ETV Bharat / sitara

রাম গোপাল ভর্মার 'ডেঞ্জারাস'-এ সমকামীর চরিত্রে নয়না - lesbian naina

'ডেঞ্জারাস' এমন একটি ছবি যেখানে সমকামী প্রেমের সমস্ত ছুঁৎমার্গকে অতিক্রম করবে বলে বিশ্বাস করেন পরিচালক রাম গোপাল ভর্মা । এই ছবির অংশ হতে পেরে ভালো লাগছে নয়নারও । চরিত্রটা যথেষ্ট চ্যালেঞ্জিং বলেও জানিয়েছেন তিনি ।

োে্
োে্
author img

By

Published : Aug 9, 2020, 5:01 PM IST

কলকাতা : সমকামী প্রেম ও সম্পর্ক নিয়ে একটি ছবি তৈরি করতে চলেছেন পরিচালক রাম গোপাল ভর্মা । নাম 'ডেঞ্জারাস'। আর সেই ছবিতেই অভিনয় করছেন কলকাতার মেয়ে ও অভিনেত্রী নয়না গাঙ্গুলি ।

কয়েক দিন আগে এই ছবির জন্য হায়দরাবাদে এটি ফটোশুট হয় নয়নার । ছবিতে সমকামীর চরিত্রে দেখা যাবে তাঁকে । তাঁর বিপরীতে থাকবেন নবাগত অপ্সরা রানি । একাধিক ঘনিষ্ঠ মুহূর্তও তুলে ধরা হবে ছবিতে ।

sdf
.

বাংলা ওয়েব সিরিজ় 'চরিত্রহীন'-এর প্রতিটি সিজ়নের মুখ্যচরিত্রে দেখা গিয়েছে নয়নাকে । দক্ষিণের বেশ কয়েকটি ছবিতেও কাজ করেছেন তিনি । ইতিমধ্যেই নয়না কাজ করেছেন রাম গোপাল পরিচালিত বেশ কয়েকটি ছবিতে । তার মধ্যে 'বঙ্গাভেটটি', 'মেরি বেটি সানি লিওনি বাননা চাহতি হ্যায়', 'গানস অ্যান্ড থাইস' অন্যতম । আর এবার 'ডেঞ্জারাস' ছবিতে কাজ করতে চলেছেন তিনি ।

.
রাম গোপাল ভর্মার সঙ্গে নয়না

এটি এমন একটি ছবি যেখানে সমকামী প্রেমের সমস্ত ছুঁৎমার্গকে অতিক্রম করবে বলে বিশ্বাস করেন রাম গোপাল ভর্মা । এই ছবির অংশ হতে পেরে ভালো লাগছে নয়নারও । চরিত্রটা যথেষ্ট চ্যালেঞ্জিং বলেও জানিয়েছেন তিনি ।

sdf
.

এই ছবি সম্পর্কে ETV ভারতকে নয়না বলেন, "আমি এই কাজটা করতে চাই । একজন অভিনেত্রী হিসেবে নানা ধরনের চরিত্রে অভিনয় করতে চাই । তাই সমকামী হিসেবে কাজ করার এই চ্যালেঞ্জটা নিয়েই নিলাম ।"

ইতিমধ্যেই বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন নয়না । কোথাও তিনি 'চরিত্রহীন'-এর লাস্যময়ী কিরণময়ী, কোথাও 'জোহর'-এর দুর্দান্ত অ্যাথলিট বালা । আবার কোথাও 'বিউটিফুল'-এর বেলুন বিক্রেতা রিনি । আর এবার সমকামী চরিত্র তিনি কতটা ফুটিয়ে তুলতে পারেন এখন সেটাই দেখার ।

কলকাতা : সমকামী প্রেম ও সম্পর্ক নিয়ে একটি ছবি তৈরি করতে চলেছেন পরিচালক রাম গোপাল ভর্মা । নাম 'ডেঞ্জারাস'। আর সেই ছবিতেই অভিনয় করছেন কলকাতার মেয়ে ও অভিনেত্রী নয়না গাঙ্গুলি ।

কয়েক দিন আগে এই ছবির জন্য হায়দরাবাদে এটি ফটোশুট হয় নয়নার । ছবিতে সমকামীর চরিত্রে দেখা যাবে তাঁকে । তাঁর বিপরীতে থাকবেন নবাগত অপ্সরা রানি । একাধিক ঘনিষ্ঠ মুহূর্তও তুলে ধরা হবে ছবিতে ।

sdf
.

বাংলা ওয়েব সিরিজ় 'চরিত্রহীন'-এর প্রতিটি সিজ়নের মুখ্যচরিত্রে দেখা গিয়েছে নয়নাকে । দক্ষিণের বেশ কয়েকটি ছবিতেও কাজ করেছেন তিনি । ইতিমধ্যেই নয়না কাজ করেছেন রাম গোপাল পরিচালিত বেশ কয়েকটি ছবিতে । তার মধ্যে 'বঙ্গাভেটটি', 'মেরি বেটি সানি লিওনি বাননা চাহতি হ্যায়', 'গানস অ্যান্ড থাইস' অন্যতম । আর এবার 'ডেঞ্জারাস' ছবিতে কাজ করতে চলেছেন তিনি ।

.
রাম গোপাল ভর্মার সঙ্গে নয়না

এটি এমন একটি ছবি যেখানে সমকামী প্রেমের সমস্ত ছুঁৎমার্গকে অতিক্রম করবে বলে বিশ্বাস করেন রাম গোপাল ভর্মা । এই ছবির অংশ হতে পেরে ভালো লাগছে নয়নারও । চরিত্রটা যথেষ্ট চ্যালেঞ্জিং বলেও জানিয়েছেন তিনি ।

sdf
.

এই ছবি সম্পর্কে ETV ভারতকে নয়না বলেন, "আমি এই কাজটা করতে চাই । একজন অভিনেত্রী হিসেবে নানা ধরনের চরিত্রে অভিনয় করতে চাই । তাই সমকামী হিসেবে কাজ করার এই চ্যালেঞ্জটা নিয়েই নিলাম ।"

ইতিমধ্যেই বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন নয়না । কোথাও তিনি 'চরিত্রহীন'-এর লাস্যময়ী কিরণময়ী, কোথাও 'জোহর'-এর দুর্দান্ত অ্যাথলিট বালা । আবার কোথাও 'বিউটিফুল'-এর বেলুন বিক্রেতা রিনি । আর এবার সমকামী চরিত্র তিনি কতটা ফুটিয়ে তুলতে পারেন এখন সেটাই দেখার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.