হায়দরাবাদ : উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ে হায়দরাবাদের এক বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছিলেন রজনীকান্ত । আজ ছাড়া পেলেন ।
দু'দিন ধরে কড়া নজরে রাখা হয় তাঁকে । বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষাও হয় । উদ্বেগজনক কিছুই পাওয়া যায়নি রজনীকান্তের রিপোর্টে । তাই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে দক্ষিণী সুপারস্টারকে ।
হায়দরাবাদে নিজের আপকামিং ছবি 'আন্নাথে'-র শুটিং করতে করতে অসুস্থ হয়ে পড়েন রজনীকান্ত । ঘটনাটি 25 ডিসেম্বরের । রক্তচাপের সমস্যার জেরেই হাসপাতালে ভরতি করা হয় সুপারস্টারকে । কোনও রিস্ক নিতে চায়নি তাঁর পরিবার ।
চলতি মাসের মাঝামাঝিতেই শুরু হয়েছে 'আন্নাথে'-র শুটিং । আর শুটিংয়ে যোগ দেওয়ার জন্য 13 ডিসেম্বর বিশেষ বিমানে চেন্নাই থেকে হায়দরাবাদে এসেছিলেন রজনীকান্তসহ ছবির কলাকুশলীরা । রামোজি ফিল্ম সিটিতে চলছিল শুটিং । ছবিটি প্রযোজনা করছে সান পিকচার্স ।