kangana survived cos she prepared for today many years ago. Struggle, strategy & collective well being is the matra🙏
— Rangoli Chandel (@Rangoli_A) May 12, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Also my sincere advice to all lovely young women out there who r aspiring Kangana Ranauts pls build yourself first then choose ur battles, many heros have fallen,Kangana survived cos she prepared for today many years ago. Struggle, strategy & collective well being is the matra🙏
— Rangoli Chandel (@Rangoli_A) May 12, 2019Also my sincere advice to all lovely young women out there who r aspiring Kangana Ranauts pls build yourself first then choose ur battles, many heros have fallen,Kangana survived cos she prepared for today many years ago. Struggle, strategy & collective well being is the matra🙏
— Rangoli Chandel (@Rangoli_A) May 12, 2019
তিনি আরও লেখেন, "যারা জনসমক্ষে লড়াই করতে ভয় পান, তাদের কি কোনও অপশান আছে? বলিউডে তাবড় তাবড় স্টাররা তাদের বিরুদ্ধে চলে গেলে তারা টিকে থাকতে পারবে? তারা নিজেরা কনটেন্ট তৈরি করে একা একাই বেঁচে থাকতে পারবে এই ইন্ডাস্ট্রিতে?"
-
(Contd)...Can they function if bollywood biggies black list them? Can they create content and survive on their own? Do they have that competence? Can they survive opposition’s counter attacks and bring about the much needed change?....(contd)
— Rangoli Chandel (@Rangoli_A) May 12, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">(Contd)...Can they function if bollywood biggies black list them? Can they create content and survive on their own? Do they have that competence? Can they survive opposition’s counter attacks and bring about the much needed change?....(contd)
— Rangoli Chandel (@Rangoli_A) May 12, 2019(Contd)...Can they function if bollywood biggies black list them? Can they create content and survive on their own? Do they have that competence? Can they survive opposition’s counter attacks and bring about the much needed change?....(contd)
— Rangoli Chandel (@Rangoli_A) May 12, 2019
এটা বলার পরই তিনি নাম না করেই রিচাকে 'জবলেস' অর্থাৎ বেকার বলেন, আর এটাও বলেন যে, মুভি মাফিয়াদের পিছনে তেল দিয়ে চলে রিচা। তবে বক্তব্য়টা বোঝাতে অশালীন শব্দের প্রয়োগ করেন রঙ্গোলি।
-
....(contd) so her timing of speaking out was also decided a decade ago. Please know if there is a flame burning in the rain there is a reason behind that its not a coincidence. And here are some jobless actors, movie mafia ass lickers....(contd)
— Rangoli Chandel (@Rangoli_A) May 12, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">....(contd) so her timing of speaking out was also decided a decade ago. Please know if there is a flame burning in the rain there is a reason behind that its not a coincidence. And here are some jobless actors, movie mafia ass lickers....(contd)
— Rangoli Chandel (@Rangoli_A) May 12, 2019....(contd) so her timing of speaking out was also decided a decade ago. Please know if there is a flame burning in the rain there is a reason behind that its not a coincidence. And here are some jobless actors, movie mafia ass lickers....(contd)
— Rangoli Chandel (@Rangoli_A) May 12, 2019
তবে এত কিছুর পরও রিচা কোনও মন্তব্য করতে চাননি।