ETV Bharat / sitara

সমাজ এখনও পিতৃতান্ত্রিক : শ্রুতি হাসান

সমাজে এখনও নারী-পুরুষের মধ্য়ে সমতা আসেনি, সমাজ এখনও পিতৃতান্ত্রিক, যা সবসময় নারীর তুলনায় পুরুষকে এগিয়ে রাখে...মত শ্রুতি হাসানের ।

Shruti Hassan on social structure
Shruti Hassan on social structure
author img

By

Published : Mar 4, 2020, 1:12 PM IST

মুম্বই : সমাজের ভারসাম্যহীনতায় ক্ষুব্ধ শ্রুতি হাসান । ফিল্মের সেটগুলিও পিতৃতান্ত্রিক সমাজের এই লিঙ্গবৈষম্য থেকে ছাড় পায় না, জানালেন অভিনেত্রী । যেখানে হিরোদের সঙ্গে অনেক পক্ষপাতিত্ব চোখে পড়লেও চুপ থাকতে বাধ্য হন হিরোইনরা ।

এতগুলো বছর তামিল, তেলুগু ও হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় করে, এই বিষয়গুলো নিয়ে মুখ খুলতে আর ভয় পান না শ্রুতি ।

PTI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, "আমার পদবী ও আমার এই মুখটা দেখে অনেক মানুষই আমায় সমঝে চলেন । এতগুলো বছর ধরে এখানে কাজ করার পর, কোনও বিষয়ে প্রতিবাদ করতে ভয় পাই না আমি ।"

Shruti Hassan on social structure
বাবা কমল হাসানের সঙ্গে..

তবে শুরুটা এমন ছিল না । শ্রুতির ছোটোখাটো ব্যাপারকে অভদ্রতার উদাহরণ হিসেবে দেখা হয়েছিল এক সময়ে ।

তিনি বলেন, "সেটে বসে বই পড়লেও সেটাকে অভদ্রতা হিসেবে দেখা হত । তাই আমি ভ্যানিটি ভ্যানে চলে যেতাম । বুঝতে পারতাম না কার সঙ্গে কথা বলব । পুরো বিষয়টাকে রপ্ত করতে আমার অনেকটা সময় লেগেছিল ।"

ফিল্মের সেটে নারী-পুরুষের বিভেদ প্রসঙ্গে শ্রুতি বলেন, "প্রথম চেয়ারটা সবসময় হিরোর জন্য় রাখা থাকবে । প্রথম দিকে আমায় তো চেয়ার অফারই করা হত না । ওরা বলত 'ও বাবা ! হিরো এসে গেছে, ওঁকে এক্ষুণি চেয়ার এনে দাও ।"

Shruti Hassan on social structure
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

তবে হিরো ভালো হলে তিনি নিজে থেকে হিরোইনকে চেয়ার অফার করে থাকেন, জানালেন শ্রুতি । কবে এই বৈষম্য ঘুচবে ? জানা নেই অভিনেত্রীর ।

মুম্বই : সমাজের ভারসাম্যহীনতায় ক্ষুব্ধ শ্রুতি হাসান । ফিল্মের সেটগুলিও পিতৃতান্ত্রিক সমাজের এই লিঙ্গবৈষম্য থেকে ছাড় পায় না, জানালেন অভিনেত্রী । যেখানে হিরোদের সঙ্গে অনেক পক্ষপাতিত্ব চোখে পড়লেও চুপ থাকতে বাধ্য হন হিরোইনরা ।

এতগুলো বছর তামিল, তেলুগু ও হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় করে, এই বিষয়গুলো নিয়ে মুখ খুলতে আর ভয় পান না শ্রুতি ।

PTI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, "আমার পদবী ও আমার এই মুখটা দেখে অনেক মানুষই আমায় সমঝে চলেন । এতগুলো বছর ধরে এখানে কাজ করার পর, কোনও বিষয়ে প্রতিবাদ করতে ভয় পাই না আমি ।"

Shruti Hassan on social structure
বাবা কমল হাসানের সঙ্গে..

তবে শুরুটা এমন ছিল না । শ্রুতির ছোটোখাটো ব্যাপারকে অভদ্রতার উদাহরণ হিসেবে দেখা হয়েছিল এক সময়ে ।

তিনি বলেন, "সেটে বসে বই পড়লেও সেটাকে অভদ্রতা হিসেবে দেখা হত । তাই আমি ভ্যানিটি ভ্যানে চলে যেতাম । বুঝতে পারতাম না কার সঙ্গে কথা বলব । পুরো বিষয়টাকে রপ্ত করতে আমার অনেকটা সময় লেগেছিল ।"

ফিল্মের সেটে নারী-পুরুষের বিভেদ প্রসঙ্গে শ্রুতি বলেন, "প্রথম চেয়ারটা সবসময় হিরোর জন্য় রাখা থাকবে । প্রথম দিকে আমায় তো চেয়ার অফারই করা হত না । ওরা বলত 'ও বাবা ! হিরো এসে গেছে, ওঁকে এক্ষুণি চেয়ার এনে দাও ।"

Shruti Hassan on social structure
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

তবে হিরো ভালো হলে তিনি নিজে থেকে হিরোইনকে চেয়ার অফার করে থাকেন, জানালেন শ্রুতি । কবে এই বৈষম্য ঘুচবে ? জানা নেই অভিনেত্রীর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.