ETV Bharat / sitara

শুভ দ্বিতীয় বিবাহবার্ষিকী... - প্রিয়াঙ্কা চোপড়ার খবর

কেটে গেল দু'বছর । প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাসের বিবাহিত জীবন পা দিল দুই বছরে । এই সময়টা হেসে-খেলে, সুখে-দুঃখে কাটিয়েছেন দম্পতি । বিশেষ দিনে নিককে নিয়ে উষ্ণ পোস্ট প্রিয়াঙ্কার ।

Priyanka chopra second anniversary
Priyanka chopra second anniversary
author img

By

Published : Dec 1, 2020, 7:30 PM IST

মুম্বই : কারও কাছে তাঁরা নিক-প্রিয়াঙ্কা, কারও কাছে নিকইয়াঙ্কা...সে যাই হোক, পৃথিবী জুড়ে কাপল গোল সেট করেছেন প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাস । বয়সের ফারাক, সংস্কৃতির ফারাক..এইসব নিয়ে কম কথা তো শুনতে হয়নি তাঁদের । অনেকে আবার এটাও বলেছেন যে, হলিউডে প্রতিষ্ঠা পাওয়ার জন্যই নিককে বিয়ে করেছেন প্রিয়াঙ্কা । তবে নিন্দুকের মুখে ছাই দিয়ে দু'বছরের সুখী দাম্পত্য কাটিয়ে ফেললেন নিক আর প্রিয়াঙ্কা ।

বিশেষ দিনে বিশেষ পোস্ট করেছেন প্রিয়াঙ্কা । নিউ ইয়র্কের রাস্তায় শীতের পোশাক পরে হাঁটছেন দু'জনে, একে অপরের হাত ধরে । এমন একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, "হ্যাপি সেকেন্ড অ্যানিভার্সারি লাভ অফ মাই লাইফ । সবসময় আমার পাশে থেকেছ, আমার শক্তি, আমার দুর্বলতা, আমার সব । আমি তোমায় ভালোবাসি নিক ।"

অন্য়দিকে নিকও শেয়ার করেছেন একটি বিশেষ পোস্ট । বিয়ের দিন তোলা দু'বছর আগের দুটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, "দুনিয়ার সবচেয়ে অনুপ্রেরণাদায়ক, সুন্দর ও অপূর্ব এক মহিলার সঙ্গে বিয়ের দু'বছর । শুভ বিবাহবার্ষিকী প্রিয়াঙ্কা । আমি তোমায় ভালোবাসি ।"

নিক প্রিয়াঙ্কার উষ্ণ পোস্ট ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায় । দেখে নিন...

মুম্বই : কারও কাছে তাঁরা নিক-প্রিয়াঙ্কা, কারও কাছে নিকইয়াঙ্কা...সে যাই হোক, পৃথিবী জুড়ে কাপল গোল সেট করেছেন প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাস । বয়সের ফারাক, সংস্কৃতির ফারাক..এইসব নিয়ে কম কথা তো শুনতে হয়নি তাঁদের । অনেকে আবার এটাও বলেছেন যে, হলিউডে প্রতিষ্ঠা পাওয়ার জন্যই নিককে বিয়ে করেছেন প্রিয়াঙ্কা । তবে নিন্দুকের মুখে ছাই দিয়ে দু'বছরের সুখী দাম্পত্য কাটিয়ে ফেললেন নিক আর প্রিয়াঙ্কা ।

বিশেষ দিনে বিশেষ পোস্ট করেছেন প্রিয়াঙ্কা । নিউ ইয়র্কের রাস্তায় শীতের পোশাক পরে হাঁটছেন দু'জনে, একে অপরের হাত ধরে । এমন একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, "হ্যাপি সেকেন্ড অ্যানিভার্সারি লাভ অফ মাই লাইফ । সবসময় আমার পাশে থেকেছ, আমার শক্তি, আমার দুর্বলতা, আমার সব । আমি তোমায় ভালোবাসি নিক ।"

অন্য়দিকে নিকও শেয়ার করেছেন একটি বিশেষ পোস্ট । বিয়ের দিন তোলা দু'বছর আগের দুটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, "দুনিয়ার সবচেয়ে অনুপ্রেরণাদায়ক, সুন্দর ও অপূর্ব এক মহিলার সঙ্গে বিয়ের দু'বছর । শুভ বিবাহবার্ষিকী প্রিয়াঙ্কা । আমি তোমায় ভালোবাসি ।"

নিক প্রিয়াঙ্কার উষ্ণ পোস্ট ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায় । দেখে নিন...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.