মুম্বই : সেই 1985 সালে 'অর্জুন' ছবিতে সাপোর্টিং রোল করে দিয়ে ক্যারিয়ারের শুরু পরেশ রাওয়ালের । দেখতে দেখতে কেটে গেছে 35 টা বছর । পেয়েছেন জাতীয় পুরস্কার, সম্মানিত হয়েছেন পদ্মশ্রী পুরস্কারে । এহেন মানুষ যে NSD-র চেয়ারম্যান পদের জন্য একেবারে উপযুক্ত তা আর বলার অপেক্ষা রাখে না ।
NSD-র অফিশিয়াল টুইটার পেজ থেকে জানানো হয়েছে খবরটি । এমন ব্যক্তিত্বকে চেয়ারম্যান পদে পেয়ে খুশি এই জাতীয় সংস্থাও ।
"আমাদের শ্রদ্ধেয় রাষ্ট্রপতি মহাশয় এক স্বনামধন্য অভিনেতা ও পদ্মশ্রী প্রাপক পরেশ রাওয়ালকে NSD-র চেয়ারম্যান পদের জন্য নিযুক্ত করেছেন । এই খবর জানাতে পেরে খুব ভালো লাগছে । আমাদের প্রতিষ্ঠানকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন উনি, আমরা স্বাগত জানাই এমন এক লেজেন্ডকে ।", এভাবেই পরেশকে স্বাগত জানানো হয়েছে NSD-র তরফ থেকে ।
-
We are glad to inform " Hon’ble President of India @rashtrapatibhvn has appointed renowned actor & Padma Shri @sirpareshrawal as chairman of @nsd_india."NSD family welcome the legend to shower his guidance to NSD for achieving new heights.@prahladspatel @MinOfCultureGoI
— National School of Drama (@nsd_india) September 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">We are glad to inform " Hon’ble President of India @rashtrapatibhvn has appointed renowned actor & Padma Shri @sirpareshrawal as chairman of @nsd_india."NSD family welcome the legend to shower his guidance to NSD for achieving new heights.@prahladspatel @MinOfCultureGoI
— National School of Drama (@nsd_india) September 10, 2020We are glad to inform " Hon’ble President of India @rashtrapatibhvn has appointed renowned actor & Padma Shri @sirpareshrawal as chairman of @nsd_india."NSD family welcome the legend to shower his guidance to NSD for achieving new heights.@prahladspatel @MinOfCultureGoI
— National School of Drama (@nsd_india) September 10, 2020
2014 সালে পদ্মশ্রী পুরস্কার পান পরেশ রাওয়াল । এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে একাধিক ফিল্মফেয়ার, IIFA , জি সিনে অ্যাওয়ার্ড-এর মতো পুরস্কারও । পরেশ রাওয়াল ভারতীয় ফিল্ম দুনিয়ার গর্ব । তাঁর এই নতুন জার্নিতে শুভেচ্ছা জানায় ETV ভারত সিতারা ।