ETV Bharat / sitara

নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে যাচ্ছে 'ফোটোগ্রাফ' - Nawazuddin

২০১৭ সালে ছবিটির শুটিং শেষ হয়। এর পর একাধিক ফিল্ম ফেস্টিভালে গেছে ছবিটি

ফোটোগ্রাফ
author img

By

Published : Apr 13, 2019, 5:45 PM IST

Updated : Apr 15, 2019, 4:17 PM IST

ওয়াশিংটন ডি.সি : 19তম নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে যাচ্ছে নওয়াজ়উদ্দিন সিদ্দিকি ও সানিয়া মালহোত্রা অভিনীত 'ফোটোগ্রাফ' ছবিটি। 7 মে ম্য়ানহটনে শুরু হচ্ছে এই ফেস্টিভাল। চলবে 12 মে পর্যন্ত।

ANI-র রিপোর্ট অনুযায়ী, আগামী ১০ মে ছবিটি দেখানো হবে। মুম্বইয়ের এক স্ট্রাগলিং ফোটোগ্রাফার ও এক গুজরাটি মেয়ের গল্প বলে 'ফোটোগ্রাফ'। পরিচালক রিতেশ বাত্রা। ১০৮ মিনিটের ছবিটির গল্প ঠিক এই রকম- রফি (নওয়াজ়)-র ঠাকুমা তাকে বিয়ের জন্য বারবার বলতে থাকে। একপ্রকার বাধ্য হয়ে মিলোনি (সানিয়া)-র ছবি ঠাকুমাকে পাঠিয়ে দেয় রফি। মিলোনির নাম বদলে নূরি নামটি রাখে রফি।

ঠাকুমা হঠাৎই চলে আসে মুম্বইয়ে। দেখতে চায় নূরিকে। অর্থাৎ, মিলোনিকে। রফির আবেদনে শান্তস্বভাবের মিলোনি দেখা করে ঠাকুমার সঙ্গে। একের পর এক দেখা করার সঙ্গে সঙ্গে বারতে থাকে তাদের ভালো লাগা। ২০১৭ সালে ছবিটির শুটিং শেষ হয়। তবে এই প্রথম নয় যে ছবিটি ফিল্ম ফেস্টিভালে যাচ্ছে। এর আগেও একাধিক ফিল্ম ফেস্টিভালে গেছে। এবং প্রশংসিতও হয়েছে। নওয়াজউদ্দিন ও সানিয়ার অভিনয়ও পেয়েছে প্রশংসা।

ওয়াশিংটন ডি.সি : 19তম নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে যাচ্ছে নওয়াজ়উদ্দিন সিদ্দিকি ও সানিয়া মালহোত্রা অভিনীত 'ফোটোগ্রাফ' ছবিটি। 7 মে ম্য়ানহটনে শুরু হচ্ছে এই ফেস্টিভাল। চলবে 12 মে পর্যন্ত।

ANI-র রিপোর্ট অনুযায়ী, আগামী ১০ মে ছবিটি দেখানো হবে। মুম্বইয়ের এক স্ট্রাগলিং ফোটোগ্রাফার ও এক গুজরাটি মেয়ের গল্প বলে 'ফোটোগ্রাফ'। পরিচালক রিতেশ বাত্রা। ১০৮ মিনিটের ছবিটির গল্প ঠিক এই রকম- রফি (নওয়াজ়)-র ঠাকুমা তাকে বিয়ের জন্য বারবার বলতে থাকে। একপ্রকার বাধ্য হয়ে মিলোনি (সানিয়া)-র ছবি ঠাকুমাকে পাঠিয়ে দেয় রফি। মিলোনির নাম বদলে নূরি নামটি রাখে রফি।

ঠাকুমা হঠাৎই চলে আসে মুম্বইয়ে। দেখতে চায় নূরিকে। অর্থাৎ, মিলোনিকে। রফির আবেদনে শান্তস্বভাবের মিলোনি দেখা করে ঠাকুমার সঙ্গে। একের পর এক দেখা করার সঙ্গে সঙ্গে বারতে থাকে তাদের ভালো লাগা। ২০১৭ সালে ছবিটির শুটিং শেষ হয়। তবে এই প্রথম নয় যে ছবিটি ফিল্ম ফেস্টিভালে যাচ্ছে। এর আগেও একাধিক ফিল্ম ফেস্টিভালে গেছে। এবং প্রশংসিতও হয়েছে। নওয়াজউদ্দিন ও সানিয়ার অভিনয়ও পেয়েছে প্রশংসা।

Intro:Body:

নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে যাচ্ছে 'ফোটোগ্রাফ'



ওয়াশিংটন ডি.সি : 19তম নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে যাচ্ছে নওয়াজ়উদ্দিন সিদ্দিকি ও সানিয়া মালহোত্রা অভিনীত 'ফোটোগ্রাফ' ছবিটি। 7 মে ম্য়ানহটনে শুরু হচ্ছে এই ফেস্টিভাল। চলবে 12 মে পর্যন্ত।



ANI-র রিপোর্ট অনুযায়ী, আগামী ১০ মে ছবিটি দেখানো হবে। মুম্বইয়ের এক স্ট্রাগলিং ফোটোগ্রাফার ও এক গুজরাটি মেয়ের গল্প বলে 'ফোটোগ্রাফ'। পরিচালক রিতেশ বাত্রা। ১০৮ মিনিটের ছবিটির গল্প ঠিক এই রকম- রফি (নওয়াজ়)-র ঠাকুমা তাকে বিয়ের জন্য বরাবর বলতে থাকে। একপ্রকার বাধ্য হয়ে মিলোনি (সানিয়া)-র ছবি ঠাকুমাকে পাঠিয়ে দেয় সে। মিলোনির নাম বদলে নূরি নামটি দেয় রফি।



ঠাকুমা হঠাৎই চলে আসে মুম্বইয়ে। দেখতে চায় নূরিকে। অর্থাৎ, মিলোনিকে। রফির আবেদনে শান্তস্বভাবের মিলোনি দেখা করে ঠাকুমার সঙ্গে। একের পর এক দেখা করার সঙ্গে সঙ্গে বারতে থাকে তাদের ভালো লাগা। ২০১৭ সালে ছবিটির শুটিং শেষ হয়। তবে এই প্রথম নয় যে ছবিটি ফিল্ম ফেস্টিভালে যাচ্ছে। এর আগেও একাধিক ফিল্ম ফেস্টিভালে গেছে। এবং প্রশংসিতও হয়েছে।




Conclusion:
Last Updated : Apr 15, 2019, 4:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.